1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের দুই নারী পাইলট

৩ জুন ২০১৬

বাংলাদেশে নারী প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে চলেছে৷ বিমানবাহিনীতে বিমানও চালাচ্ছেন তামান্না্-ই-লুৎফী ও নাইমা হক৷ তাঁরাই বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম নারী বৈমানিক৷

Biman Bangladesh Airlines ARCHIVBILD
ছবি: picture alliance/Asian News Network

বিমান বাহিনীতে নারী বৈমানিক নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা শুনেই সুযোগটি লুফে নিয়ে নিজের স্বপ্ন পূরণে ব্রতী হয়েছিলেন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার সন্তান তামান্না্-ই-লুৎফী৷ কৃষিবিদের সন্তান নাইমা হকও শৈশব থেকেই স্বপ্ন দেখতেন আকাশে ওড়ার৷ দু'জনেরই স্বপ্নপূরণ হয়েছে৷ প্রথমে হেলিকপ্টার উড্ডয়ন প্রশিক্ষণে যোগ দিয়ে সফল হয়েছেন দুজনই৷ সেই প্রশিক্ষণ শেষ করে শুরু করেছিলেন বিমান বাহিনীর ১৮ নং স্কোয়াড্রনের অধীনে বিমান চালনার প্রশিক্ষণ৷ সেখানেও তাঁরা সফল এবং সেই সুবাদে দুজনই শুরু করেছেন বৈমানিকের জীবন৷

গত এক বছরে তাঁদের নিয়ে বাংলাদেশের এক বেসরকারি টিভি চ্যানেলের তৈরি প্রতিবেদনটি ইউটিউবে দেখা হয়েছে ২ লক্ষ ১০ হাজার ৮৭৪ বার৷

ভিডিওটি দেখলে বিমানবাহিনীতে নারীদের স্বমহিমায় উজ্জ্বল হয়ে ওঠার আরো কিছু দৃষ্টান্তের কথাও জানা যাবে৷

তবে তামান্না্-ই-লুৎফী ও নাইমা হক শুধু বাংলাদেশ বিমান বাহিনী নয়, পুরো দেশেই উজ্জ্বল দুটি নাম৷ তাঁদের সম্পর্কে বিমান বাহিনীর এক কর্মকর্তা বলছিলেন, ‘‘বাংলাদেশের প্রথম মহিলা সামরিক পাইলট হিসেবে স্যাররা যে দক্ষতা অর্জন করেছেন তা আসলেই প্রশংসার ব্যাপার৷ ফ্লাই করার জন্য যে দক্ষতা, বুদ্ধিদীপ্ততা, মানসিক শক্তির প্রয়োজন তার সবই স্যারদের মধ্যে রয়েছে৷ স্যারদের সঙ্গে কাজ করা গর্বের ব্যাপার৷''

এসিবি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ