1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের বাজারে কৃত্রিম ডিম

২৮ সেপ্টেম্বর ২০০৯

মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে কৃত্রিম ডিম পাচার হওয়ার আশঙ্কা প্রকাশ করছে বাংলাদেশের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা৷

ছবি: picture-alliance/chromorange

তবে বাংলাদেশের বাণিজ্য সচিব ফিরোজ আহমদ এই আশঙ্কাকে নাকচ করে দিয়ে সাংবাদিকদের বলেছেন, কৃত্রিম ডিম চোরাইপথে বাংলাদেশে ঢোকার কোন প্রমাণ তারা এখনো পাননি৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের সব পয়েন্টে বিডিআরসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে৷

কৃত্রিম ডিমের বিষয়টি একেবারেই নতুন৷ মিয়ানমারে প্রকাশিত ইংরেজি দৈনিক 'দ্য নিউ লাইট অব মিয়ানমার' এ এবিষয়ে বলা হয়, রাসায়নিক উপাদান দিয়ে কৃত্রিম ডিম তৈরি করা হচ্ছে মিয়ানমারের কয়েকটি প্রতিবেশী দেশে৷ যা সীমান্ত দিয়ে মিয়ানমারের বাজারে ঢুকে ইতিমধ্যেই দেশটির বাজার দখল করেছে৷ এতে উল্লেখ করা হয়, এ ডিম দেখতে অবিকল হাঁস-মুরগির ডিমের মতো৷

উল্লেখ্য বাংলাদেশে গেল বছর বার্ড ফ্লুসহ নানা কারণে পোল্ট্রি ব্যবসায় ব্যাপক ভাটা পড়ে৷ তাই দেশের সরকার অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বিদেশ থেকে ২ কোটি ডিম আমদানির নির্দেশ দেয়৷ ইতিমধ্যে দেশের ব্যবসায়ীরা প্রায় ৩০ লাখ ডিম আমদানি করেছে ভারতের বাজার থেকে৷ এখন ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, আসল ডিমের সঙ্গে মিশে এই কৃত্রিম ডিমও মিয়ানমার সীমান্ত দিয়ে বাজারে ঢুকতে পারে৷

কারণ এই কৃত্রিম ডিম দেখতে অবিকল মুরগি বা হাঁসের আসল ডিমের মতো৷ এই ডিম ভাজলে বোঝা যায় না যে এটি আসল কিনা! তবে সিদ্ধ করলে বোঝা যায়৷

পত্রিকাটি বলছে, এ ডিমের সাদা অংশ তৈরি করতে বেনজরিক এসিড, জেলি, অজানা রাসায়নিক গুঁড়ো এবং আকৃতি তৈরিতে বেকারিতে ব্যবহার্য রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছে৷ কুসুম তৈরি করা হয় অজানা হলুদ গুঁড়ো ও তরল পদার্থের সংমিশ্রণে৷ পরে এ মিশ্রণের সঙ্গে ম্যাজিক ওয়াটার মেশানো হয়৷ ম্যাজিক ওয়াটারে ক্যালসিয়াম ক্লোরাইড থাকে৷ খোসার অংশটি তৈরি করা হয় মোম (এতে প্যারাফিন থাকে) এবং আরো বেশ কিছু রাসায়নিকের মিশ্রণ দিয়ে৷ এসব ডিম্বাকৃতির প্লাস্টিকের খোলসে পুরে শুকিয়ে নেওয়া হয়৷ যা দেখতে অবিকল আসল মুরগি বা হাঁসের ডিমের মতোই৷

গোয়েন্দাদের আশঙ্কা, যেহেতু প্রতিবেশী দেশ মিয়ানমারের বাজার এই ডিমে ছেয়ে গেছে, তাই এই ডিম কক্সবাজার ও টেকনাফ সীমান্ত দিয়ে ইতিমধ্যেই বাংলাদেশে ঢুকে পড়েছে৷ যা বাংলাদেশের বাজারে ডিমের চাহিদা মেটাতে খুব সহজেই আসল ডিমের সঙ্গে ক্রেতাদের ঘরে চলে যেতে পারে৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ