1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাবেক অধিনায়কদের চোখে বাংলাদেশের বিশ্বকাপ

জাহিদুল হক লন্ডন থেকে
৩ জুলাই ২০১৯

মঙ্গলবার বার্মিংহামে ভারতের কাছে হেরে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে৷ জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক বলছেন, দলগতভাবে পারফর্ম করতে না পারার সঙ্গে দুর্ভাগ্য যুক্ত হওয়ায় এমনটা হয়েছে৷

সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুছবি: DW/Z. Chowdhury

তবে বিশ্বকাপে বাংলাদেশ লড়াকু মনোভাব দেখাতে পেরেছে বলে মনে করছেন গাজী আশরাফ হোসেন লিপু ও হাবিবুল বাশার সুমন৷

ডয়চে ভেলের সঙ্গে আলাপকালে লিপু সেমিফাইনালে যেতে না পারার কয়েকটি কারণ উল্লেখ করেন৷ তিনি বলেন, ‘‘হয়ত আপার অর্ডারটা পরিপূর্ণ আলো ছড়াতে পারেনি৷ তবে লোয়ার অর্ডার থেকে যখনই যে সুযোগ পেয়েছেন, তিনি চেষ্টা করেছেন৷ আমরা তামিমের কাছ থেকে কিছু বড় ইনিংস আশা করেছিলাম, সেটা হয়ত সেভাবে হয়নি৷ সৌম্য সরকারের কাছ থেকে ঝলকানো দু-তিনটি ইনিংস আশা করেছিলাম, সেটাও হয়নি৷’’

পেস বোলিং ইউনিটটাও একটু নিস্প্রভ ছিল বলে মনে করছেন সাবেক অধিনায়ক লিপু৷ তিনি বলেন, ‘‘কিছুটা সামর্থ্যের ঘাটতি ছিল, আর কিছুটা উইকেটের আচরণের সঙ্গে মানিয়ে নিয়ে বল করার অভিজ্ঞতার ঘাটতি কিংবা সেটা বুঝে সেই অনুযায়ী বল করার সামর্থ্যের কিছুটা কমতি ছিল৷ মাশরাফীর ক্ষেত্রে আমরা ধরেই নিতে পারি যে, তাঁর গতির সীমাবদ্ধতা আছে৷ ফলে মাশরাফীর কাছে যে সময়ের দাবি ছিল, সেটা হয়ত তিনি ঠিকমতো পূরণ করতে পারেননি৷’’

লিপু বলেন, দলগত শক্তি বিশ্লেষণ করলে হয়ত বাংলাদেশকে শীর্ষ চারে ধরা যায় না৷ তবে বিদ্যমান সামর্থ্যের সঙ্গে অতিরিক্ত চেষ্টা ও অতিরিক্ত পারফরম্যান্স যোগ করতে পারলে সেমিফাইনাল সম্ভব ছিল বলে মনে করেন তিনি৷ ‘‘যেমন ভারত, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটির দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব যে, সেই ম্যাচগুলোতে যদি আমরা সাধারণ পারফরম্যান্সের চেয়ে একটু উপরে উঠতে পারতাম, আমরা যদি জোয়ারের মধ্যে থাকতে পারতাম, তাহলে আমরা হয়ত সেই জায়গায় (শীর্ষ চারে) পৌঁছতে পারতাম৷’’

এছাড়া বাংলাদেশের ক্রিকেটারদের ইংলিশ কন্ডিশনে খেলার অভিজ্ঞতা খুব একটা না থাকাকেও অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন লিপু৷

হাবিবুল বাশার সুমনছবি: Noman Mohammad

সাবেক এই অধিনায়ক বলেন, সেমিফাইনালে যেতে ভারতের সঙ্গে ম্যাচটা জেতা দরকার ছিল এবং সেটার প্রায় কাছাকাছি চলে গিয়েছিল বাংলাদেশ৷ ‘‘কিন্তু কোনো না কোনো ঘাটতির কারণে সেটা সম্ভব হয়নি৷ যেমন বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি, বিশ্বকাপে অসাধারণ খেলা সাকিবের ইনিংসটি যদি সেঞ্চুরিতে রূপ পেত তাহলে হয়ত একটা জেতার সুযোগ ছিল৷ এছাড়া ফিল্ডিংটা যদি বোলিংয়ের সঙ্গে ম্যাচ করতো, তাহলেও ফল অন্য হতে পারত৷’’

এদিকে, বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক ও ২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়া হাবিবুল বাশার সুমন মনে করছেন দুর্ভাগ্যের কারণে বাংলাদেশে সেমিফাইনালে যাওয়া হলো না৷ ‘‘কোথাও ঘাটতি ছিল বলবনা, আমাদের আসলে দুর্ভাগ্য ছিল৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটি না হওয়ার অনেক মূল্য দিতে হয়েছে,’’ ডয়চে ভেলেকে বলেন তিনি৷

তবে বাশার মনে করছেন, ‘‘বিশ্বকাপে বাংলাদেশ ভালোই খেলেছে৷ বোলিংটা আরেকটু ভালো হলে ভালো হতো৷ আর সাকিব, মুশফিক ছাড়া অন্য ব্যাটসম্যানরা আরেকটু ভালো করলেও হতো৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ