1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন নির্বাচন ও বাংলাদেশ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৬ নভেম্বর ২০১২

মার্কিন নির্বাচন নিয়ে বাংলাদেশেও উৎসাহের কমতি নেই৷ কারা ক্ষমতায় এলে বাংলাদেশের লাভ – ডেমোক্র্যাট না রিপাবলিকান – তার বিশ্লেষণ চলছে৷ তাঁদের স্বার্থ কে দেখবে তাও ভাবছেন বাংলাদেশের বিশ্লেষকরা৷

ছবি: Harun Ur Rashid Swapsan

এ বছরই বাংলাদেশ সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, উপ-পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক এবং ওয়েন্ডি শারমেনের মতো পদস্থ সামরিক এবং বেসামরিক মার্কিন কর্মকর্তারা৷ তাঁদের এ সফর প্রমাণ করে যে ওয়াশিংটনের কাছে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে৷ বিশ্লেষকরা বলছেন, সরকার বদলালেও মার্কিন পররাষ্ট্রনীতি বদলায় না৷ তবুও ডেমোক্র্যাট বারাক ওবামার বিশ্ব খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সুবিধা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, নারীর ক্ষমতায়নসহ নানা নীতিতে বাংলাদেশকে অগ্রাধিকার দেয়া হয়েছে৷ সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির  তাই মনে করেন, ওবামা আরেক দফা হোয়াইট হাউসে থাকলে বাংলাদেশের জন্য তা ইতিবাচকই হবে৷

আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান একই ধরনের মন্তব্য করলেও তিনি মনে করেন, বাংলাদেশ কিভাবে তার অবস্থান শক্ত করতে পারে তা বাংলাদেশের ওপরই নির্ভর করে৷

বাংলাদেশ এখনো মার্কিন বাজারে তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়নি৷ ঝুলে আছে টিকফা চুক্তি৷ তারপরও ওবামার অভিবাসন আইন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ তৈরি করবে বলে মনে করেন অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ৷

তবে ড. মুহাম্মদ ইউনূসসহ বেশ কয়েকটি ইস্যুতে বাংলাদেশ-মার্কিন সম্পর্কে কিছুটা শীতলতা আছে৷ ডেমেক্র্যাট বারাক ওবামা অথবা রিপাবালিকান মিট রমনি – যে-ই ক্ষমতায় আসুন না কেন এই শীতলতা নিরসনে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন করতে হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ