1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের ঐতিহ্যবাহী সাপ খেলার ভিডিও

১২ জানুয়ারি ২০১৮

বাংলাদেশের গ্রামাঞ্চলে এককালে খুবই জনপ্রিয় ছিল সাপ খেলা৷ ঐতিহ্যবাহী এ খেলাটি এখন আর দেখা যায় না বললেই চলে৷ বাংলাদেশের কোনো এক গ্রামে সাপখেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেট জগতে৷

Indien Schlangenbeschwörer
ছবি: Reuters/A. Abidi

অনেকগুলো বাক্সে ভরা বিষধর সাপ, চারপাশটা ঘিরে গ্রামের মানুষ৷ একে একে বাক্স থেকে সাপগুলোকে বের করলেন সাপুড়ে৷ শুরু করলেন খেলা দেখাতে৷ গ্রামের মানুষগুলো মুগ্ধ হয়ে দেখছিলেন সে খেলা৷ ইউটিউব চ্যানেল ‘অ্যারাউন্ডমিবিডি'-তে এরকমই রোমাঞ্চকর একটি ভিডিও আপলোড করা হয়েছে গত মে মাসে৷

ভিডিওটি আপলোডের পর থেকে এখন পর্যন্ত তা দেখা হয়েছে ৭৩ লাখেরও বেশিবার৷ আর এতে মন্তব্য রয়েছে সাড়ে আটশ'রও বেশি এবং লাইক দিয়েছেন দশ হাজারেরও বেশি মানুষ৷ অনেক মজার মজার মন্তব্য রয়েছে ভিডিওটিতে৷

এমএম/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ