1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে পরিস্থিতি নিয়ে যা বললেন মার্কিন গোয়েন্দাপ্রধান

১৭ মার্চ ২০২৫

নয়াদিল্লি সফররত মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন৷

মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ড
বৈশ্বিক গোয়েন্দাপ্রধানদের এক সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফর করছেন মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ডছবি: Ross D. Franklin/AP/picture alliance

বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী ‘ইসলামি সন্ত্রাসবাদ'-এর ওপর নজর রাখছে এবং একে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ৷

বৈশ্বিক গোয়েন্দাপ্রধানদের একটি সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফর করছেন তুলসী গ্যাবার্ড৷ আজ সোমবার এনডিটিভি ওয়ার্ল্ডকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে মার্কিন গোয়েন্দাপ্রধান বলেন, ‘‘বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠী, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যদের ওপর দীর্ঘদিন ধরে চলা দুর্ভাগ্যজনক নিপীড়ন, হত্যা ও অন্যান্য নির্যাতন যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের উদ্বেগের একটি প্রধান ক্ষেত্র৷''

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ট্রাম্পের নতুন মন্ত্রিসভা কথা বলতে শুরু করেছে বলে জানান তিনি৷  বাংলাদেশে ইসলামি চরমপন্থা ও সন্ত্রাসবাদী উপাদানের উত্থান প্রসঙ্গে তুলসী গ্যাবার্ড  বলেন, ‘‘বাংলাদেশের সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভার মধ্যে আলোচনা কেবল শুরু হচ্ছে, তবে এখনো উদ্বেগের অবসান হয়নি৷''

দিল্লিতে ‘ইসলামিক খিলাফতের' আদর্শ নিয়েও কথা বলেছেন তুলসি গ্যাবার্ড৷ উগ্রপন্থি উপাদান ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো বৈশ্বিকভাবে কেমন করে এ ধরনের একটি পরিস্থিতি তৈরির লক্ষ্যে কাজ করে, তা নিয়েও কথা বলেছেন তিনি৷ তুলসী গ্যাবার্ড বলেন, ‘‘ইসলামপন্থি সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ ও লক্ষ্য দ্বারা পরিচালিত হয়৷ সেই আদর্শ ও লক্ষ্য হলো, ইসলামপন্থি খিলাফতের মাধ্যমে শাসন করা৷ এতে অবশ্যই তাদের কাছে গ্রহণযোগ্য ছাড়া অন্য যে-কোনো ধর্মের মানুষের ওপর প্রভাব পড়ে৷ তারা এটা সন্ত্রাস ও অন্যান্য সহিংস পন্থায় বাস্তবায়নের পথ বেছে নেয়৷''

তুলসী গ্যাবার্ড বলেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ ধরনের আদর্শকে শনাক্ত ও পরাজিত করা এবং তিনি যেটাকে ‘কট্টর ইসলামপন্থি সন্ত্রাসবাদ' বলেন, সেটিকে নির্মূলের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ৷

‘যে আদর্শ ইসলামপন্থি সন্ত্রাসবাদ তৈরি করে, সেটিকে চিহ্নিত করা এবং এই আদর্শ ও তাদের মানুষের ওপর সন্ত্রাস চালানোর সক্ষমতাকে পরাজিত করতে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ প্রেসিডেন্ট ট্রাম্প', বলেন তুলসী গ্যাবার্ড৷

এপিবি/এসিবি (এনডিটিভি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ