1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ভারতের পররাষ্ট্রমন্ত্রী

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৭ ফেব্রুয়ারি ২০১৩

বাংলাদেশের গণজাগরণকে স্বাগত জানিয়েছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ৷ তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় দাবি আদায়ে তরুণদের জেগে ওঠা সব সময়ই প্রশংসার দাবিদার৷

ছবি: DW/M. Jha

শনিবার সকালে দু'দিনের সফরে ঢাকা এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ৷ তিনি অংশ নেন দ্বিতীয় বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক বৈঠকে৷ বৈঠক শেষে দু' দেশের মধ্যে আখাউড়া-আগরতলা রেললাইন স্থাপনসহ তিনটি সমঝোতা স্মারক সই হয়৷

পরে সংবাদ সম্মেলনে শাহবাগের তরুণদের গণজাগরণ নিয়ে প্রশ্নের জবাবে সালমান খুরশিদ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে দাবি আদায়ে তরুণদের অংশগ্রহণকে তিনি সমর্থন করেন৷ তিনি বলেন, বাংলাদেশের তরুণরা যে জাগরণ সৃষ্টি করেছে, তা অভিনন্দনযোগ্য৷ তারা পুরো জাতিকে তাদের দাবিতে ঐক্যবদ্ধ করেছে৷

‘বাংলাদেশের তরুণরা যে জাগরণ সৃষ্টি করেছে, তা অভিনন্দনযোগ্য’ছবি: picture-alliance/AP

সাংবাদিকরা এরপরই প্রশ্ন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিকে৷ তাঁরা জানতে চান, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের অবস্থান৷ জবাবে তিনি বলেন, জামায়াতের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে দেশের মানুষের চাওয়াকে অবশ্যই গুরুত্ব দেবে সরকার৷

সংবাদ সম্মেলনে সালমান খুরশিদ জানান, চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া ভারতের সংসদ অধিবেশনে ১৯৭৪-এর সীমান্ত প্রোটোকল পাশ হবে৷ তবে তিস্তার পানিবণ্টনের বিষয়ে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথাই বললেন৷ বললেন, কেন্দ্রের সিদ্ধান্তকে তিনি সম্মান করবেন বলেই তাদের আশা৷

এছাড়া বাংলাদেশের জন্য ছাড় করা ২০০ মিলিয়ন ডলারের মধ্যে ৫০ মিলিয়ন ডলার তার এ সফরেই ছাড় দেওয়া হবে বলে জানান সালমান খুরশিদ৷ রোববার তাঁর ঢাকা ছাড়ার কথা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ