বাংলাদেশের ক্রিকেটারের সঙ্গে স্টোকসের আপত্তিকর আচরণ
১৭ অক্টোবর ২০১৬
দ্বিতীয় ওয়ানডের সেই ঘটনার রেশ যেন এখনো চলছে৷ টেস্ট সিরিজ শুরুর আগে চট্টগ্রামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে ইংল্যান্ড৷ সেখানেও ইংল্যান্ডের এক ক্রিকেটারের আচরণ প্রশ্নবিদ্ধ৷ ক্রিকেটারটির নাম বেন স্টোকস৷
বিজ্ঞাপন
দ্বিতীয় ওয়ানডে শেষে বিজয়ী বাংলাদেশ দল যখন মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ছাড়ছে, তখনও উগ্র আচরণ করেছিলেন স্টোকস৷ দু দলের খেলোয়াড়দের হাত মেলানোর পর্বে তিনি ছুটে এসে উদ্ধতভাবে আঙুল রেখেছিলেন তামিম ইকবালের বুকে৷ তাঁর কথা বলার ভঙ্গিও ছিল আক্রমণাত্মক, আপত্তিকর৷ ঘটনার সূত্রপাত হয়েছিল ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক জস বাটলার আউট হওয়ার পর৷ তাসকিনের বলে আউট হওয়ার পর পর উদযাপনে বাড়াবাড়ি করার অভিযোগে মাঠেই মাহমুদুল্লাহর সঙ্গে তর্কে লিপ্ত হয়েছিলেন তিনি৷ সেই ঘটনার রেশ টেনে টুইটারে সোচ্চার হয়েছিলেন স্টোকস, তামিমের সঙ্গে হাত না মিলিয়ে প্রকাশ্যে আপত্তিকর আচরণ করতেও সেদিন স্টোকসের বাধেনি৷ চট্টগ্রামে আবার অখেলোয়াড়সুলভ আচরণ করতে দেখা গেল সেই স্টোকসকে৷
দৃশ্যটি ধরা পড়ে একাত্তর টিভির ক্যামেরায়৷ সেখানে দেখা যায়, বিসিবি একাদশের হয়ে সেঞ্চুরি করা আব্দুল মজিদ মাঠ থেকে বেরিয়ে আসার আগে হাত বাড়িয়েছিলেন স্টোকসের দিকে, কিন্তু ইংল্যান্ডের অলরাউন্ডার হ্যান্ডশেক করেননি, সৌজন্যবোধ, খেলোয়াড়সুলভ আচরণ- সবকিছুকে অগ্রাহ্য করে সরিয়ে নিয়েছেন হাত৷ ম্যাচ শেষে বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান আব্দুল মজিদ জানিয়েছেন, আন্তর্জাতিক পর্যায়ের এক ক্রিকেটারের কাছ থেকে এমন আচরণ পেয়ে তিনি অবাক এবং হতাশ৷
পাঠকের চোখে ক্রিকেটের সেরা একাদশ
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের জন্য খেলোয়াড় বাছাই করতে বলা হয়েছিল ডয়চে ভেলের পাঠকদের৷ ছিল পুরস্কার৷ পাঠক, মেহেদী হাসানের দেয়া তালিকা আমাদের পছন্দ হয়েছে৷ চলুন দেখে নেই তাঁর টিম৷
ছবি: Reuters
তামিম ইকবাল
ডয়চে ভেলের ফেসবুক পাতায় জমা পড়া নামের তালিকায় সবাই যাকে রেখেছেন, তিনি হচ্ছেন ওপেনার তামিম ইকবাল৷ চট্টগ্রামের এই বাহাতি ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর দেশের পক্ষে সর্বোচ্চ রান করছেন৷ ডয়চে ভেলের পাঠক মেহেদী হাসানের মতে, টি-টোয়েন্টি, ওয়ানডে, টেস্ট – সব দলেই মানানসই তামিম৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
সৌম্য সরকার
সাতক্ষীরার ছেলে সৌম্য সরকার জাতীয় দলের সঙ্গে যাত্রা শুরু করেন ২০১৪ সালে৷ বাহাতি এই ব্যাটসম্যানের ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর ১০৭৷ আমাদের পাঠকদের কেউ কেউ অবশ্য তাঁকে আপাতত দলের বাইরে রাখার পক্ষে৷ আর মেহেদী হাসানের মতে, টেস্টে তামিমের সঙ্গে থাকা উচিত ইমরুল কায়েসের৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
সাব্বির রহমান
জাতীয় দলের তৃতীয় ব্যাটসম্যানের জায়গা নিয়ে একটু বিভ্রান্তি রয়েছে৷ আমাদের পাঠকদের অনেকে এই জায়গায় সাব্বির রহমানকে রাখতে চান৷ তবে কেউ কেউ এখানে খেলার ধরনের ভিত্তিতে ইমরুল কায়েস বা লিটন দাসকেও রাখতে আগ্রহী৷
ছবি: Getty Images/AFP/K. Manjunath
সাকিব আল হাসান
সাবিক আল হাসানের খ্যাতি বিশ্বজোড়া৷ মাগুরার এই অলরাউন্ডারকে সবাই দলে চান৷ ২০১৫ সালে সাকিব বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি-র সব ব়্যাংকে প্রথম অবস্থান অর্জন করেন৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
মুশফিকুর রহিম
মাঠে উইকেটের পেছনে এক বিশ্বস্ত নাম মুশফিকুর রহিম৷ আমাদের প্রায় সব পাঠক তাঁকে দলে রেখেছেন৷ তবে টি-টোয়েন্টিতে তাঁকে কিপিংয়ে রাখতে রাজি নন পাঠক মেহেদী হাসান৷
ছবি: Getty Images/R. Pierse
মাহমুদুল্লাহ রিয়াদ
মাহমুদুল্লাহ রিয়াদকে দলে রাখা নিয়ে আমাদের পাঠকদের কারো আপত্তি নেই৷ তবে তাঁর কোন অবস্থানে ব্যাট করা উচিত, সেটা নিয়ে মতামত ভিন্ন৷ মেহেদী হাসানের মতে, টি-টোয়েন্টি এবং টেস্টে ষষ্ঠ আর ওয়ানডে তৃতীয় অবস্থানে খেলা উচিত তাঁর৷
ছবি: Getty Images/R. Pierse
নাসির হোসেন
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ কার্যত সাইড বেঞ্চে কাটিয়েছেন নাসির হোসেন৷ রংপুরের এই অলরাউন্ডারকে মূল একাদশে দেখতে আগ্রহী ডয়চে ভেলের পাঠকরা৷
ছবি: Getty Images/AFP/U. Zaman
মাশরাফি বিন মোর্তোজা
জাতীয় দলের টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মোর্তোজাকেই চান পাঠক মেহেদী হাসান৷ আর টেস্টে তাঁর পছন্দের অধিনায়ক মাহমুদুল্লাহ৷
ছবি: Getty Images/AFP/M. Kiran
তাসকিন আহমেদ
ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ ব্যাটিংয়ে আবার বামহাতি৷ বর্তমানে ‘অবৈধ বোলিং অ্যাকশনের’ দায়ে আইসিসি-র নিষেধাজ্ঞায় আছেন তিনি৷ তবে আমাদের পাঠকরা তাঁকে ফেরত চান দ্রুত৷
ছবি: Getty Images/AFP/M. U. Zaman
মুস্তাফিজুর রহমান
ক্রিকেটের বিস্ময় বালক মুস্তাফিজুর রহমানকে টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট সবক্ষেত্রেই মূল দলে চান ডয়চে ভেলের পাঠকরা৷ ভারতের আইপিএল-এও খেলছেন মুস্তাফিজ৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
লিটন দাস/শুভাগত হোম/নুরুল হাসান
এই তিনজনই সম্ভাবনাময় ক্রিকেটার৷ আসলে জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে খেলার ধরন, ভেন্যু, পরিবেশসহ অনেক কিছু বিবেচনায় আনতে হয়৷ তাই চূড়ান্ত একাদশ কী হবে তা নির্ধারণ সহজ নয়৷ আমাদের ক্রিকেটপাগল পাঠকদের মতামতের ভিত্তিতে তৈরি এই গ্যালারিটিতে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটেছে মাত্র৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
11 ছবি1 | 11
এসিবি/জেডএইচ
আব্দুল মজিদের সঙ্গে হাত মেলাননি বেন স্টোকস৷ এমন আচরণের প্রতিক্রিয়ায় কিছু বলতে চান? প্রিয় পাঠক, আপনার বক্তব্য লিখুন নীচের ঘরে৷