1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের অভিজ্ঞতা অনুকরণ করছে বাকি দেশগুলি: ড.মোমেন

২ আগস্ট ২০১১

জুলাই মাসে জেনেভায় অনুষ্ঠিত একোসক’এর বার্ষিক সম্মেলনে বাংলাদেশের সাফল্যগুলি বাকিদেরও নজর কেড়েছে বলে জানালেন জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. আব্দুল মোমেন৷

Simulation-of-ECOSOC-(Economic-and-Social-Council)-by-Tom-Gross "BIMUN (Bonn International Model United Nations), is a series of workshops organized by an association of University of Bonn students in which participants simulate the functioning of various bodies of the United Nations or the European Union. About 100 students from all over the world take part in BIMUN every December, each representing a delegate or a minister of a member state different from their own country in the Security Council or other international organizations. There are also guest speakers, panel discussions on current international affairs and visits to Bonn city institutions." Thank you, Niksadat
একোসক-এর সম্মেলন (ফাইল ছবি)ছবি: Tom Gross

সম্প্রতি জেনেভায় জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ – একোসক'এর এক অধিবেশন অনুষ্ঠিত হলো৷ বাংলাদেশের শিক্ষামন্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ড. এ কে এম আব্দুল মোমেন৷ সহকর্মী জাহিদুল হক তাঁকে প্রথমেই জাতিসংঘের প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে একোসক'এর অবস্থান সম্পর্কে প্রশ্ন করেন৷

প্রতি বছর জুলাই মাসে একোসক'এর অধিবেশন অনুষ্ঠিত হয়৷ চলতি বছর শিক্ষার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে৷ মিলেনিয়াম লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে শিক্ষা কতটা সহায়ক হতে পারে, সেবিষয়ে উপস্থিত মন্ত্রী ও কর্মকর্তারা আলোচনা করেছেন৷ তাছাড়া বিভিন্ন ঘোষিত কর্মসূচির জন্য যথেষ্ট অর্থের সংস্থান হচ্ছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হয়৷ যাবতীয় বৈষম্য ঘুচিয়ে সমাজে নারীদের অবস্থান আরও শক্তিশালী করা যায়, সেবিষয়েও তাঁরা কথা বলেন৷

সাক্ষাৎকার: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ