1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজটিউনিশিয়া

বাংলাদেশিসহ ৮১ অভিবাসনপ্রত্যাশীকে টিউনিশিয়া সমুদ্রে উদ্ধার

১৫ মে ২০২২

লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করা ৮১ অভিবাসনপ্রত্যাশীকে সমুদ্র থেকে উদ্ধার করেছে টিউনিশিয়া৷ যার মধ্যে ৩২ জন ছিলেন বাংলাদেশি৷

গত জানুয়ারিতে সমুদ্র থেকে উদ্ধার করে দক্ষিণ টিউনিশিয়ার এল-কেতেফ বন্দরের কাছে নিয়ে আসা অভিবাসীদের একটি দল
গত জানুয়ারিতে সমুদ্র থেকে উদ্ধার করে দক্ষিণ টিউনিশিয়ার এল-কেতেফ বন্দরের কাছে নিয়ে আসা অভিবাসীদের একটি দলছবি: Fathi Nasri/AFP/Getty Images

দেশটির নৌবাহিনী শনিবার এই অভিবাসী, শরণার্থীদের উদ্ধারের তথ্য জানিয়েছে৷ নৌকায় করে ঝুঁকিপূর্ণ উপায়ে তারা সমুদ্র পাড়ি দিচ্ছিলেন৷ টিউনিশিয়ার উত্তর-পূর্ব উপকূল থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে বিপদে পড়া নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়৷

নৌকার যাত্রীদের মধ্য ৩৮ জন মিশরীয়, ৩২ জন বাংলাদেশি, ১০ জন সুদানিজ এবং এক মরোক্কান ছিলেন৷ ২০ থেকে ৩৮ বছর বয়সি এই অভিবাসীরা টিউনিসিয়ার সীমান্তবর্তী লিবিয়ার উপকূলীয় গ্রাম আবু কামাশ থেকে যাত্রা করেন বলে নৌকর্মকর্তাদের জানিয়েছেন৷ টিউনিসিয়ার নৌবাহিনী তাদেরকে দেশটির ন্যাশনাল গার্ডের কাছে হস্তান্তর করেছে৷

অনিয়মিত পথে ইউরোপে পৌঁছানোর লক্ষ্যে উত্তর আফ্রিকার দেশ টিউনিশিয়া ও লিবিয়া থেকে ঝুঁকিপূর্ণ উপায়ে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করে বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা৷ তাদের প্রথম লক্ষ্য টিউনিসিয়া থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত ইটালির দ্বীপ লাম্পেডুসা৷

সমুদ্রে যাত্রাকালে এই অভিবাসীরা প্রায়ই লিবিয়া বা টিউনিসিয়া কর্তৃপক্ষের হাতে আটক হন৷ গত মাসে যাত্রার প্রস্তুতিকালে ৫৪২ জনকে আটকের কথা জানিয়েছে লিবিয়া৷ দেশটিতে এএফপি ফটো সাংবাদিকের দেয়া তথ্য অনুযায়ী তাদের বেশিরভাগ ছিলেন বাংলাদেশি

সমুদ্রের শক্তিশালী ঢেউয়ের বিপরীতে দুর্বল নৌকায় পাড়ি দেয়া অভিবাসীনপ্রত্যাশীরা প্রায়ই বিপদে পড়েন৷ আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম এর তথ্য অনুযায়ী, ভূমধ্যসাগরে ২০২১ সালে সমুদ্রে ডুবে গেছেন বা নিখোঁজ হয়েছেন এমন অভিবাসী, শরণার্থীর সংখ্যা প্রায় দুই হাজার জন৷  আগের বছর এই সংখ্যা ছিল ১৪০১ জন৷

মৃত্যুঝুঁকি থাকলেও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে উন্নত জীবন যাপনের আশায় এশিয়া, আফ্রিকার অভিবাসীরা ভয়ংকর এই পথ বেছে নিচ্ছেন৷

এফএস/এআই (এএফপি)

ইউরোপে প্রবেশের পথে অভিবাসীরা যাত্রাবিরতি নেন যেখানে

03:15

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ