1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের গণমাধ্যমেও প্রধান সংবাদ- মার্কিন নির্বাচন

৪ নভেম্বর ২০২০

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলের দিকেই মূলত নজর বাংলাদেশের গণমাধ্যমগুলোর৷ নির্বাচনের বিভিন্ন দিক বা তার প্রভাব নিয়ে তেমন একটা বিশ্লেষণ দেখা যাচ্ছে না জনপ্রিয় সংবাদমাধ্যমগুলোতে৷

ছবি: DW

শীর্ষস্থানীয় সব গণমাধ্যমে বিশেষ আয়োজনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন৷ দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইকেই সব গণমাধ্যমের প্রধান শিরোনামে গুরুত্ব দেয়া হচ্ছে৷

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ফল সবশেষ ফল ঘোষণার পাশাপাশি প্রধান শিরোনামে করেছে ‘কঠিন লড়াইয়ে দুই পক্ষেরই জয়ের বার্তা’ সেখানেই নানা ধরনের সবশেষ তথ্য যোগ করে পাঠকদের জানানো হচ্ছে৷ তবে সেখানে মূলত বিভিন্ন আন্তর্জাতিক বার্তা সংস্থা থেকে পাওয়া তথ্যই সরবরাহ করা হচ্ছে৷

শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণে দেশ-বিদেশের নানা খবরের মধ্যে সবচেয়ে গুরুত্ব দেয়া হচ্ছে মার্কিন নির্বাচনকে৷ প্রধান সংবাদের শিরোনাম রাখা হয়েছে ‘ট্রাম্প-বাইডেন মহারণ: জয় দাবি দুজনেরই'৷ রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পও ডোমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের নানা মন্তব্য এবং সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী সবশেষ পরিস্থিতিও সেখানে তুলে ধরা হয়েছে৷

তবে এ জায়গায় ব্যতিক্রম ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের অনলাইন সংস্করণ৷ ফল প্রকাশের পাশাপাশি নির্বাচনে বাংলাদেশি অভিবাসীদের ওপর কী প্রভাব পড়বে, সেটি তুলে ধরা হয়েছে প্রধান সংবাদে৷ ‘US election matters for Bangladeshi migrants’ শিরোনামে প্রকাশ করা সংবাদে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের মতামত ছাড়াও বাংলাদেশের কূটনীতি বিশ্লেষকদের কথাও তুলে ধরা হয়েছে৷

প্রায় সবগুলো গণমাধ্যমেই বিভিন্ন দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের গণমাধ্যমে কিভাবে এই নির্বাচনকে তুলে ধরা হচ্ছে, এ নিয়েও সংবাদ প্রকাশ করা হয়েছে৷

এডিকে/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ