1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের মাশরাফি

১০ অক্টোবর ২০১৬

বাংলাদেশ যখন ধুঁকছিল, তখন ঝোড়ো ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন ফিরিয়ে আনলেন৷ তারপর বোলিংয়েও সামনে থেকেই নেতৃত্ব দিয়ে ইংল্যান্ডকে হারিয়ে দিলেন মাশরাফি৷ এই ভিডিওটিতে রয়েছে বাংলাদেশের জয়ের সেই মুহূর্তগুলো৷

Cricket-Match in Dhaka Bangladesh vs. Großbritannien
মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কছবি: Picture-Alliance/AP Photo/A. M. Ahad

প্রথম ম্যাচে  জয়টা হাতে এসেও ধরা দেয়নি৷ মাত্র ১৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে পরাজয়ের বেদনা নিয়েই ফিরেছিল বাংলাদেশ৷ সিরিজে ১-০-তে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড৷ রবিবার সেই হতাশা ভুলতেই মাঠে নেমেছিলেন মাশরাফি বিন মুর্তজা৷​​​​​​​

কিন্তু টস হেরে ব্যাট করতে নেমে শুরুটাই হলো খারাপ৷ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ৪২তম ওভারে যখন সপ্তম উইকেটও হারালো, স্কোরবোর্ডে বাংলাদেশের রান তখন মাত্র ১৬৯৷ সেই অবস্থা থেকেই অনেক দিন পর দলে ফেরা নাসির হোসনকে সঙ্গে নিয়ে দলকে টেনে তুললেন মাশরাফি৷ নাসিরের সঙ্গে তাঁর অষ্টম উইকেট জুটিতে বাংলাদেশ পেলো অমূল্য ৬৯ রান৷ সেখানে মাশরাফির অবদান ২৯ বলে ৩ ছক্কা আর ২ চারে ৪৪ রান৷​​​​​​​

সেই সুবাদেই ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৩৮ রানের স্কোর পেয়েছিল বাংলাদেশ৷ জয় ছিনিয়ে আনতে দরকার ছিল আক্রমণাত্মক ও কার্যকর বোলিং৷ দুই মানদণ্ডেই সেখানেও মাশরাফিই ছিলেন সেরা৷ ৮ দশমিক ৪ ওভারে তিনি ২৯ রানে ৪ উইকেট আর তাসকিন ৮ ওভারে ৩৭ রানে ৩ উইকেট নেয়ায় ২০৪ রানেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড৷ মাশরাফির অল রাউন্ড নৈপুণ্যে ৩৪ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ৷ ম্যাচ সেরার পুরস্কারটা কে পেয়েছেন, বলুন তো! মাশরাফি বিন মুর্তজা!

এসিবি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ