1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্থনীতি

২৫ এপ্রিল ২০১২

বাংলাদেশ এবছর তার অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবেনা৷ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ মনে করে, এবছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সাড়ে ৫ ভাগের বেশি হবে না৷

ছবি: picture-alliance/dpa

চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৭ শতাংশ৷ আর আগামী অর্থবছরে ৭ ভাগ প্রবৃদ্ধির আশা করা হচ্ছে৷ কিন্তু ঢাকা সফররত আইএমএফ প্রতিনিধি দলের প্রধান ডেভিড কোয়েন মনে করেন, এই লক্ষ্যমাত্রা উচ্চাভিলাসী৷ তিনি আজ এক সংবাদ সম্মেলনে বলেন, আইএমএফ মনে করে এবছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সাড়ে ৫ ভাগের বেশি হবে না৷

ডেভিড কোয়েন আরও বলেন, প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে তা উচ্চাভিলাসী৷ আর এটি এমনিতেই হয়ে যাবেনা৷ কারণ বিনিয়োগ বাড়লে তা জাতীয় আয়ে অবদান রাখবে৷ এর জন্য প্রয়োজন সঠিক অর্থ ও মুদ্রানীতি৷ বিনিয়োগ বাড়াতে হবে – আর এজন্য প্রয়োজন আর্থিক সংস্কার৷

তিনি জানান, আইএমএফ-এর প্রতিশ্রুত ১০০ কোটি মার্কিন ডলার ঋণের প্রথম কিস্তি ১৪ কোটি ১০ লাখ ডলার বুধবারই ছাড় করা হয়েছে৷ কোন শর্ত নয়, তবে বাংলাদেশকে নিজের স্বার্থেই রাজস্ব খাত, মুদ্রা ও বিনিময় হার নীতি, আর্থিক খাত এবং বাণিজ্য ও বিনিয়োগ – এই ৪ খাতে সংস্কার অব্যাহত রাখতে হবে বলে মনে করে আইএমএফ৷ জ্বালানি তেলের দাম সমন্বয়ও অব্যাহত রাখতে হবে৷

ডেভিড কোয়েন বলেন, সরকারকে বাজেট ঘাটতি কমাতে হবে৷ কমাতে হবে ব্যাংক থেকে ঋণ৷ বাড়াতে হবে দক্ষ ব্যবস্থাপনা৷ রাজস্ব আয় বাড়াতে হবে৷ আর কমাতে হবে ভর্তুকি৷ আর্থিক ব্যবস্থাপনায় উন্নতি ঘটাতে হবে৷ বাড়াতে হবে সামাজিক নিরাপত্তা৷

সরকার যে নতুন ব্যাংক অনুমোদন দিয়েছে তা ঠিক হয়েছে কিনা – সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে কোয়েন বলেন, এই সব ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়াতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ