1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের অস্ত্রবাহী বিমান দুর্ঘটনার তদন্তে গ্রিস

১৮ জুলাই ২০২২

গ্রিসে সামরিক সরঞ্জামবাহী কার্গো উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনার তদন্ত করছেন দেশটির বিশেষজ্ঞরা৷ এদিকে কার্গোটিতে করে বাংলাদেশের জন্য সামরিক রসদ পাঠানো দেশ সার্বিয়ার প্রতি অভিযোগ তুলেছে এথেন্স৷

Griechenland | Flugzeugabsturz in Kavala
ছবি: Laskaris Tsotsas/Eurokinissi/REUTERS

গ্রিসের উত্তরাঞ্চলে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের ধ্বংসাবশেষে বিপজ্জনক পদার্থ থাকার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন গ্রিক বিশেষজ্ঞরা৷ তবে বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে তার আশেপাশে প্রচুর গোলা বারুদ পাওয়া গেছে৷ ফ্লাইটটিতে থাকা আট ক্রু সদস্যের সবাই মারা গেছেন বলে নিশ্চিত করেছে সার্বিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয়৷

এন-১২ কার্গো উড়োজাহাজটি সার্বিয়া থেকে যাত্রা করে শনিবার স্থানীয় সময় রাত এগারোটার কিছু আগে গ্রিসের কাভালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে বিধ্বস্ত হয়৷ এর কিছুক্ষণ আগে পাইলট উড়োজাহাজটির একটি ইঞ্চিনে সমস্যার কথা জানিয়ে নিয়ন্ত্রণ কক্ষের কাছে জরুরি অবতরণের অনুমতি চান৷ তাকে কাভালা বিমানবন্দরের দিকে যেতে বলা হলেও উড়োজাহাজটি সেদিকে এগোয়নি বলে জানিয়েছেন গ্রিসের কর্মকর্তারা৷

বিধ্বস্ত হওয়ার পর সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী নেবোয়শা স্টেফানোভিচ সাংবাদিকদের জানান, উড়োজাহাজটিতে সার্বিয়ার তৈরি বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কেনা ১১.৫ টন মর্টার গোলাবারুদ ছিল৷ সার্বিয়ার নিস শহর থেকে এটি যাত্রা করে এবং ঢাকার পথে জর্ডানের আম্মানে বিরতি দেয়ার কথা ছিল৷ স্টেফানোভিচ জানান, উড়োজাহাজে থাকা গোলাবারুদের মধ্যে মর্টার মাইন ও প্রশিক্ষণ মাইন ছিল৷ আন্তর্জাতিক রীতি অনুযায়ী, ফ্লাইটটির জন্য প্রয়োজনীয় সব অনুমতি নেয়া ছিল বলেও জানান তিনি৷

ছবি: Alkis Konstantinidis/REUTERS

উড়োজাহাজটি পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউক্রেনের একটি প্রতিষ্ঠান৷ আট ক্রু সদস্যের সবাইও ইউক্রেনেরই নাগরিক৷

গ্রিসের প্রতিবাদ

এদিকে গ্রিক কর্তৃপক্ষ দাবি করেছে সামরিক সরঞ্জাম বহনকারী উড়োজাহাজটির বিষয়ে সার্বিয়া গ্রিসকে সময়মত অবহিত করেনি৷  এ নিয়ে নাখোশ দেশটি৷  বার্তা সংস্থা রয়টার্সকে এক কূটনীতিক সূত্র জানিয়েছে, ‘কার্গোর প্রকৃতি সম্পর্কে' না জানানোয় বেলগ্রেডের গ্রিক রাষ্ট্রদূত শিগগিরই তাদের অসন্তোষের কথা সার্বিয়ার কাছে তুলে ধরবে৷

এদিকে গ্রিসের বিরোধীদল এই ঘটনায় দেশটির সরকারের দায় দেখছে৷ সরকারের পক্ষ থেকে কার্গোটি সম্পর্কে যথাযথ তথ্য না দেয়ার অভিযোগ করেছে তারা৷ এই ঘটনার আরো বিস্তারিত তদন্তের দাবি তাদের৷

গ্রিসের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, একজন প্রসেকিউটর এই ঘটনার তদন্ত শুরু করেছেন৷ এর অংশ হিসেবে দুর্ঘটনার শিকারদের মরদেহ পরীক্ষা করা হবে৷

গোলাবারুদের বীমা ছিল: বাংলাদেশ

গ্রিসে বিধ্বস্ত কার্গো উড়োজাহাজে করে যে সামরিক রসদ বাংলাদেশে আসছিল, তা বীমার আওতায় থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না বলে জানিয়েছে বাংলাদেশ৷  রোববার বিকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই তথ্য জানিয়েছে বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তাদের প্রতিবেদনে  উল্লেখ করেছে৷ তিনি বলেন, "এ ধরনের মালামালের বীমা করা থাকে৷ ওইদিক থেকে আমরা সেইফ আছি৷”

ছবি: ENA Channel/REUTERS

তবে কার্গোতে কত টাকার অস্ত্র ছিল সে বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘‘দাম, সেটা আমরা জানব আমাদের যারা এনেছেন তাদের কাছ থেকে৷ তবে, যেহেতু এটা ইন্সুরেন্স করা আছে, সুতরাং উই আর কভার্ড৷''

এদিকে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর রোববার জানায়, ডিজিডিপি (ডাইরেক্টরেট জেনারেল অফ ডিফেন্স পারচেজ) ক্রয় চুক্তির আওতায় কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে উড়োজাহাজটিতে সামরিক রসদ আনা হচ্ছিল৷

সেখানে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ এর জন্য কেনা ‘প্রশিক্ষণ মর্টার শেল' ছিল৷ বিজ্ঞপ্তিতে বলা হয়, "ওই চালানে কোনো অস্ত্র ছিল না এবং চালানটি বীমার আওতাভুক্ত৷”

এফএস/কেএম (এপি, রয়টার্স, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ