1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান সহযোগিতা

Debarati Guha৮ এপ্রিল ২০১২

একদিকে দারিদ্র্য আর অন্যদিকে শিক্ষা ও দক্ষতার অভাব বাংলাদেশের উপকূল অঞ্চলের মানুষের সঙ্গী৷ তার সাথে সিডর, আইলাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের হানা৷ দুর্যোগপীড়িত মানুষদের নিজের পায়ে দাঁড়াতে সহায়তা করছে জার্মানি৷

ছবি: RDF

বাংলাদেশের সর্ব দক্ষিণের সাগর উপকূলীয় জেলা বরগুনা৷ প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ হলেও বার বার দুর্যোগের আঘাতে লন্ডভন্ড হয়ে যায় এ অঞ্চলের মানুষের সাজানো সংসার৷ ফলে প্রকৃতির করাল গ্রাসে নিঃস্ব হয়ে পড়ে অনেকে৷ প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকা এসব মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের অন্যতম বন্ধু দেশ জার্মানি৷ জার্মানির আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জিআইজেড এর অর্থ সহায়তা ও তদারকিতে বরগুনা জেলার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছে স্থানীয় সংস্থা রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন - আরডিএফ৷ বরগুনার আমতলী উপজেলায় এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে আরডিএফ৷

২০০৯ সালের নভেম্বর মাস থেকে জিআইজেড এর সহায়তায় উপকূলীয় অঞ্চলে পুনর্বাসন প্রকল্প বা কার্প বাস্তবায়ন করছে আরডিএফ৷ চলতি বছরের মার্চ মাস পর্যন্ত সময়ে পাঁচটি পর্যায়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে তারা৷ এখন নতুন করে শুরু করেছে উপকূলীয় অঞ্চলের মানুষদের জীবিকা ও অভিযোজন প্রকল্প৷ এসব প্রকল্পের আওতায় স্থানীয় গরিব-দুস্থ মানুষদের উপার্জনমুখী ও স্বনির্ভরশীল করে তুলতে প্রশিক্ষণ প্রদান এবং আয়বর্ধক কর্মকাণ্ডে নিয়োজিত করা হয়৷

বরগুনায় দরিদ্র পরিবারদের জন্য পশুপালনছবি: RDF

শুধু তাই নয়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সাইক্লোনের মতো দুর্যোগ মোকাবিলা এবং দুর্যোগের জন্য প্রস্তুতি হিসেবে স্থানীয় মানুষের কর্মদক্ষতা বৃদ্ধির কাজ করছে আরডিএফ৷ পাশাপাশি, বিগত দুর্যোগে ক্ষতিগ্রস্ত পথঘাট মেরামত, নতুন রাস্তা ও সেতু তৈরির কাজ করছে তারা৷ আর এসব কাজের সঠিক মান এবং স্থায়িত্ব নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি করে থাকে জার্মান সংস্থা জিআইজেড৷

আরডিএফ এর সহকারী পরিচালক এনামুল হক ডয়চে ভেলের সাথে একান্ত সাক্ষাৎকারে তুলে ধরলেন এসব উন্নয়ন প্রকল্পের কর্মকাণ্ড এবং এর মাধ্যমে স্থানীয় মানুষের উপকারের কথা৷ তিনি বলেন, ‘‘স্থানীয় মানুষের চাহিদা ও দক্ষতার উপর ভিত্তি করে সব্জি চাষ, ছাগল পালন, হাঁস-মুরগি পালন, সেলাই মেশিন, ক্ষুদ্র ও ভাসমান ব্যবসা, রিক্সা-ভ্যান প্রদানসহ আয়বর্ধক কাজে সহযোগিতা করা হচ্ছে৷ এছাড়া তারা যেন এসব কর্মকাণ্ড থেকে কিছুদিন পর ছিটকে না যায়, কিংবা আবারো দারিদ্র্যের কবলে না পড়ে তা নিশ্চিত করতে তাদের জন্য প্রয়োজনীয় ফলো-আপ কর্মসূচিও থাকে৷ এগুলোর মধ্যে রয়েছে পশু পালনকারীদের জন্য পশু চিকিৎসক এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ৷ কৃষি কাজের জন্য রয়েছে কৃষিবিদের পরামর্শ এবং সহযোগিতা ছাড়াও প্রয়োজনীয় বীজ ও সার সরবরাহ৷''

বরগুনায় জিআইজেড’এর সাহায্যে চাষছবি: RDF

অবকাঠামোগত উন্নয়ন কাজ সম্পর্কে এনামুল হক বলেন, ‘‘আমরা এ পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার রাস্তা তৈরি করেছি৷ এছাড়া প্রায় দুই কিলোমিটার সংযোগ পথ তৈরি করেছি৷ বিশেষ করে দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের সাথে, ইউনিয়ন পরিষদের সাথে মূল রাস্তার সংযোগ পথ তৈরি করা হয়েছে৷ এছাড়া বর্ষাকালে জলাবদ্ধতা যেন না হয় সেজন্য বিভিন্ন জায়গায় ৫০টি ছোট ছোট সেতু তৈরি করেছি৷ পাশাপাশি নদী ভাঙনে যেন রাস্তা ও ঘরবাড়ি ক্ষতির মুখে না পড়ে সেজন্য আড়াইশ মিটার শক্ত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে৷ এছাড়া আমরা জার্মান অর্থায়নে এ অঞ্চলে বিশুদ্ধ পানির অভাব দূর করতে ৫০টি গভীর নলকূপ স্থাপন করেছি৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ