1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের পোশাক কারখানা পরিবেশবান্ধব হচ্ছে

১২ মার্চ ২০২৩

২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনার পর ক্রেতাদের চাপে বাংলাদেশে বেশকিছু পরিবেশবান্ধব পোশাক কারখানা গড়ে উঠেছে৷

মার্কিন একটি প্রতিষ্ঠানের সেরা ১০ পরিবেশবান্ধব পোশাক কারখানার নয়টিই বাংলাদেশের বলে জানিয়েছে বিজিএমইএ৷
মার্কিন একটি প্রতিষ্ঠানের সেরা ১০ পরিবেশবান্ধব পোশাক কারখানার নয়টিই বাংলাদেশের বলে জানিয়েছে বিজিএমইএ৷ছবি: picture-alliance/NurPhoto/M. Hasan

মার্কিন একটি প্রতিষ্ঠানের সেরা ১০ পরিবেশবান্ধব পোশাক কারখানার নয়টিই বাংলাদেশের বলে জানিয়েছে বিজিএমইএ৷

যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি হিসেবে ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন' লিড সার্টিফিকেট দিয়ে থাকে৷

এখন পর্যন্ত বাংলাদেশের ১৮৬টি কারখানা এই সার্টিফিকেট পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)৷ এর মধ্যে ৬২টি কোম্পানি প্লাটিনাম রেটিং পেয়েছে, ১১০টি পেয়েছে গোল্ড ও ১০টি সিলভার রেটিং পেয়েছে৷

ময়মনসিংহে অবস্থিত গ্রিন টেক্সটাইল লিমিটেডকে গতমাসে সর্বোচ্চ রেটিং পাওয়া লিড সার্টিফায়েড কারখানার স্বীকৃতি দেয়া হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ৷

২০১৪ সালে লিড সার্টিফিকেট পাওয়া পোশাক কারখানার সংখ্যা ছিল মাত্র তিনটি৷ আর বর্তমানে পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশেই সবচেয়ে বেশি পরিবেশবান্ধব কারখানা আছে বলে জানিয়েছে বিজিএমইএ৷

কার্বন নির্গমন, পানি ও জ্বালানির ব্যবহার কমানো, এবং পরিবহণ ও উপাদান আরও টেকসই করা- ইত্যাদি বিবেচনায় লিড সার্টিফিকেট দেয়া হয়৷ এছাড়া শ্রমিকদের স্বাস্থ্য উন্নয়ন ও কারখানার ভেতরে কাজের পরিবেশও বিবেচনায় নেয়া হয় বলে জানিয়েছে বিজিএমইএ৷

ব্যবসা সংক্রান্ত বিশ্লেষকরা বলছেন, ২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনায় ১,১৩০ জনের বেশি মানুষের মৃত্যুর পর কারখানার পরিবেশ নিরাপদ করতে দেশে ও বিদেশে সমালোচনার মুখে পড়েছিলেন কারখানার মালিকরা৷

এছাড়া বিদেশি ক্রেতারাও দিন দিন পরিবেশবান্ধব কারখানা থেকে পোশাক আমদানির ব্যাপারে আগ্রহ দেখানোয় বাংলাদেশের পোশাক কারখানার মালিকরা তাদের কারখানার পরিবেশ উন্নয়নের দিকে মনোযোগ দেন৷

ব্যবহৃত জ্বালানির ৯৬ শতাংশ আসে সৌরশক্তি থেকে

ঢাকার ২৫ কিলোমিটার দূরে স্নোটেক্স গ্রুপের দুটি লিড-প্লাটিনাম সার্টিফায়েড পোশাক কারখানা রয়েছে৷ সেখানকার শ্রমিকরা দুপুরে বিনামূল্যে পুষ্টিবিদদের অনুমোদন পাওয়া খাবার পান, বেতন পান অনলাইনে৷ আর কারখানায় বাতাস চলাচলেরও ব্যবস্থা আছে৷

স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এসএম খালেদ জানান, শ্রমিকরা কোনো সমস্যায় পড়লে অ্যাপের মাধ্যমে কর্তৃপক্ষকে অভিযোগ জানাতে পারে৷

তিনি বলেন, তার পরিবেশবান্ধব দুটি কারখানায় জ্বালানি খরচ অন্যান্য কারখানার প্রায় অর্ধেক৷ এই কারখানা দুটিতে ব্যবহৃত মোট জ্বালানির মাত্র চার শতাংশ আসে জীবাশ্ম জ্বালানি থেকে৷ বাকি জ্বালানির উৎস সৌরশক্তি৷ এর মধ্যে কারখানার ছাদে বসানো সৌরপ্যানেল থেকে প্রায় ১০ শতাংশ জ্বালানি আসে৷

খালেদ জানান, সাধারণ কারখানা তৈরির চেয়ে পরিবেশবান্ধব কারখানা তৈরিতে ৩০-৩৫ শতাংশ খরচ বেশি লাগলেও প্রতিমাসে জ্বালানি খরচ কম লাগে৷ এছাড়া বিদেশি ক্রেতারা ইদানিং পরিবেশবান্ধব কারখানা থেকে পোশাক কিনতে আগ্রহী হওয়ায় অর্ডার পাওয়া সহজ হচ্ছে বলে জানান তিনি৷

স্নোটেক্স গ্রুপের কর্মীসংখ্যা প্রায় ১৯ হাজার৷ বার্ষিক টার্নওভার প্রায় দুই হাজার ৬৩৭ কোটি টাকা৷

জেডএইচ/কেএম (থমসন রয়টার্স ফাউন্ডেশন)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ