1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের প্রমীলা ফুটবল দল এখনো অনেক পিছিয়ে

২০ জুলাই ২০১১

২০১১-র প্রমীলা বিশ্বকাপ জিতে এক নতুন রূপকথা তৈরি করল জাপানের মেয়েরা৷ এই প্রথমবারের মত এশিয়ার কোন দেশ বিশ্ব চ্যাম্পিয়ন হল৷ জাপানের এই বিশ্বকাপ বিজয় প্রমীলা ফুটবলারদের মাঝে ছড়িয়ে দিয়েছে অন্যরকম এক উন্মাদনা৷

বিজয়ীর পুরস্কার হাতে নাদেশিকোরা৷ছবি: dapd

ফুটবলে বাংলাদেশও পিছিয়ে নেই৷ বাংলাদেশের প্রমীলা ফুটবল দলের ক্যাপ্টেন তৃষ্ণা চাকমা৷ তৃষ্ণা চাকমা বিশ্বকাপ দেখার পর তার অনুভূতির কথা জানাতে গিয়ে বললেন,‘‘আমি ফাইনাল খেলা দেখার পর যখনই চিন্তা করি তখনই ভাবি যে আমরা অনেক পিছিয়ে আছি৷ আমাদের পক্ষে ফাইনাল খেলার পর্যায় পর্যন্ত যাওয়া আদৌ সম্ভব কিনা – সেটাই আমি চিন্তা করি৷ নিজেদের আমরা বারবার প্রশ্ন করেছি আমরা এতদূর যেতে পারবো কিনা৷ কারণ বাংলাদেশে মেয়েদের খেলার জন্য মাঠ পাওয়া যায় না৷ এছাড়া আরো অনেক সমস্যা রয়েছে৷ এরপরেও মেয়েদের মধ্যে ফুটবল খেলার প্রতি আগ্রহ রয়েছে এটা আমি বিশ্বাস করি৷ প্রতিটি খেলোয়াড়ই চায় একটি পর্যায়ে পৌঁছাতে, ভাল খেলতে৷ এখনো সবাই সেরকম চিন্তা ভাবনা চিন্তা-ভাবনা করছে, সবাই চেষ্টা করছে ভাল খেলার৷ আমরা যদি নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাই তাহলে আমরা ভাল করবো৷ এখানে খুবই কম ম্যাচ অনুষ্ঠিত হয়৷ আমাদের এখানে ঘরোয়া-ফুটবল বা ঘরোয়া খেলার আয়োজন একেবারেই করা হয় না৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ