1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রীড়াঙ্গন

আশীষ চক্রবর্ত্তী২৫ ডিসেম্বর ২০১২

বাংলাদেশকে নিয়ে হতাশার কথা হয় অনেক৷ বিদায়ী বছরের দিকে ফিরে তাকিয়ে অনেকেই হয়তো অনেক কথা বলবেনও৷ তবে ক্রীড়া সাংবাদিক মোস্তফা মামুন বললেন, ক্রীড়াঙ্গনে এ বছর বলার মতো সাফল্য পেয়েছে বাংলাদেশ৷

Bangladesh's Nazmul Hossain, second right, jumps to celebrate taking the wicket of Sri Lanka's Kumar Sangakkara, not seen, during their Asia Cup cricket match in Dhaka, Bangladesh, Tuesday, March 20, 2012. (Foto:Aijaz Rahi/AP/dapd)
ছবি: AP

২০১২ শেষ হতে আর ক'দিন মাত্র বাকি৷ নতুন বছর শুরুর আগে তাই একটু ফিরে তাকানো৷ ফিরে তাকানো বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দিকে৷ দৈনিক কালের কন্ঠের ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুন ২০১২ সালে খেলাধুলায় বাংলাদেশের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব কষে জানালেন, এ বছর প্রাপ্তিটাই বেশি৷ ভারত, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিল বাংলাদেশ৷ ফাইনালে ভাগ্য বিড়ম্বিত না হলে ২ রানের হার এবং রানার্স আপ ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকতে হতো না, চ্যাম্পিয়ন পাকিস্তানকেই তখন বাংলাদেশ থেকে ফিরতে হতো পরাজয়ের গ্লানি নিয়ে৷

মোস্তফা মামুন মনে করেন, ২ রানের সেই পরাজয়ে বাংলাদেশের কোনো গ্লানি নেই, বরং আছে সমালোচকদের জবাব দিতে পারার তৃপ্তি৷ তাঁর মতে, বাংলাদেশ দেখিয়ে দিয়েছে, ওয়ানডেতে যে কোনো দলকেই হারানোর সামর্থ্য এখন আছে৷ সুতরাং বাংলাদেশের কোনো কোনো জয়কে ‘অঘটন' বলার দিন শেষ৷ যাঁদের এ নিয়ে সংশয় ছিল, বছর শেষে তাঁদের সেই সংশয়ও মুশফিকুর রহিমের দল দূর করেছে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে৷

MMT_BM/251212/ Interview with Mostofa Mamun on achievments of BD in sports in 20 - MP3-Mono

This browser does not support the audio element.

গেল কয়েক বছরে ক্রিকেটের জনপ্রিয়তা একরকম গ্রাসই করে ফেলেছে অন্য খেলাগুলোকে৷ মোস্তফা মামুনের কথায়ও উঠে এসেছে এই সত্য৷ তবে ২০১২ তাঁর কাছে শুধু ক্রিকেটের সাফল্যের বছর নয়, দাবার ঘুরে দাঁড়ানো এবং হকির সেরকম সম্ভাবনার ইঙ্গিত রাখার বছরও৷ হকি সেই পথে এগোতে পারে কিনা তা সময়ই বলে দেবে৷ কিন্তু ফেডারেশনের সঙ্গে বিরোধ নিষ্পত্তির পরপরই দাবা যে ঘুরে দাঁড়িয়েছে তা আর বলে বোঝানোর অপেক্ষায় নেই, গ্র্যান্ডমাস্টার জিয়া এবং গ্র্যান্ডমাস্টার এনামুলের ভারতে দুটি শিরোপা জয়ই বলে দিয়েছে সব কথা৷

হতাশ করেছে ফুটবল৷ বাফুফে সভাপতি কাজি সালাউদ্দিন যেমন পরিবর্তনের আশ্বাস দিয়েছেন, মাঠে তার ছিঁটেফোটাও দেখা যায়নি৷ তবে ‘বাংলাদেশ ২০২২ সালে বিশ্বকাপ খেলবে' - তিনি এই লক্ষ্যকে সামনে রেখে ফুটবলকে এগিয়ে নিলে আখেরে লাভ হবে বলেই মনে করেন মামুন৷ সাক্ষাৎকারের শেষদিকে জানতে চাওয়া হয়েছিল, নতুন বছরে কী কী থাকছে বাংলাদেশের ক্রীড়াবিদদের জন্য? উঠে এলো একটা শঙ্কার কথা৷ ২০১৩ সালে পাকিস্তান সফরে যেতে পারে বাংলাদেশ ক্রিকেট দল৷ নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় বিদায়ী বছরে সফর বাতিল হয়েছে একবার৷ নতুন বছরে কি পাকিস্তানের পরিস্থিতি আমূল বদলে যাবে? সফরকে সবাই নিঃসঙ্কোচে নিরাপদ ভাবতে পারবেন তখন? মোস্তফা মামুন বললেন, এ বিতর্ক এখন চলছে, নতুন বছরের শুরুতেও চলবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ