এমন দিন বারবার আসুক বাংলাদেশ তা-ই চায়৷ চায় তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহদের মাঝে মাঝেই ছাপিয়ে যাক তরুণ প্রজন্ম৷ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে তাই হয়েছে৷
তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ ও মাশরাফী, এই পঞ্চপাণ্ডব বিদায় নিলে কী হবে বাংলাদেশ ক্রিকেটের? গত কয়েক বছর ধরেই ঘুরছে এই প্রশ্ন৷ ইতিমধ্যে মাশরাফী ‘প্রায়' বিদায় নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে৷ এখনো ফিরে ফিরে আসে সেই প্রশ্ন৷ কিছুটা ধারাবাহিক হয়ে ভরসার অপর নাম হওয়ার পথে লিটন দাস৷ আশা জাগিয়েও অলরাউন্ডার সাকিব আল হাসানের যোগ্য উত্তরসূরি হতে বারবার ব্যর্থ হচ্ছিলেন যিনি, সেই মেহেদী হাসান মিরাজও আজ ঝলকে উঠে জানালেন তিনি আছেন উজ্জ্বল আগামীর আশা হয়ে৷
দ্রুততম সেঞ্চুরিতে সেরা ১০
২০১৫ সালের ১৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন সাউথ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স৷ ওয়ানডেতে এটি এখনো সবচেয়ে কম বলে তিন অংকে পৌঁছানোর রেকর্ড৷ ছবিঘরে এমন শীর্ষ ১০ রেকর্ডের কথা থাকছে৷
ছবি: picture-alliance/dpa/Richard Wainwright
১০. জস বাটলার
২০১৯ সালের ১১ মে পাকিস্তানের বিরুদ্ধে ৫০ বলে সেঞ্চুরি করেন ইংল্যান্ডের জস বাটলার৷
ছবি: Picture-Alliance/AP Photo/A. M. Ahad
৯. সনাথ জয়সুরিয়া
১৯৯৬ সালের ২ এপ্রিল পাকিস্তানের বিরুদ্ধে ৪৮ বলে তিন অংকে পৌঁছেছিলেন তিনি৷ সিঙ্গাপুরে অনুষ্ঠিত সিঙ্গার কাপের ঐ ম্যাচে পাকিস্তানকে (৩১৫ রানে অলআউট) ৩৪ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা (৯ উইকেটে ৩৪৯)৷
ছবি: AP
৮. জস বাটলার
২০১৫ সালের ২০ নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ৪৬ বলে শতক হাঁকিয়েছিলেন বাটলার৷
ছবি: Getty Images/G. Copley
৭. জেসি রাইডার
২০১৪ সালের প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৬ বলে সেঞ্চুরি করেন নিউজিল্যান্ডের রাইডার৷ এই ম্যাচ আরেকটি দ্রুততম শতক দেখেছিল৷ সেই তথ্য থাকছে পরের দিকে৷
ছবি: Daniel L Smith/Getty Images
৬. শহীদ আফ্রিদি
২০০৫ সালের ১৫ এপ্রিল ভারতের বিরুদ্ধে ৪৫ বলে শতক হাঁকিয়েছিলেন আফ্রিদি৷ ভারত সফরে যাওয়া পাকিস্তান ম্যাচটি জিতেছিল পাঁচ উইকেটে৷ ভারতের করা ২৪৯ রান ৪৭ বল হাতে থাকতেই পেরিয়ে গিয়েছিল পাকিস্তান৷
ছবি: Dibyangshu Sarkar/AFP/Getty Images
৫. ব্রায়ান লারা
১৯৯৯ সালের ৯ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে ৪৫ বলে শতক হাঁকিয়েছিলেন লারা৷ মোট করেছিলেন ১১৭ রান৷ তার দল করেছিল ৩১৪ রান৷ জবাবে বাংলাদেশ ২০৫ রানে অলআউট হয়ে গিয়েছিল৷ টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেছিলেন অধিনায়ক বুলবুল৷
ছবি: Getty Images/F. Nel
৪. মার্ক বাউচার
২০০৬ সালের ২০ সেপ্টেম্বর জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার৷ ম্যাচটিতে তিনি ১৪৭ রানে অপরাজিত ছিলেন৷
ছবি: dapd
৩. শহীদ আফ্রিদি
১৯৯৬ সালের ৪ অক্টোবর নাইরোবিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন আফ্রিদি৷ এরপর অবশ্য আর মাত্র দুই রান যোগ করেই আউট হয়ে গিয়েছিলেন তিনি৷ পাকিস্তান করেছিল ৩৭১ রান৷ জবাবে শ্রীলঙ্কা ২৮৯ রানে অলআউট হয়ে গিয়েছিল৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
২. কোরে অ্যান্ডারসন
২০১৪ সালের প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৬ বলে শতক হাঁকান নিউজিল্যান্ডের অ্যান্ডারসন৷ সেদিন তিনি ১৩১ রানে অপরাজিত ছিলেন৷
ছবি: Rob Jefferies/Getty Images
১. এবি ডি ভিলিয়ার্স
২০১৫ সালের ১৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন সাউথ আফ্রিকার ভিলিয়ার্স৷ হাফ সেঞ্চুরি করেন ১৬ বলে৷ এখন পর্যন্ত এই দুটো রেকর্ডই অক্ষুন্ন আছে৷ দ্রুততম শতক করার পথে তিনি নিউজিল্যান্ডের অ্যান্ডারসনের রেকর্ড ভাঙেন৷ আর দ্রুততম অর্ধশতক করতে ১৯৯৬ সালে জয়সুরিয়ার করা রেকর্ড ভাঙতে হয়েছে৷ জয়সুরিয়ার লেগেছিল ১৭ বল৷ রেকর্ড গড়ার ম্যাচে শেষ পর্যন্ত ১৪৯ রান করেন ভিলিয়ার্স৷
ছবি: picture-alliance/dpa/Richard Wainwright
10 ছবি1 | 10
৫ উইকেটে ২৪২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে খুব তাড়াতাড়িই যা চায়নি তা পেয়েছিল মোমিনুলের দল৷ আগের দিনের ৩৮-এর সঙ্গে কোনো রান যোগ না করেই লিটন বোল্ড৷ ওয়ারিকানের চতুর্থ শিকার হয়ে তার ফেরাই কিছু করে দেখানোর সুযোগ দিয়েছিল মেহেদী হাসান মিরাজকে৷ দেখিয়েছেন ঠিকই৷ ৬৮ রান করে সাকিবের ফিরে যাওয়াও হতোদ্যম করেনি তাকে৷ বরং ৩১৫ রানে সপ্তম উইকেট হারানো বাংলাদেশকে তাইজুল (১৮), নাঈম হাসান (২৪) এবং মুস্তাফিজের (৩) সহায়তায় নিয়ে গেছেন ৪৩০ রানে৷ শুধু তাই নয়, নিজের ২৩তম টেস্টে প্রথম সেঞ্চুরির দেখাও পেয়ে গেছেন৷ ১০৩ রান করার পর শেষ ব্যাটসম্যান হিসেবে কর্নওয়ালের বলে আউট হয়েছেন ঠিকই, তবে ততক্ষণে বাংলাদেশের ক্রিকেটের আকাশে মেহেদীর রং লেগে গেছে!