1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছাত্র রাজনীতি

২৬ ডিসেম্বর ২০১২

বাংলাদেশের ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান ও স্বাধীনতা যুদ্ধে ছাত্র আন্দোলনের যে গৌরবজ্জ্বল ভূমিকা ও ইতিহাস রয়েছে সেই অবস্থান থেকে বর্তমানের ছাত্র রাজনীতি পুরো উল্টোপথে এগোচ্ছে৷ বললেন ড. এ এম এ এম জুনায়েদ সিদ্দিকী৷

Titel 2 : AMAM Zonaed Siddiki, Professor von Chittagong Veterinary and Animal Science University, Bangladesch Bildunterschrift:  AMAM Zonaed Siddiki, Professor von Chittagong Veterinary and Animal Science University, Bangladesch Text: AMAM Zonaed Siddiki, Professor von Chittagong Veterinary and Animal Science University, Bangladesch Datum: 22.12..2012 Eigentumsrecht: AMAM Zonaed Siddiki, Chittagong, Bangladesch Stichwort: AMAM, Zonaed, Siddiki, Professor, Chittagong, Veterinary, Animal, Science, University, Bangladesch,
ছবি: AMAM Zonaed Siddiki

নরসিংদী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এ এম এ এম জুনায়েদ সিদ্দিকী৷ ২০০০ সাল থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন তিনি৷ এছাড়া যুক্তরাজ্য থেকে পিএইচডি ও বিশ্বের বিখ্যাত কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরেট গবেষণা করেছেন ড. সিদ্দিকী৷ ডয়চে ভেলের স্টুডিওতে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের ছাত্র রাজনীতির অতীতের গৌরবময় ভূমিকা এবং বর্তমানের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নানা বিষয়ে কথা বলেন তিনি৷

জার্মানির রাইন নদীর তীরে ড. এএমএএম জুনায়েদ সিদ্দিকী ও ড. মিজানুর রহমানছবি: AMAM Zonaed Siddiki

তাঁর ভাষায়, ‘‘বাংলাদেশের ছাত্র রাজনীতির বর্তমান ধারা নিয়ে আমার অভিজ্ঞতা সুখকর নয়৷ আমি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছি ১২ বছর এবং তার আগে শিক্ষা জীবনে আরো প্রায় এক দশক কাটিয়েছি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চত্বরে৷ কিন্তু এই দীর্ঘ সময়ে ছাত্র রাজনীতির বিরূপ দিকটাই আমার কাছে বেশি করে ফুটে উঠেছে৷ আমার কাছে মনে হয়েছে, স্বাধীনতার আগে যে ছাত্র রাজনীতি ছিল এবং বর্তমানে যে ছাত্র আন্দোলনের ধারা ও চরিত্র তা খুবই বিপরীতধর্মী৷ বর্তমানের ছাত্র সংগঠনগুলোর বড় বড় রাজনৈতিক দলগুলোর লেজুড়বৃত্তির একটি পরিণাম৷ শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণের চেয়ে নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের নেতা বা নেত্রীর স্বার্থ রক্ষাটাই ছাত্রদের প্রধান দায়িত্ব হয়ে পড়ে৷ আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে দেখেছি, আমার ঘনিষ্ঠ বন্ধুদের কয়েকজন নিহত হয়েছে, কয়েকবার বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে৷ এমনকি চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় একবার ছাত্র দলগুলোর সংঘর্ষের ফলে একাধারে নয় মাস বন্ধ ছিল৷ বিশ্ববিদ্যালয়ে গবেষণা-শিক্ষা সবকিছু বন্ধ হয়েছিল৷ আমি মনে করি, ছাত্র রাজনীতির এমন ধ্বংসাত্মক ধারা বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর৷''

Interview: AMAM Zonaid Siddiki on Students Politics Part 1 - MP3-Mono

This browser does not support the audio element.

বিশ্বের উন্নত দেশগুলোর উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের ছাত্র রাজনীতির ধারার সাথে তুলনা করে ড. সিদ্দিকী বলেন, ‘‘আমি বিশ্বের প্রায় ১৫টি দেশে গিয়েছি৷ অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আমি ঘুরে দেখেছি৷ কোথাও আমি ছাত্র রাজনীতির এমন চরিত্র দেখিনি৷ বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি যে, সেখানে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন এবং বামপন্থী অর্থাৎ কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন পাশাপাশি রয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে তাদের প্রচুর পোস্টার আমার চোখে পড়েছে এবং সেখানে খুব শক্তিশালী ছাত্র আন্দোলন রয়েছে৷ কিন্তু আমি কখনও শুনিনি যে, ভারতে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা মারামারি করেছে কিংবা বিরোধীদের খুন করেছে কিংবা সেজন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে৷ অথচ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায়ই এমন ঘটনা ঘটছে৷''

ছবি: AP

বাংলাদেশের ছাত্র রাজনীতির বিরূপ চরিত্রের উপর এবং শিক্ষার মান অবনতির ক্ষেত্রে শিক্ষক রাজনীতিরও নেতিবাচক প্রভাব রয়েছে বলে অভিযোগ তুলেছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের প্যাথোলোজি ও প্যারাসাইটোলোজি বিভাগের প্রধান ড. জুনায়েদ সিদ্দিকী৷ তাই এমন পরিস্থিতি থেকে বেরিয়ে এসে বাংলাদেশের ছাত্র রাজনীতির বাহান্ন, উনসত্তর এবং একাত্তরের গৌরবময় ইতিহাসের সঙ্গে তাল মিলিয়ে এখন আবারও ছাত্র সংগঠকদের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি৷

সাক্ষাৎকার: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ