1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইইউ

২৮ নভেম্বর ২০১৮

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইইউ পার্লামেন্ট৷ কোনো পর্যবেক্ষক মিশন পাঠাবে না ইউরোপীয় ইউনিয়নও৷ ইউরোপীয় পার্লামেন্টের ডেমোক্রেসি সাপোর্ট ও ইলেকশন কোঅর্ডিনেশন গ্রুপ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে৷

Belgien Europäische Kommission in Brüssel
ছবি: picture-alliance/dpa/D. Kalker

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইইউ পার্লামেন্ট৷কোনো পর্যবেক্ষক মিশন পাঠাবে না ইউরোপীয় ইউনিয়নও৷ ইউরোপীয় পার্লামেন্টের ডেমোক্রেসি সাপোর্ট ও ইলেকশন কোঅর্ডিনেশন গ্রুপ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে৷

পর্যবেক্ষণ না করায়, নির্বাচনের প্রক্রিয়া বা পরবর্তী ফলাফল নিয়ে ইইউ সংসদ কোনো মন্তব্য করবে না বলেও বিবৃতিতে জানানো হয়৷

ইউরোপীয় সংসদের পক্ষ থেকে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ বা এ নিয়ে মন্তব্য করার দায়িত্ব কোনো সদস্যকে দেয়া হয়নি বলেও জানানো হয়েছে৷‘‘ইউরোপীয়ান পার্লামেন্টের কোনো সদস্য এই নির্বাচন নিয়ে মন্তব্য করলে তা কোনোভাবেই ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় পার্লামেন্টের মত বলে গণ্য হবে না,'' বলে বিবৃতিতে উল্লেখ করা হয়৷

ইউরোপীয় পার্লামেন্টের পক্ষে সংস্থার সদস্য জার্মান এমপি ডেভিড ম্যাকঅ্যালিস্টার ও ব্রিটিশ এমপি লিন্ডা ম্যাক আভান বিবৃতিতে সই করেছেন৷

বিবৃতির শেষে এক নোটে জানানো হয়েছে, ইউরোপীয় পার্লামেন্টে গত ১৫ নভেম্বর বাংলাদেশ নিয়ে গৃহীত এক প্রস্তাবে নির্বাচন বিষয়ে তাদের বক্তব্য প্রকাশ করা হয়৷

তবে একই সাথে, বাংলাদেশের জনগণ যাতে তাঁদের ইচ্ছার সত্যিকার প্রকাশ ঘটাতে পারে, সেজন্য আসন্ন নির্বাচন ‘শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক' হবে বলে আশা প্রকাশ করেছে ইইউ৷ রাজনৈতিক দলগুলোকেও নির্বাচন কেন্দ্র করে ‘সহিংসতা ও উসকানি' থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে৷

এডিকে/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ