1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলচ্চিত্র শিল্প

৯ ফেব্রুয়ারি ২০১২

বার্লিনে শুরু হলো ৬২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বার্লিনালে৷ এই উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ এখনও আশানুরূপ না হলেও আগামীতে তা বাড়বে বলে মনে করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নান৷

Ein Szene aus dem Film 'Nomuna' von Enamul Karim Nirjhar, Berühmter Regisseur aus Bangladesch Datum: 22.06.2009 Eigentumsrecht: www.nomunathefilm,com, (Besitzer Enamul Karim Nirjhar, Regisseur) Dhaka, Bangladesch
‘নমুনা’ ছবির একটি দৃশ্যছবি: Enamul Karim Nirjhar

বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব বার্লিনালে'তে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ কতটা আশানুরূপ এমন প্রশ্নের উত্তরে মান্যবর রাষ্ট্রদূত মসুদ মান্নান বলেন, ‘‘আমরা সম্প্রতি এ উৎসবে বাংলাদেশের অংশগ্রহণ খুব একটা দেখিনি৷ আমি বার্লিনে আসার পর ২০১১ সালে আমার সুযোগ হয়েছিল বার্লিন চলচ্চিত্র উৎসবের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার এবং ছবি দেখার৷ সেখানে বাংলাদেশের কোন অংশগ্রহণ না দেখে আমি কিছুটা হতাশ হয়েছিলাম৷ এরপরই আমরা উদ্যোগ গ্রহণ করি বাংলাদেশ থেকে ভালো মানের ছবি এখানে প্রদর্শনীর ব্যবস্থা করার জন্য৷ আমরা যোগাযোগ শুরু করেছিলাম৷ কিন্তু এরই মধ্যে হঠাৎ করে সড়ক দুর্ঘটনায় মারা যান প্রথিতযশা ছবি নির্মাতা তারেক মাসুদ৷ ফলে তাঁকে এবং তাঁর স্ত্রী ক্যাথরিন মাসুদকে বার্লিনালেতে নিয়ে আসার যে প্রচেষ্টা আমাদের ছিল তা থেমে যায়৷ আমাদের আরো ইচ্ছা ছিল যে, তাঁদের তৈরি নতুন কোন একটি ছবি এই উৎসবে দেখাবো৷ কিন্তু তারেক মাসুদকে হারানোর ফলে সেটা আর সম্ভব হলো না৷ তবে কিছুদিন আগে আমি ঢাকায় গিয়েছিলাম এবং মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে তৈরি ছবি ‘১৯৭১' এর মহরত অনুষ্ঠানে ছিলাম৷ সেসময় ছবিটির পরিচালক তানভীর মোকাম্মেলের সাথে আমার বিস্তারিত আলাপ হয়েছে৷ আগামী বছর অর্থাৎ ২০১৩ সালে তাঁর নতুন একটি ছবি নিয়ে বার্লিন উৎসবে তিনি অংশগ্রহণে রাজি হয়েছেন৷ পাশাপাশি আমি নাসির উদ্দীন ইউসুফকেও এ ব্যাপারে অনুপ্রাণিত করেছি৷ তিনি জানিয়েছেন যে, আগে বার্লিন উৎসবে বাংলাদেশের অংশগ্রহণ ছিল এবং আগামীতেও তিনি আবারও বার্লিন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন৷''

বার্লিনের একটি অনুষ্ঠানে মান্যবর রাষ্ট্রদূত মসুদ মান্নানছবি: DW

সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন খাতে মান উন্নয়নের জন্য জার্মানি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে৷ বাংলাদেশের চলচ্চিত্র জগতেও আরো ভালো কাজ এবং ভালো মানের ছবি তৈরির জন্য জার্মানির পক্ষ থেকে প্রশিক্ষণ ও সহযোগিতার উদ্যোগ ও সুযোগ রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত মসুদ মান্নান৷

সাক্ষাৎকার: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ