বাংলাদেশের জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী বিল
২৯ জুন ২০১১আজ সকালে আইনমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী চৌধুরী সুরঞ্জিত সেনগুপ্ত এমপির পক্ষে রিপোর্টসহ বিলটি সংসদে উত্থাপন করেন৷ তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতি এবং বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় সংবিধানে বিসমিল্লাহ এবং রাষ্ট্রধর্ম রাখার কথা বিলে বলা হয়েছে৷
তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে অন্তর্বর্তীকালীন সরকার, তিনজন নির্বাচন কমিশনারের মধ্যে একজন মহিলা রাখার কথা বলা হয়েছে বিলে৷ আর অবৈধভাবে ক্ষমতা দখলের পথ বন্ধে ব্যবস্থা নেয়া হয়েছে৷ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধান সংশোধন বিলের এই দায়িত্বপালন করতে পেরে সংসদে উচ্ছ্বাস প্রকাশ করেন৷
এদিকে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ঢাকায় এক অনুষ্ঠানে পঞ্চদশ সংশোধনী বিলের সমালোচনা করে বলেন, এই বিল পাশ হলে দেশে অরাজকতা সৃষ্টি হবে৷ তিনি এই বিল প্রত্যাহারের দাবি জানান৷ আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংশোধনীর প্রতিবাদে আগামী ১০ই জুলাই সরাদেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক