1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশেও গর্ভ ভাড়া!

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২ মে ২০১৭

গোপনে হলেও বাংলাদেশে গর্ভ ভাড়া নিয়ে সন্তানের বাবা-মা হওয়ার ঘটনা ঘটছে৷ এখানে বিষয়টি আইনগত বৈধ না হওয়ায় কেউ তা প্রকাশ করছেন না৷ আবার কেউ কেউ ঝামেলা এড়াতে বিদেশে, বিশেষ করে ভারতে গিয়ে গর্ভ ভাড়া নিচ্ছেন৷ ফিরছেন সন্তান নিয়ে৷

Indien Leihmutterschaft - Zydus Hospital in Anand Town
ছবি: Getty Images/AFP/S. Panthaky

বাংলাদেশে গর্ভ ভাড়া দেয়া বা নেয়ার বিষয়টি এখনো প্রচলিত নয়৷ তবে গোপনে হচ্ছে বলে খবর আছে৷ টেস্ট টিউব বেবি'র বিষয়টি আইনগতভাবে এখানে বৈধ হলেও গর্ভ ভাড়া দেয়ার বিষয়টি হয় রাখঢাক করেই৷ আইনগত জটিলতা এড়াতেই এই রাখঢাক বলে জানান একজন চিকিৎসক৷ ভারতের চেন্নাইসহ আরো কয়েকটি শহরে গিয়ে গর্ভ ভাড়া নিয়ে সন্তানের পিতা-মাতা হয়েছেন বাংলাদেশের অনেক দম্পতি৷ তবে তারাও বিষযয়টি সামাজিক কারণে গোপন রাখেন বলে জানান নারী ও শিশু বিষয়ক একজন চিকিৎসক৷

ওই চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে ডয়চে ভেলেকে বলেন, ‘‘ঢাকার গাইনি চিকিৎসক এবং গাইনি ক্লিনিকগুলো গোপনে ঢাকায় গর্ভ ভাড়ার ব্যবস্থা করে দেয়৷ নিঃসন্তান দম্পতিদের ক্লিনিকের কোনো কোনোটি গর্ভ ভাড়া দেয়ার ব্যাপারে মধ্যস্থতা করেন৷ তবে পুরো ব্যাপারটিই হয় গোপনে৷ বাংলাদেশে গর্ভ ভাড়া নিতে কমপক্ষে পাঁচ লাখ টাকা লাগে৷''

Abdullah Shaharier - MP3-Stereo

This browser does not support the audio element.

গর্ভ ভাড়া দেয়া নারী (সারোগেট মাদার) এখানে কিভাবে পাওয়া যায়? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘এটা ক্লিনিক বা চিকিৎসকরাই যোগাড় করে দেন৷ চেইন গড়ে উঠছে৷ তবে গর্ভ ভাড়া নেয়ার বিষয়টি প্রধানত উচ্চবিত্ত বা উচ্চ মধ্য বিত্তদের মধ্যেই সীমাবদ্ধ আছে৷''

বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে গর্ভ ভাড়া নিয়ে বাবা-মা হওয়া এখন আর নতুন কোনো ঘটনা নয়৷ অনেক নিঃসন্তান দম্পতি আর্থিক সামর্থ্য অনুযায়ী এটা করছেন৷ তবে বেশিরভাগ দম্পতিই এজন্য ভারতকে বেছে নেন৷ আর ভারতের চেন্নাই তাদের পছন্দের তালিকায় শীর্ষে৷ ওই চিকিৎসক জানান, ‘‘এজন্য  বাংলাদেশে ভারতীয় হাসপাতালের ‘দলাল' আছে৷ তারাই বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে সহায়তা করেন৷''

চিকিৎসকদের মাধ্যমে জানা যায়, নানা কারণে গর্ভ ভাড়া নিয়ে অনেকে সন্তানের পিতা বা মাতা হন৷ নারীদের জরায়ুতে অতিরিক্ত চর্বি জমে যাওয়ায় পুরুষের শুক্রাণুগুলো জরায়ুতে থাকা ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে পারে না৷ ফলে শুক্রাণু ও ডিম্বাণুর মিশ্রণে নিষেক প্রক্রিয়াটি না ঘটার কারণে সন্তান গর্ভে ধারণ করা সম্ভব হয় না৷ তাছাড়া হিস্টারেকটমি, অতিরিক্ত ডায়াবেটিস, ক্যান্সারে আক্রান্ত নারীদের গর্ভ ধারণ অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় তারা সারোগেট মাদারের শরণাপন্ন হন৷ অনেক সময় দেখা যায় অনেক ব্যস্ত নারী যাদের সন্তান ধারণের মতো দীর্ঘসময় হাতে নেই অথচ সন্তান চাই, এমন নারীরাও সারোগেট মাদারের শরণাপন্ন হন৷

বাংলাদেশে এই বিষযটি আইনগত বৈধতা না পেলেও আমাদের প্রতিবেশি দেশ ভারতসহ উন্নত বিশ্বে এখন বহুল প্রচলিত৷ সারোগেট প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট একটি দম্পতির কাছ থেকে শুক্রাণু ও ডিম্বাণু সংগ্রহ করে একটি বিশেষ ব্যবস্থায় জাইগোট তৈরি করে ‘ভাড়াটে মায়ের' গর্ভে প্রতিস্থাপন করা হয়৷ অর্থাৎ যেই গর্ভধারণটি ওই দম্পতির নারীর গর্ভে হওয়ার কথা ছিল, সেটি সারোগেট মায়ের গর্ভে শুধু প্রতিস্থাপন করা হয় মাত্র৷ এরপর ১০ মাস ১০ দিন গর্ভধারণ এবং সন্তান প্রসব এসব প্রক্রিয়া সাধারণ নিয়মেই হয়ে থাকে৷ আর এর বিনিময়ে সারোগেট মাদাররা অর্থ নিয়ে থাকেন৷ সন্তানের প্রতি তাদের কোনো দাবি থাকে না৷

Rashida Begum - MP3-Stereo

This browser does not support the audio element.

চার বছর আগে ঢাকার এক দম্পতি ভারতে গিয়ে গর্ভ ভাড়া নিয়ে সন্তান পাওয়ার অভিজ্ঞতার কথা নাম প্রকাশ না করার শর্তে জানান ডয়চে ভেলেকে৷ তিনি জানান, ‘‘আমার স্ত্রী'র শারীরিক ঝুঁকির কারণে সন্তান নিতে ভয় পাচ্ছিলাম৷ পরে ঢাকারই এক গাইনী চিকিৎসক আমাদের সারোগেসি সম্পর্কে ধারণা দেন৷ পরে আমরাও বিষয়টি সম্পর্কে জানি৷ নিশ্চিত হয়ে ওই চিৎিসকের মাধ্যমেই আমরা ভারতের চেন্নাইয়ে গিয়ে গর্ভ ভাড়া নিই৷ সব মিলিয়ে আমাদের ১০ লাখ টাকা খরচ হয়েছে৷ আমরা একটি কন্যা সন্তান পেয়েছি৷''

নারী ও শিশু বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আব্দুল্লাহ শাহরিয়ার ডয়চে ভেলেকে জানান, ‘‘বাংলাদেশে এখন টেস্টটিউব বেবি'র বিষযটি বৈধ এবং প্রকাশ্য৷ এ নিয়ে এখনো কিছুটা সামাজিক রাখঢাক থাকলেও বিষয়টি এখন আর গোপন নয়৷ নিঃসন্তান দম্পতিরা টেস্টটিব বেবি নিচ্ছেন৷ আমরা এখানে গর্ভ ভাড়া দেয়া বা নেয়ার কথাও শুনছি৷ তবে তা সুনির্দিষ্টভাবে জানতে পারছি না৷ কারণ, সামাজিক বিষয় ছাড়াও এটি এখানে আইনগত বৈধতা এখনো পায়নি৷ কিন্তু দেশের বাইরে গিয়ে যে কেউ কেউ সারোগেসির মাধ্যমে সন্তান নিচ্ছেন তা অস্বীকার করা যাবে না৷''

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন চিকিৎসক জানান, ‘‘ঢাকায় সারোগেট বেবি আছে৷ আমরা চিকিৎসকরা তাদের চিনিও৷ দম্পতিদেরও চিনি৷ তারা এখানেই করিয়েছেন৷ কিন্তু কেউ প্রকাশ করেন না৷''

হলি ফ্যামিলি হাসপাতালের গাইনি বিভাগের প্রধান ডা. বিলকিস বেগম চৌধুরী ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাংলাদেশে সারেগেসি হয় কিনা, এ বিষয়ে আমি নিশ্চিত নই৷ তবে আমি অনেক দম্পতিকেই চিনি, যারা এই পদ্ধতি সম্পর্কে জানেন এবং আগ্রহ আছে৷ আর এখানে সারোগেট মাদার পাওয়া তেমন কঠিন হওয়ার কথা নয়৷ কারণ, তরুন এবং অল্প বয়সে তালাক প্রাপ্ত অনেকের মধ্যে আমি সারোগেট মাদার হওয়ার  আগ্রহ লক্ষ্য করেছি৷''

২০১৫ সালে ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, সন্তানহীন দম্পতিদের ক্রমবর্ধমান চাহিদার কারণে ভারতে গর্ভ ভাড়া দেয়ার ব্যবসা ক্রমশ ফুলেফেঁপে উঠছে৷ ভারতে গর্ভ ভাড়া সহজলভ্য ও খরচ কম হওয়ায় গর্ভ ভাড়া বা সারোগেসি বাণিজ্যের বাজার দাঁড়িয়েছে ১৫০০ কোটি টাকার মতো৷

ভারতে  প্রায় ২০ হাজার আইভিএফ ক্লিনিক আছে৷ এ ধরণের ক্লিনিক সবচেয়ে বেশি আছে দিল্লি, মুম্বই ও চন্ডিগড়ে৷ 

Bilkis Begum Chowdhury - MP3-Stereo

This browser does not support the audio element.

বাংলাদেশে নিঃসন্তান দম্পতির সংখ্যা শতকরা ১৫ ভাগ বলে সাধারণভাবে ধরে নেয়া হয়৷ তবে এ ব্যাপারে সঠিক কোনো জরিপ নেই৷ কিন্তু নিঃসন্তান দম্পতিদের জন্য চিকিৎসা পরামর্শ দিতে ঢাকাসহ সারা দেশে অনেক ক্লিনিক আছে৷ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গাইনি বিভাগের অধ্যাপক ডা. রাশিদা বেগম জানান, ‘‘নিঃসন্তান দম্পতিদের জন্য ঢাকায় অনুমোদিত ১০টি টেস্ট টিউব বেবি সেন্টার আছে৷ আর চট্টগ্রামে আছে চারটি৷ তবে সারোগেসি'র ব্যাপারটা বাংলাদেশে হয় বলে আমার জানা নাই৷''

তবে তিনি বলেন, ‘‘ধনী দম্পতিদের কেউ কেউ হয়তো আগ্রহী হন৷ তারা দেশের বাইরে চলে যান৷ এখানে টেস্টটিউব বেবি'র প্রবণতা বাড়ছে৷ এবং আড়াই লাখ থেকে চার লাখ টাকা খরচ করে টেস্ট টিউব বেবি নেয়া যায়৷''

ডা. আব্দুল্লাহ শাহরিয়ার মনে করেন, ‘‘বাংলাদেশেও সারোগেসির আইনগত বৈধতা দেয়া উচিত৷ চিকিৎসা বিজ্ঞান একে স্বীকৃতি দেয়৷'' একই অভিমত ডা. বিলকিস বেগম চৌধুরী'র ৷ তিনি মনে করেন, ‘‘চুপে চাপে বা গোপনে করার চেয়ে আইনগত স্বীকৃতি দিলে অনেক জটিলতা এড়ানো যাবে৷

আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ