1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশি এমপিকে ‘নিয়ে গেছে’ কুয়েত সিআইডি

৭ জুন ২০২০

সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল কুয়েতের গোয়েন্দাদের হাতে আটক হয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশের গণমাধ্যমগুলো৷ তাকে নিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করলেও আটক বা গ্রেপ্তার হয়েছেন কীনা তা জানাতে পারেননি রাষ্ট্রদূত৷

কুয়েতে আটক বাংলাদেশি এমপি
ফাইল ছবিছবি: picture alliance/Pacific Press/D. Dudley

কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বরাত দিয়ে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর জানিয়েছে রোববার রাতে পাপুলকে দেশটির মুশরেফ থেকে আটক করা হয়৷ তবে আটকের বিষয়টি অস্বীকার করেছেন তার স্ত্রী সেলিনা ইসলাম৷ তিনিও সংরক্ষিত আসনের সংসদ সদস্য৷ সাংবাদিকদের সেলিনা বলেন, ‘‘গ্রেপ্তার সম্পর্কিত যে তথ্য গণমাধ্যমে এসেছে, তা ঠিক নয়৷ তিনি সেখানে কোনো মামলার আসামি নন৷

‘‘কুয়েত সরকারের তাদের নিয়ম অনুযায়ী তার ব্যবসায়িক বিষয়ে আলোচনার জন্য তাকে সেখানকার সরকারি দপ্তর বা সিআইডিতে ডেকে নিয়েছে৷’’

এই বিষয়ে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘তাকে রোববার রাতে বাসা থেকে নিয়ে গেছে কুয়েত সিআইডি৷ তবে কী কারণে নিয়েছে আমাদের কিছু জানায়নি৷’’

উল্লেখ্য এর আগে গত ফেব্রুয়ারিতে কুয়েতের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, মানবপাচার ও ভিসা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে তিন বাংলাদেশির একটি চক্রের সন্ধান পাওয়া গেছে৷ তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছিল সিআইডি৷ বাংলাদেশে পালিয়ে আসা বাকি দুজনের একজনকে সংসদ সদস্য বলেও উল্লেখ করা হয়৷ তবে তার নাম প্রকাশ করা হয়নি৷

সে সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন স্থানীয় গণমাধ্যমগুলোকে বলেন, ‘‘যে সংসদ সদস্যের কথা বললেন, আমরা শুনেছি যে এটা ফেইক নিউজ৷

‘‘সরকারের কাছে এই মুহূর্তে এ বিষয়ে কোনো তথ্য নেই৷ আমাদের মিশন এখনো খবর দেয়নি, আমরা এখনো জানি না৷’’

বিডিনিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, লক্ষ্মীপুর ২ আসন থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হলেও পাপুল পরে আওয়ামী লীগে যোগ দেন৷ তার মালিকানাধীন মারাফি কুয়েতিয়া গ্রুপে প্রায় ১৫ থেকে ২০ হাজার প্রবাসী বাংলাদেশি কাজ করেন বলে কুয়েতে বাংলাদেশ কমিউনিটির ধারণা৷

এফএস/এডিকে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

গত বছরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ