1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের প্রেসিডেন্টের ভারত সফর দেখুন টুইটারে

১৯ ডিসেম্বর ২০১৪

বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ বর্তমানে ভারত সফর করছেন৷ মূলধারার গণমাধ্যমে এই খবর প্রকাশ হলেও টুইটারে এ সংক্রান্ত বেশ কিছু ছবি প্রকাশ পেয়েছে৷ চলুন দেখা যাক সেগুলো৷

Abdul Hamid Präsident Bangladesh 29.10.2013
বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদছবি: Getty Images

টুইটার ব্যবহারে বাংলাদেশ এখনো পিছিয়ে থাকলেও ভারত এক্ষেত্রে বেশ এগিয়ে৷ বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদের ভারত সফরে বিষয়টি ফুটে উঠলো আরেকবার৷ টুইটারে বাংলাদেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কোনো প্রোফাইল নেই৷ তাই রাষ্ট্রপতির ভারত সফর নিয়ে গত ২৪ ঘণ্টায় যেসব ছবি প্রকাশ হয়েছে তার অধিকাংশই ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে৷

বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক ছবি প্রকাশ করেছে ভারতের ‘প্রেস ইনফরমেশন ব্যুরো' বা পিআইবি৷

ভারতের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক টুইটার পাতা থেকেও এ সংক্রান্ত একটি ছবি পোস্ট করা হয়েছে৷ ১৯ ডিসেম্বর পোস্ট করা ছবিটি জার্মান সময় সকাল এগারোটা নাগাদ শেয়ার হয়েছে ১৩৩ বারের বেশি৷

প্রসঙ্গত, শুক্রবার নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ৷ বৈঠকে বাংলাদেশের উন্নয়নের জন্য ‘সবকিছু' করার ইচ্ছা প্রকাশ করেছেন সুষমা, এমনটাই জানিয়েছে গণমাধ্যম৷ তাদের এই বৈঠকের ছবিও রয়েছে টুইটারে৷

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন তাঁর আনুষ্ঠানিক টুইটার প্রোফাইল থেকেও বেশ কিছু ছবি শেয়ার করেছেন৷ দুই দেশের মধ্যে সম্পর্কে মজবুত করার ইচ্ছা এবং সিদ্ধান্ত দু'টোই ভারতের রয়েছে বলে জানিয়েছেন সুষমা স্বরাজ, লিখেছেন আকবরউদ্দিন৷

এর আগে ১৮ ডিসেম্বর ভারতে পৌঁছান রাষ্ট্রপতি আবদুল হামিদ৷ বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং, বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ৷ সেদিন বিকেলে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি৷

উল্লেখ্য, প্রায় তিন দশকের মধ্যে এই প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি ভারত সফর করছেন৷ এর আগে গত বছর ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশ সফর করেন৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ