1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

EU hails 'peaceful' Bangladesh election

হারুন উর রশীদ স্বপন৩১ ডিসেম্বর ২০০৮

২৯শে ডিসেম্বরের জাতীয় নির্বাচন আন্তর্জাতিক মানের হয়েছে বলে জানালেন নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা বিভিন্ন আর্ন্তজাতিক সংস্থার প্রতিনিধিরা৷

ঢাকায় নির্বাচন পর্যবেক্ষনে ইউরোপিয় ইউনিয়ন প্রতিনিধ দলছবি: Mustafiz Mamun

বুধবার পৃথক পৃথক সংবাদ সম্মেলনে ইউরোপিয় ইউনিয়ন, এনডিআই, এনফিল ও কমনওয়েলথের প্রতিনিধিরা জানান, এই নির্বাচন বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য হয়েছে৷ তাই প্রত্যেক রাজনৈতিক দলের সবরকম প্রতিহিংসা ভুলে সরকারকে সহযোগিতা করা উচিত৷

নির্বাচনে কোন অনিয়ম খুঁজে পায়নি ইউরোপীয় ইউনিয়নছবি: Mustafiz Mamun

বরাবরের মতো এবারও জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছিলেন একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি৷ নির্বাচনের ফলাফল ঘোষণার পর এখন চলছে তাদের নির্বাচন পর্যবেক্ষণ রিপোর্ট প্রকাশের পালা৷ তারই ধারাবাহিকতায় বুধবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান জার্মানির কাউন্ট আলেকজান্ডার লামম্বসডর্ফ সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচনে কোন অনিয়ম খুঁজে পাননি তারা৷ খুবই উঁচু মানের এই নির্বাচন দেশের গণতন্ত্র উত্তরণে সহায়তা করবে৷ এবং ভবিষ্যতে এই নির্বাচনের মান বজায় রাখা উচিত৷ এটি রাজনৈতিক দলের নেতা ও কর্মীদের ওপর নির্ভর করবে৷ তাঁদের সংসদীয় গনতন্ত্রের প্রতি আস্থাশীল থাকা উচিত৷ সংসদকে কার্যকর ও শক্তিশালী করতে হবে৷ সংসদকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দিতে হবে বিরোধী দলকে সাথে নিয়ে৷ বিরোধীদলের সদস্যদের প্রধানমন্ত্রীকে পরিকল্পনা এবং এর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন করার অধিকার আছে৷

যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট-এনডিআই প্রধান হাওয়ার্ড বি শেফার সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করেছে প্রশাসন ও সামরিক বাহিনী৷ তিনি বলেন, বিএনপির মেনে নেয়া উচিত যে গণতন্ত্রে একটি দলে উত্থান-পতন হয়, হয় জয় পরাজয়৷ তবু তারা নতুন দিনের জন্য সংগ্রাম করবে৷ এটা শুধু বাংলাদেশ নয়, সবক্ষেত্রেই প্রযোজ্য৷

কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান কাসাম উতিম বললেন, নিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের সকল শর্ত পূরণ করেছে বাংলাদেশ৷ এই নির্বাচন অবশ্যই বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য হবে৷ কমনওয়েলথ পর্যবেক্ষকদের মতে, ছবিযুক্ত ভোটার তালিকা জনগণ ও রাজনৈতিক দলের কাছে নির্বাচন প্রক্রিয়ার আস্থা বাড়িয়ে দিয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ