1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু আজ থেকে

১৬ জানুয়ারি ২০২২

আজ রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ট্রফি ধরে রাখার মিশন শুরু করবে৷ বাংলাদেশ ক্রিকেটের একমাত্র বৈশ্বিক ট্রফিটি এসেছে যুব ক্রিকেট থেকে৷

২০২০ আসরে শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য রকিবুল হাসান এবার দলের অধিনায়ক৷ ছবি: AFP/M. Spatari

প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসী যুবারা৷ ১২ জানুয়ারি আইসিসি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা৷

২০২০ আসরে শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য রকিবুল হাসান এবার দলের অধিনায়ক৷ টুর্নামেন্টপূর্ব সংবাদ সম্মেলনে এই বাঁহাতি স্পিনার জানান, তাদের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল৷ তিনি বলেন, ‘‘সব দলই তো বিশ্বকাপ জেতার জন্য আসে৷ সবার পরিকল্পনা থাকে চ্যাম্পিয়ন হওয়ার৷ গত বিশ্বকাপে আমাদের সেই লক্ষ্য ছিল এবং আমাদের প্রস্তুতি, প্রসেস ও পরিকল্পনা সফল হওয়ায় শিরোপা জিতেছিলাম৷ এবার কোভিডের কারণে সেভাবে প্রস্তুতি নিতে পারিনি৷ তবে সব দলই একই কারণে প্রস্তুতির ঘাটতিতে আছে৷ আশা করি আমরা যে প্রস্তুতি নিয়েছি, সেটা সম্ভাব্য সেরা প্রস্তুতি৷''

রকিবুল আরও বলেন, ‘‘সামনে যে ম্যাচগুলো আসছে, সেগুলোতে আমরা যদি পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করতে পারি, তবে অবশ্যই ভালো কিছু করতে পারব৷ আমরা পরিকল্পনা করছি, অন্তত যেন সেমিফাইনাল খেলতে পারি৷ এছাড়া ছোট ছোট টার্গেট, যেমন গ্রুপ পর্ব, এক ম্যাচ করে এগোনো, এগুলো তো থাকছেই৷''

গত বিশ্বকাপ জয়ী দলে রকিবুল ছিলেন দলের কমবয়সি ক্রিকেটারদের একজন৷ তবু বল হাতে তিনি ছিলেন দলের বড় ভরসা৷ এবার তিনিই নেতৃত্বে৷ দায়িত্ব তাই আনুষ্ঠানিকভাবেই বেশি৷

নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘‘গতবার জুনিয়র হিসেবে ছিলাম৷ এবার আমি অভিজ্ঞ এবং নেতৃত্ব পেয়েছি৷  এটা আমার কাছে ভালো লাগে৷ নেতৃত্বটা উপভো়গ করছি, বাড়তি দায়িত্বটাও আছে৷ চ্যালেঞ্জ নিতে আমার সবসময়ই ভালো লাগে৷ বিশ্বকাপে আসার আগে কিছু ঘরোয়া টুর্নামেন্টে বড় ক্রিকেটারদের সঙ্গে খেলেছি৷ সেটাও এখানে কাজে লাগবে৷ দল হয়ে খেললে যে কোনো ম্যাচে ফল আসবে৷ একেক ম্যাচে যেন প্রয়োজনে একেক জন দাঁড়িয়ে যায়৷এটা শেষ পর্যন্ত দারুণ কাজে দেয়৷''

এবার বিশ্বকাপে বাংলাদেশ গেছে মাত্র ১২টি যুব ওয়ানডের অভিজ্ঞতা নিয়ে৷ অবশ্য ভারতে তিন দলের একটা টুর্নামেন্ট খেলেছে বাংলাদেশ৷ ভারত ‘এ' ও ‘বি' দলের বিপক্ষে খেলে সেটিতে চ্যাম্পিয়নও হয়েছিল তারা৷

গ্রুপ ‘এ'-তে বাংলাদেশ সব ম্যাচই খেলবে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের মাঠে৷ সেখানকার কন্ডিশনের সঙ্গে এরই মধ্যে মানিয়ে নিয়েছেন বলে জানান রকিবুল৷ তিনি আশা করছেন ইংল্যান্ডের সঙ্গে তারা সেরা ক্রিকেটটা খেলতে পারবেন৷

গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচগুলো হচ্ছে ২০ জানুয়ারি ক্যানাডা ও ২২ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে৷

ফরম্যাট

প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে কোয়ার্টার ফাইনালে৷ এরপর সেমিফাইনাল ও ফাইনাল৷ গ্রুপের তৃতীয় ও চতুর্থ দল খেলবে প্লেট কোয়ার্টার ফাইনালে৷

খেলা যেভাবে দেখা যাবে

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি৷ এছাড়াও ২০ জানুয়ারি ক্যানাডার বিপক্ষে ম্যাচটি সরাসরি স্ট্রিমিং করবে র‍্যাবিটহোল৷ আমিরাতের সঙ্গে ম্যাচটি সরাসরি দেখা যাবে না৷

এপিবি/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, প্রথম আলো)

২০২০ সালের ছবিঘর দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ