1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের ‘ইকো এয়ারকুলার'

৯ জুন ২০১৬

শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করবেন, তাও আবার বিদ্যুৎ ছাড়া৷ এ যুগে এমনটি ভাবা যায় না৷ আর দাম যেমন বেশি, তার পেছনে বিদ্যুৎ খরচও হয় প্রচুর৷ বাংলাদেশে উদ্ভাবিত এক যন্ত্র এসব সমস্যার সমাধান করে সারা বিশ্বের নজর কেড়েছে৷

Bangladesch Kinderarbeit Hausangestellte
ছবি: imago/Michael Westermann

গ্রীষ্মকালে বাংলাদেশের কিছু এলাকায় তাপমাত্রা পৌঁছে যায় ৪৫ ডিগ্রি সেলসিয়াসে৷ সেই সাথে আর্দ্রতার কারণে মানুষ গরমে অতিষ্ঠ হয়ে ওঠে৷ আর যাঁরা টিনের ঘরে থাকেন, তাঁদের জন্য এই গরম অসহনীয় পর্যায়ে চলে যায়৷ তাই এমন একটি এয়ার কুলার তৈরি করা হয়েছে, যা বানাতে খরচ নেই বললেই চলে৷ এতে বিদ্যুৎ সংযোগের কোনো প্রয়োজন নেই৷ পুরাতন পানির বোতল আর একটি কাগজের বোর্ড দিয়ে সহজেই বানানো যাবে এই যন্ত্র৷ তবে এটি তৈরি করতে আসলে কোনো যন্ত্রের সহায়তার প্রয়োজন নেই৷ যন্ত্রটির নাম দেয়া হয়েছে ইকো কুলার, অর্থাৎ পরিবেশবান্ধব তাপনিয়ন্ত্রক৷

সিঙ্গাপুরভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা গ্রে গ্রুপ এবং গ্রামীণফোন ইনটেল সোশ্যাল বিজনেস যৌথভাবে এ যন্ত্রটি তৈরি করেছে৷ গ্রে গ্রুপ কল্যাণমূলক কাজ হিসেবে গ্রামীণ বাংলার হাজার হাজার মানুষকে এই যন্ত্র তৈরি শেখানোর প্রকল্প হাতে নিয়েছে৷

বোতলটিকে মাঝ বরাবর কেটে সরু অংশটি রাখতে হবে ঘরের ভেতরে৷ খোলা অংশটি থাকবে বাইরে৷ ফলে কি হবে? বেশি বাতাস প্রবেশ করবে, কিন্তু বের হবে সরু মুখ দিয়ে৷ যার কারণে বাতাসের তাপমাত্রা কমে যাবে এবং ঘরের ভেতরটাও শীতল হবে৷ এভাবে বোতলগুলো কাগজের বোর্ডে সংযুক্ত করে কক্ষের জানালায় যুক্ত করে দিলেই রুমে প্রবেশ করবে ঠাণ্ডা বাতাস৷ এই যন্ত্র দিয়ে ঘরের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে আনা যায়৷

এই পদ্ধতি শহরের জন্য তেমন কার্যকর না হলেও গ্রামে, যেখানে বাইরে বেশি বাতাস সেখানে ব্যবহার করার জন্য উপযোগী এই যন্ত্রটি৷

এই যন্ত্র উদ্ভাবনের সাথে সাথে ভারতসহ বিভিন্ন দেশে সাড়া ফেলেছে৷ জে পি সিনহা এ সংক্রান্ত ভিডিওটি ইউটিউব থেকে শেয়ার করে লিখেছেন, ‘‘বিদ্যুৎ ছাড়াই এয়ার কুলার চলছে৷''

হাসিভ নূরুন্নবী লিখেছেন, ‘‘প্রচণ্ড গরমে যেসব এলাকায় বিদ্যুৎ থাকে না, সেখানকার মানুষের জন্য দারুণ একটি উদ্ভাবন৷''

মেগ তেগালও ইউটিউবের ভিডিওটি শেয়ার করেছেন টুইটারে৷

শিবা মোহান্তি লিখেছেন, ‘‘বাংলাদেশের উদ্ভাবিত এই যন্ত্রটি উড়িষ্যার দাবদাহে কাজে লাগতে পারে৷''

করিম ওয়াহিদও একই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘‘এটা একটা লাখ টাকার আইডিয়া৷''

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ