1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের চমকপ্রদ বারোটি বিষয়

২ জানুয়ারি ২০১৮

বিভিন্ন দেশের নানান বিষয় নিয়ে তথ্যভিত্তিক ছোট ছোট ভিডিও চিত্র তৈরি করে ইউটিউব চ্যানেল ‘এফডিটি ফ্যাক্টস'৷ তাদের করা বাংলাদেশ সম্পর্কিত মজার বারোটি তথ্য নিয়ে এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে৷ 

নীলগিরি, বান্দরবান
ছবি: DW/M.Mamun

অনেক ইউটিউব ব্যবহারকারীদের অনুরোধে এফডিটি ফ্যাক্টস-এর উপস্থাপক লেরয় কেন্টন৷ বাংলাদেশের গুরুত্বপূর্ণ বারোটি তথ্য নিয়ে সাড়ে পাঁচ মিনিটেরও বেশি দৈর্ঘ্যের একটি ভিডিও তথ্যচিত্র নির্মাণ করেন, যার শিরোনাম ‘টুয়েলভ অ্যামেজিং ফ্যাক্টস অ্যাবাউট বাংলাদেশ'৷

ভিডিও চিত্রটির শুরুতেই বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, জনসংখ্যা, কৃষি ইত্যাদি নানান বিষয় তুলে ধরা হয়েছে৷  বাংলাদেশের ঋতু বৈচিত্র তুলে ধরার পাশাপাশি দেশের বিভিন্ন পর্যটন আকর্ষণও তুলে ধরা হয়েছে এতে৷ এছাড়া বাংলাদেশের প্রাণী বৈচিত্র,মুক্তিযুদ্ধ কোনো কিছুই বাদ পড়েনি ছোট এ ভিডিওটি থেকে৷

গত বছরের নভেম্বরের শেষদিকে এ ভিডিওটি আপলোড করা হয় ইউটিউব চ্যানেল ‘এফডিটি ফ্যাক্টস'-এ৷ এ পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে চার লাখেরও বেশিবার৷ আর এটি পছন্দ করেছেন ১৫ হাজারেরও বেশি ব্যবহারকারী৷ আর এতে মন্তব্য করেছেন প্রায় চার হাজার মানুষ৷

এমএম/ডিজি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ