1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের ঐতিহাসিক জয়

২৯ আগস্ট ২০১৭

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট বাংলাদেশ জিতেছে ২০ রানে৷ প্রথমবারের মত অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো টাইগাররা৷ ১০টি উইকেট নিয়ে ম্যাচ সেরা সাকিব আল হাসান৷

ছবি: Getty Images/AFP/M. Uz Zaman

নিজেদের ৫০তম টেস্টকে স্মরণীয় করে রাখলেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল৷ তামিম আর সাকিবের অসাধারণ নৈপুণ্যে বাংলাদেশ দল সৃষ্টি করলো ইতিহাস৷

ডেভিড ওয়ার্নার আর স্টিভ স্মিথের ১৩০ রানের জুটি বাংলাদেশকে প্রায় ছিটকে দিয়েছিল ম্যাচ থেকে৷ কিন্তু সাকিব এই জুটিকে বিচ্ছিন্ন করেন৷ ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে এসেছে ১১২ রান৷ স্মিথ আউট হয়েছে ৩৭ রানে৷ তৃতীয় দিনে ২২১ রানে থেমেছিল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস৷ এরপর ২৬৫ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে অস্ট্রেলিয়া৷

মঙ্গলবার অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস শুরু করার পর শুরুতেই মিরাজ আর সাকিবের বলে অসহায় মনে হয় ব্যাটসম্যানদের৷ আউট হয়ে যান ম্যাথু রেনশ ও ওসমান খাজা৷ ২৮ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া৷ কিন্তু এরপর দলের হাল ধরেন ওয়ার্নার ও স্মিথ৷ দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১০৯ রান৷ 

এর আগে তামিম ইকবালের ৭৮ আর মুশফিকুর রহিমের ৪১ রানের ওপর ভর করে দ্বিতীয় ইনিংসে ২২১ রান করে স্বাগতিকরা৷ প্রথম সেশনে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল টাইগারদের হাতে৷ তাইজুল আর ইমরুল ফিরে গেলেও শক্ত হাতে হাল ধরেছিলেন তামিম ইকবাল ও অধিনায়ক মুশফিকুর রহিম৷ দিনের শুরুতে বাংলাদেশকে ৬১ রানে রেখে বিদায় নেন তাইজুল৷ মাত্র ৪ রান করে আউট হন তিনি৷ এরপর ইমরুল কায়েসও বেশিক্ষণ টিকতে পারেননি৷ প্রথম ইনিংসে শূন্য হাতে ফেরা ইমরুল কায়েস দ্বিতীয় ইনিংসে করেছেন মাত্র ২ রান৷

তবে মধ্যাহ্ন বিরতির পরই ধাক্কা খেয়েছে বাংলাদেশ৷ তামিমের পর সাকিব আল হাসানও খুব দ্রুত আউট হয়ে যান৷ স্কোর বোর্ডে কোনো রান যোগ না করেই ৩ উইকেট হারিয়ে হঠাৎ বিপাকে পড়েছিল বাংলাদেশ৷ ১৮৬/৫ থেকে মুহূর্তেই ১৮৬/৮! ওই সুযোগেই ম্যাচে ফিরে আসে অস্ট্রেলিয়া৷ তবে মেহেদী হাসান মিরাজ চা-বিরতির আগে আর কোনো বিপদ হতে দেননি৷ শফিউলকে নিয়ে বাকি সময়টা কাটিয়ে দিয়েছেন, দলকে এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ আরও ২৬টি রান৷ প্রথম ইনিংসে ৪৩ রানের লিড নেওয়া বাংলাদেশ জয়ের জন্য অস্ট্রেলিয়াকে দিয়েছে ২৬৫ রানের লক্ষ্য৷ ন্যাথান লায়ন ৮২ রানে নিয়েছেন ৬ উইকেট৷

মুশফিকের অদ্ভুত আউট:

মুশফিকের আউটটা ছিল একেবারেই অবাক হবার মতো৷ ননস্ট্রাইক প্রান্তে ক্রিজে না থাকার মাশুল গুণতে হয়েছে মুশফিককে৷ লায়নের হাত ছুঁয়ে বল স্টাম্পে যাওয়ায় রানআউট হয়েছেন তিনি৷ 

তামিমের রেকর্ড:

বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল৷ মিরপুরে ক্যারিয়ারের ৫০তম টেস্টে অর্ধশতক তুলে নিয়েছেন দুই ইনিংসেই৷ প্রথম ইনিংসে ৭১ রানের পর দ্বিতীয় ইনিংসে করলেন ৭৮৷ টেস্টে তামিম এ নিয়ে দুই ইনিংসেই হাফ সেঞ্চুরির দেখা পেলেন মোট ছয়বার৷

রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে সাকিবের ৮৪ এবং তামিমের ৭১ রানের সুবাদে প্রথম ইনিংসে ২৬০ রান সংগ্রহ করে বাংলাদেশ৷ জবাবে ২১৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ