1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিস্মিত বিশ্বব্যাংক

জাহিদুল হক২২ নভেম্বর ২০১২

বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বাংলাদেশের উন্নয়নে বিস্ময় প্রকাশ করা হয়েছে৷ বিশ্বব্যাংক বলছে, কিছু দেশ মানব উন্নয়ন সূচকে ভালো করছে, আর কিছু দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে৷ কিন্তু বাংলাদেশ ভালো করছে দুটোতেই৷

ছবি: AP

‘বিশ্ব উন্নয়ন প্রতিবেদন ২০১৩' শীর্ষক প্রতিবেদনে বিশ্বব্যাংক এই মন্তব্য করেছে৷ বাংলাদেশের এমন সাফল্যে বিশ্বব্যাংক অবাক হলেও বিস্মিত নন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এমএম আকাশ৷ তিনি বলেন, গবেষণা থেকে এটা প্রমাণিত হয়েছে যে, বিশ্বব্যাংকের পরামর্শ না মেনে বাংলাদেশ কৃষিখাত উন্নয়নে মনোযোগ দেয়ায় এই আর্থিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে৷ তিনি বলেন, আশির দশকে বিশ্বব্যাংক বাংলাদেশকে খাদ্য উৎপাদনের দিকে না গিয়ে রপ্তানিমুখী শিল্পায়নের দিকে নজর দেয়ার পরামর্শ দিয়েছিল৷ এছাড়া কৃষি থেকে ভর্তুকি সরিয়ে নেয়া, বেসরকারিকরণ, উদার বাণিজ্য – বিশ্বব্যাংকের এসব পরামর্শ মানার কারণে বাংলাদেশের তখনকার আর্থিক প্রবৃদ্ধি ছয়ের মাত্রা অতিক্রম করতে পারেনি বলে জানান অধ্যাপক আকাশ৷

Interview for Online - MP3-Mono

This browser does not support the audio element.

পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম শাসনামলে প্রথমবারের মতো কৃষিখাতকে খুব গুরুত্ব দেয়া হয় এবং কৃষকদের মাঝে কৃষিঋণ বিতরণের পরিমাণ বাড়িয়ে দেয়া হয়৷ এছাড়া সারে দেয়া হয় ভর্তুকি৷ এসব কারণে কৃষকদের হাতে টাকা আসে বলে মন্তব্য অধ্যাপক আকাশের৷ এর ফলে কৃষকরা তাদের দৈনন্দিন চাহিদা মিটিয়ে অন্যান্য প্রয়োজনীয় পণ্য কেনার মতো সামর্থ্যবান হয়ে ওঠে৷ কৃষকদের এই চাহিদা মেটাতে গড়ে উঠে ক্ষুদ্র ও মাঝারি শিল্প৷

এছাড়া ফসল ছাড়াও অন্যান্য খাত যেমন গবাদি পশু, হাঁস, মুরগি ও মৎস্য পালনে উৎসাহী হয়ে ওঠেন অনেকে৷ কেউ কেউ ফুল ও সবজি চাষের ব্যাপারেও মনোযোগী হচ্ছেন৷

এর পাশাপাশি তৈরি পোশাক খাতে সাফল্য ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণে বাংলাদেশ দিন দিন আর্থিকভাবে এগিয়ে গেছে বলে মন্তব্য অধ্যাপক আকাশের৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ