1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাইব্যুনালের অগ্রগতিতে সন্তুষ্ট ব়্যাপ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৬ মে ২০১৩

ট্রাইব্যুনালের অগ্রগতিতে সন্তুষ্ট যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক দূত স্টিফেন জে ব়্যাপ৷ তিনি বলেছেন, তাঁর ট্রাইব্যুনালের বিচারপতিদের ওপর আস্থা আছে৷ তাঁরা মানুষের আবেগকে মূল্য না দিয়ে অপরাধের গভীরতা অনুযায়ী বিচার করবেন৷

ছবি: AP

যুদ্ধপরাধ ট্রাইব্যুনাল গঠন হওয়ার পর ২০১১ সালের জানুয়ারিতে প্রথম ঢাকায় আসেন স্টিফেন জে ব়্যাপ৷ তখন তিনি ট্রাইব্যুনাল আইনের কিছু সংশোধনীর কথা বলেছিলেন৷ আর এবার ঢাকায় এসে বিচার কাজ পর্যবেক্ষণ, প্রসিকিউটর এবং আসামিপক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলার পর জানালেন যে, তিনি যে সংশোধনীর প্রস্তাব করেছিলেন তার কিছুটা কার্যকর হয়েছে৷ তবে এটি আরো উন্নত করার সুযোগ আছে৷

বুধবার বিকেলে অ্যামেরিকান সেন্টারে সাংবদিকদের প্রশ্নের জবাবে ব়্যাপ বলেন, পুরো বিচার প্রক্রিয়া নিয়ে তিনি পুরোপুরি সন্তুষ্ট না থাকলেও আগের চেয়ে ট্রাইব্যুনালের অগ্রগতিতে তিনি সন্তুষ্ট৷

গণজাগরণ মঞ্চ বিচার কাজকে কোনোভাবে প্রভাবিত করছে কিনা – এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁর তেমন মনে হয় না৷ তিনি বলেন, বিচারকদের প্রতি তিনি আস্থাশীল এবং মনে করেন যে তাঁরা বিচারে অপরাধকেই গুরুত্ব দিচ্ছেন৷ তবে তিনি মনে করেন, কাউকে মৃতু্যদণ্ড দিতে হলে তার অপরাধ চুলচেরা বিশ্লেষণ করেই দিতে হবে৷

ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাস গুপ্ত ডয়চে ভেলেকে বলেন, স্টিফেন ব়্যাপ বুধবার দুপুরে ট্রাইব্যুনালের বিচার কাজ প্রত্যক্ষ করেন৷ তিনি দুটি ট্রাইব্যুনালে ১ ঘণ্টা ধরে মনযোগ দিয়ে বিচারকাজ প্রত্যক্ষ করেন৷ এর আগে তিনি সচিবালয়ে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের সঙ্গেও দেখা করেন৷ আইনমন্ত্রী তাঁকে ট্রাইব্যুনালের সর্বশেষ অগ্রগতি এবং বিচার প্রক্রিয়া সম্পর্কে জানান৷

স্টিফেন ব়্যাপ আসামিপক্ষের আইনজীবীদের সঙ্গেও কথা বলেন৷ শুধু তাই নয়, তাদের পক্ষে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ট্রাইব্যুনাল সম্পর্কে নিজেদের মতামতও তুলে ধরেন৷

ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির ডয়চে ভেলেকে বলেন, ট্রাইব্যুনাল এবং যুদ্ধাপরাধের বিচার নিয়ে স্টিফেন ব়্যাপের এই সময়ের উপলব্ধি অবশ্যই একটি অগ্রগতি৷ কারণ, এর আগেরবার তিনি ট্রাইব্যুনালের কিছু বিষয় নিয়ে সমালোচনা করেছিলেন৷ অবশ্য স্টিফেন ব়্যাপের মতো শাহরিয়ার কবিরও মনে করেন যে, ট্রাইব্যুনালকে আরো উন্নত করার সুযোগ আছে৷

এছাড়া, এখনও সাক্ষী সুরক্ষা আইন হয়নি৷ যার ফলে, অনেক সাক্ষী এখনও আদালতে আসতে এবং যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সাক্ষী দিতে ভয় পাচ্ছেন৷ তাই অতি দ্রুত সাক্ষী সুরক্ষা আইন করা জরুরি৷ তিনিও মনে করেন যে, বিচারকরা স্বাধীনভাবেই কাজ করছেন৷ কারণ গণজাগরণ মঞ্চের চাপের প্রশ্ন যাঁরা তুলছেন, তাঁদের জানা উচিত যে জামায়াত শিবির সন্ত্রাস আর হিংসার মাধ্যমে আরো বড় চাপ সৃষ্টি করতে চাইছে৷ কিন্তু এরপরেও বিচারকরা কোনো চাপকেই গ্রাহ্য করছেন না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ