1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আত্মহত্যা

১২ সেপ্টেম্বর ২০১২

জীবন অমূল্য৷ অনেক সময় এ সহজ কথাটাই গুরুত্ব হারায়, আত্মহত্যা করে বসে মানুষ৷ বাংলাদেশের ঝিনাইদহে ৪০ বছরে নিজের প্রাণ কেড়ে নিয়েছেন ৩২ হাজার মানুষ!

ফাইল ফটোছবি: picture-alliance/dpa

মনোবিজ্ঞানী মেহতাব খানম মনে করেন মানুষের এতটা আত্মঘাতী হওয়ার জন্য প্রযুক্তিও দায়ী৷

সোমবার ছিল আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস৷ সচেতনতা বাড়িয়ে মানুষকে জীবনমুখী রাখার জন্য বিশেষ কিছু কর্মসূচী নেয়া হয় এ দিনে৷ ছোট পরিসরে হলেও কিছু কর্মসূচি বাংলাদেশেও পালিত হয়েছে৷ আলোচনায় এসেছে একটি খবর – ঝিনাইদহ জেলার মানুষের আত্মহত্যার প্রবণতা৷

৪০ বছরে ৩২ হাজার মানুষের আত্মহত্যা করেছেন সেখানে, আরো ৫০ হাজার মৃত্যুকে বরণ করার চেষ্টায় ব্যর্থ না হলে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াতো! ঝিনাইদহ পুলিশ অবশ্য রেকর্ডে এ সংখ্যা রাখেনি৷ তাঁদের রেকর্ড বলছে, ১৯৮৮ সাল থেকে সে অঞ্চলে ‘অস্বাভাবিক মৃত্যু' বরণ করেছেন মোট ১৫ হাজার ১৯৮ জন৷ সার্বিক চিত্র তুলে আনার কাজটি করেছে ঝিনাইদহের সোসাইটি ফর ভলান্টারি অ্যাকটিভিটিজ (শোভা)৷ আত্মহত্যা বিষয়ক এ গবেষণা প্রতিষ্ঠানটির দেয়া তথ্য অনুযায়ী এ বছরের প্রথম ৬ মাসে ওই জেলায় আত্মহত্যা করেছে ১৫০ জন মানুষ৷

চিকিৎসাসেবা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে সে অঞ্চলে আত্মহত্যার হার কমছে৷ তারপরও প্রবণতটা কিন্তু দুশ্চিন্তার পর্যায়েই রয়েছে৷ মানুষের নিজেকে শেষ করে দেয়ার মূল কারণগুলো বলতে গিয়ে মেহতাব খানম শুরুতে দায়ী করলেন প্রযুক্তির উন্নতিকে৷ ‘‘প্রযুক্তির উন্নতির কারণে মানুষের বাইরের জগৎ ক্রমশ ছোট হয়ে আসছে, আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে মানুষ, তাই সামান্য কোনো বিপর্যয়েও নিজের কষ্ট কারো সঙ্গে ভাগাভাগি না করে ধরছে আত্মধংসের পথ৷''

এ ছাড়া আবেগপ্রবণতা, আর্থিক সঙ্কটের কথাও বলেছেন তিনি৷ ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষিকা আরো বলেছেন, বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা মেয়েদের মাঝে, বিশেষ করে বিবাহিত মেয়েদের মাঝেই বেশি৷ এ প্রবণতাকে দূরে রাখার উপায়? এ ক্ষেত্রে একটা শব্দের ওপরই জোর দিয়েছেন মেহতাব খানম – আত্মবিশ্বাস৷ সত্যিই তো, আত্মিবশ্বাসী মানুষ আত্মহননের পথ বেছে নেবে কেন!

সাক্ষাৎকার: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ