বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক সোমবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে থাকা অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং সেখান থেকে টাকা চুরি হয়েছে৷ ইতোমধ্যে চুরি যাওয়া টাকার সন্ধান পাওয়া গেছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক৷
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংকের যুক্তরাষ্ট্রের অ্যাকাউন্ট যাদের নিয়ন্ত্রণে আছে, অর্থাৎ দ্য নিউইয়র্ক ফেড অবশ্য জানিয়েছে যে, তাদের সিস্টেম ‘হ্যাক' হয়নি৷ তবে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বড় অংকের অর্থ অন্যত্র সরানো হয়েছে কিনা সে ব্যাপারে কিছুই জানায়নি ফেড৷ সাধারণত গোপনীয়তার স্বার্থে এ ধরনের তথ্য প্রকাশ করে না প্রতিষ্ঠানটি৷ তাই এ ব্যাপারে কোনো তদন্ত করা হচ্ছে কিনা তাও জানায়নি তারা৷
এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে, ফিলিপাইন্সের অ্যান্টি মানি লন্ডারিং কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে তারা৷ তবে ঠিক কী পরিমাণ টাকা রেজার্ভ থেকে চুরি হয়েছে সেটা জানায়নি ব্যাংক কর্তৃপক্ষ৷ ইতিপূর্বে প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভে ২৮ বিলিয়ন মার্কিন ডলারের মতো রয়েছে৷
অন্যদিকে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, রিজার্ভ থেকে টাকা চুরির বিষয়টি এখনো তাঁকে কেউ জানায়নি৷ সাংবাদিকদের তিনি বলেন, ‘‘এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আমাকে কিছু জানায়নি৷''
দুর্নীতির বিরুদ্ধে লড়ার পাঁচ কৌশল
বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইন্ডিকেটরস গ্রুপ’-এর পরিচালক আওগুস্তো লোপেজ-কার্লোস এক ব্লগ পোস্টে দুর্নীতির বিরুদ্ধে লড়ার কয়েকটি কৌশল আলোচনা করেছেন৷ ছবিঘরে থাকছে সে’সব কথা৷
ছবি: Getty Images
সরকারি চাকুরেদের জন্য ভালো বেতন
যাঁরা সরকারি চাকরি করেন তাঁদের বেতন যদি খুব কম হয়, তাহলে আয় বাড়াতে তাঁরা ‘অনানুষ্ঠানিক’ পথ অবলম্বন করতে পারেন৷ বিশ্বব্যাংকের এক গবেষণায় স্বল্পোন্নত দেশগুলোতে সরকারি চাকুরেদের কম বেতন ও দুর্নীতির মধ্যে সম্পর্ক পাওয়া গেছে৷
ছবি: DW
অর্থ ব্যয়ে স্বচ্ছতা
যে সমস্ত দেশের নাগরিকদের সরকারি কর্মকাণ্ড পর্যালোচনার সুযোগ আছে সেসব দেশে দুর্নীতি কম হয়৷ অর্থাৎ যেখানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে, শিক্ষিতের হার বেশি এবং সক্রিয় সুশীল সমাজ রয়েছে সেখানে দুর্নীতির হার কম৷ কেননা এর ফলে বিভিন্ন প্রকল্পে সরকারের ব্যয় নিয়ে প্রশ্ন তোলা যায়, সরকারের নীতি নিয়ে আলোচনা করা যায়৷
ছবি: Colourbox/Hin255
লাল ফিতার দৌরাত্ম কমানো
বিশ্বব্যাংকের ‘ডুয়িং বিজনেস’ প্রতিবেদন বলছে, যে সব দেশে ব্যবসা শুরু করতে, সম্পত্তি নিবন্ধন করতে, আন্তর্জাতিক ব্যবসায় জড়িত হতে নানা ধরনের সার্টিফিকেট, আইন, লাইসেন্স ইত্যাদির ব্যবস্থা রাখা হয়েছে সে’সব দেশে দুর্নীতি বেশি হয়৷ তাই বিশ্বব্যাংকের এক গবেষক দুর্নীতির জন্ম দিতে পারে এমন আইনকানুন বাদ দেয়ার পরামর্শ দিয়েছেন৷
ছবি: DW
ভর্তুকি নয়
জ্বালানি খাতে ভর্তুকির নানা সমস্যা আছে৷ প্রায়ই এর সুবিধাভোগী হন ধনীরা৷ এছাড়া ভর্তুকি মূল্যে কেনা জ্বালানি চোরাচালানের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হন অনেকে৷ তাই ভর্তুকির মতো ব্যয়বহুল পদ্ধতির চেয়ে নির্দিষ্ট গোষ্ঠীর মানুষদের অর্থ সহায়তা দেয়া যেতে পারে৷
ছবি: DW/W.Jantschits
স্মার্ট প্রযুক্তির ব্যবহার
সরকারি কর্মকর্তাদের সঙ্গে নাগরিকদের সরাসরি যোগাযোগ যত কমানো যাবে, দুর্নীতি কমানো ততই সম্ভব হবে৷ এক্ষেত্রে বিভিন্নক্ষেত্রে ইন্টারনেটের সহায়তা নেয়া যেতে পারে৷ সরকারি কেনাকাটার ক্ষেত্রে অনলাইনে টেন্ডার আহ্বানের মতো বিষয়াদি চালু করলে দুর্নীতির সুযোগ কমবে৷
ছবি: Getty Images
5 ছবি1 | 5
বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ফিলিপাইন্সের সংবাদপত্র ‘দ্য ফিলিপাইন্স ডেইলি ইনকোয়্যারার'-এর বরাতে জানিয়েছে, ‘‘চীনা হ্যাকাররা বাংলাদেশ ব্যাংক অথবা বাংলাদেশের কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ১০ কোটি ডলার হাতিয়ে নিয়ে তা ফিলিপাইন্সে পাচার করে৷ পরে ওই অর্থ সেখান থেকে ক্যাসিনোসহ একাধিক হাত ঘুরে অন্য দেশে নিয়ে যাওয়া হয়েছে৷''
প্রসঙ্গত, নিউ ইয়র্ক ফেডে বিশ্বের ২৫০টি কেন্দ্রীয় ব্যাংক, সরকার এবং অন্যান্য সংস্থার বৈদেশিক অ্যাকাউন্ট রয়েছে৷ ২০১৪ সালে তাদের নেটওয়ার্ক হ্যাক করেছিল ব্রিটেনের এক নাগরিক৷ সেসময় তিনি ফেডের অভ্যন্তরীণ বিভিন্ন তথ্য বাইরে প্রকাশ করেছিলেন৷