1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাংলাদেশের দুই নেত্রী কখনো ফেসবুকে আসবেন না'

৯ সেপ্টেম্বর ২০১৬

বিশ্বের তুখোড় রাজনীতিকদের অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে আছেন৷ কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর ফেসবুকে না আসার ব্যাপারে অনেক পাঠকই একমত৷ সেকথাই তাঁরা জানিয়েছেন আমাদের ফেসবুক পাতায়৷

Kombobild Khaleda Zia und Sheikh Hasina
ছবি: Getty Images/AFP/FARJANA K. GODHULY

‘‘বাংলাদেশের নেত্রী দু'জনই মিডিয়ার সামনে কম হাজির হন৷ আর ফেসবুক তো একটা সামাজিক মিডিয়া৷ কাজেই তাঁদের দু'জনের ফেসবুকে আসার কথা কোনোভাবেই আশা করা যায় না৷'' একেবারে নিশ্চিত হয়েই ডয়চে ভেলের ফেসবুক পাতায় এ মন্তব্য করেছেন পাঠক মোসাদ্দেক রহমান৷

বন্ধু সাইদুল হোসেন মোসাদ্দেক রহমানকে সরাসরি সমর্থন করেছেন৷ অর্থাৎ তাঁরও ধারণা যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার ও ফেসবুকে আসবেন না৷

পাঠক ফারহানা আক্তারের সোজা উত্তর ‘না'৷ প্লাবনের মতামতও ঠিক ফারহানা আক্তারের মতো৷ আর আমাদের ফেসবুক-বন্ধু মিজানুর রহমানের কথায়, ‘‘কখনই না''৷

পাঠক মেঘনাথ বলছেন, এতে নাকি সমালোচনার ঝড় যেমন উঠবে, তেমনি কারাগারে বন্দির সংখ্যাও বেড়ে যাবে৷

তবে পাঠক শুভ মনে করেন, দুই নেত্রীর ফেসবুকে আসাটা বাড়াবাড়ি৷ কারণ তাঁর মতে, ‘‘অন্যান্য সেলিব্রেটিদের কমেন্ট বক্সের যে অবস্থা, তাতে মনে হয় আমাদের রাজনীতিকদের অবস্থা আরো খারাপ হবে৷ কারণ তাঁদের তো কোনো অভিজ্ঞতা নেই৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ