বাংলাদেশ থেকে আপাতত কোনো ফ্লাইট প্রবেশ করতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইটালি সরকার৷ বাংলাদেশ থেকে আসা একটি ফ্লাইটকে ভাইরাসবাহী বোমার সঙ্গেও তুলনা করেছে কর্তৃপক্ষ৷
বিজ্ঞাপন
সোমবার ঢাকা থেকে রোমে অবতরণ করা বিমানের ২২৫ জন যাত্রীর অনেকেই করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন৷ এর প্রেক্ষিতে বাংলাদেশ থেকে আসা সব ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরান্সা৷ বিমানের সব যাত্রীকে আপাতত দুই সপ্তাহের কোয়ারান্টিনে রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি৷ শেঙ্গেন অঞ্চলের বাইরে থেকে আসা সবার জন্যই এই নিয়ম বাধ্যতামূলক৷
করোনাকালে ঢাকায় থাকা দায়
করোনার কারণে কাজ না থাকায় গ্রামে ফিরে যাচ্ছেন ঢাকার অনেক বাসিন্দা৷ এছাড়া আয় কমে যাওয়ায় অনেকে কম ভাড়ার বাসা খুঁজছেন৷
ছবি: DW/Sazzad Hossain
শাহ আলম
যে প্রিন্টিং প্রেসে কাজ করতেন তা বর্তমানে বন্ধ৷ পাঁচ জনের পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন শাহ আলম৷ কাজ না থাকায় টাঙ্গাইলের গ্রামের বাড়িতে ফেরত যাচ্ছেন৷
ছবি: DW/Sazzad Hossain
মো: জসিম উদ্দিন
১৯৭২ সাল থেকে ঢাকায় একটি প্রিন্টিং প্রেসে চাকরি করেছেন জসিম উদ্দিন৷ অবসর নেন ২০০০ সালে৷ এরপর থেকে ছেলের সঙ্গে ছিলেন৷ কিন্তু করোনার কারণে ছেলের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছেন তিনি৷
ছবি: DW/Sazzad Hossain
মামুন
পেশায় ভ্যানচালক৷ দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ঢাকায় থাকতেন৷ এখন কাজ না থাকায় বাসা ছাড়ার নোটিশ দিয়ে গ্রামের বাড়ি বরিশালে যাওয়ার অপেক্ষায় আছেন৷
ছবি: DW/Sazzad Hossain
মিরাজ
কেরানীগঞ্জের এক দর্জির দোকানে ৭,০০০ টাকা বেতনে কাজ করতেন৷ কারখানা বন্ধ হয়ে যাওয়ায় মাকে নিয়ে পটুয়াখালী ফিরে যাচ্ছেন৷
ছবি: DW/Sazzad Hossain
মোরশেদুল হাসান
মাল্টিপ্ল্যান সেন্টারে ব্যবসা করতেন৷ করোনার কারণে ব্যবসা ভালো হচ্ছে না৷ তাই তিনিও পরিবার নিয়ে গ্রামের বাড়ি ফিরে যাচ্ছেন৷
ছবি: DW/Sazzad Hossain
মোহাম্মদ নাসির উদ্দিন
১২ বছর ধরে বাসা পরিবর্তনে সহায়তার কাজ করছেন৷ পরিবার নিয়ে ঢাকায় বাস করছেন৷ তবে আর কতদিন থাকতে পারবেন তা নিয়ে চিন্তায় আছেন৷
ছবি: DW/Sazzad Hossain
সবুজ মিয়া
৩০ বছর ধরে ঢাকায় বাসা পরিবর্তনে সহায়তার কাজ করছেন৷ দৈনিক উপার্জন ৪০০ টাকা৷ কাজ না পেলে তিনিও ঢাকায় আর বেশিদিন থাকতে পারবেন না৷
ছবি: DW/Sazzad Hossain
ঢাকা ছেড়ছেন ৫০ হাজার
ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান বাহার ২২ জুন ডয়চে ভেলেকে জানান, সেই সময় পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ ভাড়া দিতে না পেরে ঢাকা ছাড়তে বাধ্য হয়েছিলেন৷
ছবি: DW/Sazzad Hossain
বাধ্য হয়ে বাসা বদল
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের জরিপে দেখা গেছে, করোনার কারণে ফর্মাল সেক্টরে কাজ করা ১৩ শতাংশ মানুষ চাকরি হরিয়েছেন৷ অনেকের কাজ থাকলেও আয় কমে গেছে৷ তাই ব্যয় কমাতে অনেকে বাসা বদল করছেন৷
ছবি: DW/Sazzad Hossain
9 ছবি1 | 9
বিমানের ২২৫ জন যাত্রীর অন্তত ২১ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে৷ তবে এখনো সবার পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি৷ এই তথ্য জানিয়ে লাৎসিও রাজ্যের স্বাস্থ্য কমিশনার আলেসিও ডি'আমাতো বাংলাদেশ থেকে আসা বিমানটিকে ভাইরাসবাহী বোমার সঙ্গে তুলনা করেছেন৷ তিনি বলেন, ‘‘আমরা সেটিকে নিষ্ক্রিয় করেছি৷''
বাংলাদেশ থেকে ফ্লাইট বাতিলের সিদ্ধান্তটি এক সপ্তাহ কার্যকর থাকবে বলে জানিয়েছেন স্পেরান্সা৷ এরপর নতুন সিদ্ধান্ত নেয়া হতে পারে৷ তবে শেঙ্গেনের বাইরে থেকে আগতদের জন্য কঠিন নিয়ম আরোপের বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি৷
এদিকে ১ জুনের পর বাংলাদেশ থেকে আসা সব নাগরিককে করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে রোমের স্বাস্থ্য কর্তৃপক্ষ৷ লাৎসিও রাজ্যে সোমবার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে ১২ জনই ছিলেন রোমে বসবাসরত বাংলাদেশি৷