ব্লগারদের আসন্ন বিপদ
২২ ডিসেম্বর ২০১৫সোমবার জন কেরিকে এই অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠায় ঐ আট সংগঠন৷ এর মধ্যে রয়েছে পেন অ্যামেরিকান সেন্টার, ফ্রিডম হাউস, হিউম্যান রাইটস ওয়াচ ও রিপোটার্স উইদাউট বর্ডার্স৷
ইসলামি জঙ্গিরা চলতি বছর বাংলাদেশে পাঁচজন ব্লগার ও একজন প্রকাশককে হত্যা করেছে৷ এর মধ্যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক রয়েছে বলেও জন কেরিকে চিঠিতে জানিয়েছে আন্তর্জাতিক ঐ সংস্থাগুলো৷ এছাড়া কমপক্ষে চারজনের উপর হামলার কথা জানিয়েছে তারা৷
পেন এর ঊর্ধ্বতন কর্মকর্তা কারিন ডয়েচ কারলেকার বলেন, কয়েক ডজন বাংলাদেশি লেখক লুকানো জীবনযাপন করছেন৷ তাঁরা সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন, কিন্তু হয় তাঁদের সরকার নিরাপত্তা দিতে অনিচ্ছুক না হয় অক্ষম৷
এদিকে, পেন ক্যানাডা টুইটারে একটি খবর শেয়ার করেছে৷ বাংলাদেশের সেক্যুলার ব্লগার রায়হান আবীর ও তাঁর পরিবার ক্যানাডায় নিরাপদ জীবন খুঁজে পেয়েছেন বলে প্রতিবেদনটিতে জানানো হয়েছে৷ প্রতিবেদনে ‘সেন্টার ফর এনকোয়ারি ক্যানাডা'-র জাতীয় নির্বাহী পরিচালক এরিক অ্যাড্রিয়ানস-এর মন্তব্য প্রকাশিত হয়েছে৷ সংস্থাটি রায়হানকে সহায়তা করেছে৷ অ্যাড্রিয়ানস মনে করেন, ২৫ হাজার সিরীয় শরণার্থীকে ক্যানাডায় নিয়ে আসার মতো বিশাল ও গুরুত্বপূর্ণ কাজের চেয়ে অনেক সহজ হচ্ছে পালিয়ে থাকা ৫০ জন বাংলাদেশি লেখককে সহায়তা করা৷
‘সেন্টার ফর ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাসিসটেন্স'-এর ওয়েবসাইটে প্রকাশিত এক ব্লগে রাজা রুমি লিখেছেন, বাংলাদেশে ‘ব্লগার' শব্দটি অভিশপ্ত বস্তুতে পরিণত হয়েছে৷
‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্টস'-এর দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর উজ্জ্বল আচার্য টুইটারে লিখেছেন, ‘‘আমি যখন বাংলাদেশ ছিলাম তখন আমাকে বলা হয়েছিল, আমি যদি বলি আমি একজন ব্লগার, তাহলে সাধারণ মানুষ ধরে নেবে আমি নাস্তিক৷''
জেডএইচ/ডিজি (রয়টার্স)