1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলা-থাই

সমীর কুমার দে, ঢাকা২২ ডিসেম্বর ২০১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা৷ দুই দেশের মধ্যে দু’টি সমঝোতা স্মারকে সই হয়েছে৷ এদিকে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা দেবে থাইল্যান্ড৷

Thai Prime Minister Yingluck Shinawatra, left, shakes hands with Chinese President Hu Jintao at Great Hall of the People in Beijing Wednesday, April. 18, 2012. (Foto:Minoru Iwasaki, Pool/AP/dapd)
ছবি: dapd

বাংলাদেশ সফররত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন৷ প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেত্রীর দ্বিপাক্ষিক বৈঠক শেষে কৃষি ও ফরেন সার্ভিস বিষয়ে দু'টি সমঝোতা স্মারক সই হয়েছে৷ কৃষি বিষয়ে সমঝোতায় স্বাক্ষর করেন দুই দেশের কৃষি সচিব আর ফরেন সার্ভিস বিষয়ে সমঝোতা স্মারকে সই করেন থাইল্যান্ড ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী৷ এ সময় দুই প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন৷ দুই দেশের মধ্যে ৬টি ইস্যুতে সহযোগিতামূলক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দু'টি স্মারকে সই হয়েছে৷

এর আগে শুক্রবার বিকেলে থাই প্রধানমন্ত্রী থাই বিমান সংস্থার বিশেষ বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন৷ এ সময় তাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে অভ্যর্থনা জানান৷ ভারত সফর শেষে দেশে ফেরার পথে থাই প্রধানমন্ত্রী এদিন বাংলাদেশে আসেন৷ তাঁকে বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে হোটেলে নিয়ে যাওয়া হয়৷

সমঝোতা স্বাক্ষরের আগে শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা৷ পরে ধানমণ্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান তিনি৷ এরপরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়৷

এদিকে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা দেবে থাইল্যান্ড৷ সকালে খাদ্য মন্ত্রী ড. আবদুর রাজ্জাকের সঙ্গে বৈঠক শেষে এই আশ্বাস দিয়েছেন থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রী বন সং তেরিয়া প্রেরো৷ তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে চাহিদা অনুযায়ী সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেন৷

প্রসঙ্গত, থাইল্যান্ড পৃথিবীর সবচেয়ে বেশি চাল রফতানিকারক দেশ৷ গেল বছর যখন বাংলাদেশে চালের দাম অস্বাভাবিকভাবে বাড়ছিল তখন দুই লাখ টন চাল দিয়ে সহযোগিতা করেছিল থাইল্যান্ড৷ প্রতিবছর ১০ লাখ মেট্টিক টন খাদ্য সহায়তা পাওয়ার একটি সমঝোতা রয়েছে দুই দেশের মধ্যে৷ আগামী ফেব্রুয়ারিতে এই সমঝোতার মেয়াদ শেষ হলে নতুন করে আবারো সমঝোতার ব্যাপারে দুই দেশ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানালেন খাদ্য মন্ত্রী ড. আবদুর রাজ্জাক৷ তিনি বলেন, ফুড প্রক্রিয়াজাতকরণেও সহায়তা করবে থাইল্যান্ড৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ