1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জামাল নজরুল ইসলাম

জাহিদুল হক২২ মার্চ ২০১৩

জার্মান বিজ্ঞানী আলব্যার্ট আইনস্টাইনের বিখ্যাত তত্ত্ব ‘জেনারেল থিওরি অফ রিলেটিভিটি’ নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন অধ্যাপক জামাল নজরুল ইসলাম৷ আর স্টিফেন হকিং এর সঙ্গে পরিচয়ের পর কসমোলজি নিয়ে আগ্রহ বাড়ে তাঁর৷

ছবি: X-ray: NASA/CXC/MIT/C.Canizares, M.Nowak; Optical: NASA/STScI

জামাল নজরুল আইনস্টাইনের তত্ত্ব নিয়ে কাজ করতেন বিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে৷ সেখানেই হকিং এর সঙ্গে পরিচয়৷

১৯৩৯ সালে ঝিনাইদহে জন্মগ্রহণ করেন জামাল নজরুল ইসলাম৷ চট্টগ্রাম, কলকাতায় লেখাপড়া শেষে পাড়ি জমান ব্রিটেনে৷ সেখানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নেন৷ এরপর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে কাজ করার পর ১৯৮৪ সালে দেশে ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন৷ সেখানে ‘রিসার্চ সেন্টার ফর ম্যাথামেটিকাল অ্যান্ড ফিজিকাল সায়েন্সেস' নামে একটি গবেষণা কেন্দ্র গড়ে তোলেন৷

আইনস্টাইনের ‘জেনারেল রিলেটিভিটি’ নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন অধ্যাপক জামাল নজরুল ইসলামছবি: Lotte Jacobi Collection, University of New Hampshire, USA

১৯৭৫ সাল থেকে জামাল নজরুল ইসলামের সঙ্গে পরিচিত ছিলেন বাংলাদেশ আরেক প্রখ্যাত বিজ্ঞানী ড. এম শমসের আলী৷ ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে তিনি অধ্যাপক ইসলামকে উঁচুমানের একজন বিজ্ঞানীর পাশাপাশি দেশপ্রেমিক, রসিক এক সাহিত্যপ্রেমী হিসেবে উল্লেখ করেছেন৷

আন্তর্জাতিক খ্যাতি

ড. শমসের আলী বলেন অধ্যাপক ইসলামের সঙ্গে পরিচয় ছিল বিখ্যাত মার্কিন তাত্ত্বিক পদার্থবিদ ফ্রিম্যান ডাইসনের, যার সঙ্গে অনেক নোবেলজয়ী কথা বলার জন্য উদগ্রীব থাকতেন৷ এমনকি নিজের একটি বইয়ে অধ্যাপক ইসলামের নামও উল্লেখ করেছেন ডাইসন৷

আরেক মার্কিন তাত্ত্বিক পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান, যাঁকে ড. শমসের আলী বিশ্বের অন্যতম সেরা পদার্থবিদ বলে আখ্যায়িত করেছেন, তাঁর সঙ্গেও সখ্যতা ছিল জামাল নজরুল ইসলামের৷

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি যে গবেষণা কেন্দ্র গড়ে তুলেছেন সেখানে মাঝেমধ্যেই কেমব্রিজ থেকে বিখ্যাত লোকজনদের এনে সেমিনার করতেন৷ এভাবে একবার এসেছিলেন ব্রিটিশ গাণিতিক পদার্থবিদ স্যার রজার পেনরোজ, যিনি স্টিফেন হকিং এর সঙ্গে কাজ করেন৷ এসেছেন পাকিস্তানি নোবেলজয়ী পদার্থবিদ আব্দুস সালামও৷

স্টিফেন হকিং এর সঙ্গে পরিচয়ের পর কসমোলজি নিয়ে আগ্রহ বাড়ে তাঁরছবি: dapd

উপমহাদেশের আরেক নোবেলজয়ী অমর্ত্য সেনের সঙ্গেও অধ্যাপক ইসলামের ব্যক্তিগত সম্পর্ক ছিল৷ সেই সুবাদে অমর্ত্য সেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও গিয়েছিলেন৷

ড. শমসের আলী বলেন, ‘‘জামাল নজরুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্বের অনেক গুনি লোকের পরিচয় ঘটিয়ে দিয়েছিলেন৷''

লেখা বই

১৯৮৩ সালে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে অধ্যাপক ইসলামের লেখা ‘দি আলটিমেট ফেট অফ দি ইউনিভার্স' বইটি বের হয়৷ যা এখন পড়ানো হয় যুক্তরাষ্ট্র ও ইউরোপের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে৷ জাপানি, ফরাসি, পর্তুগিজ, জার্মানসহ কয়েকটি ভাষায়ও বইটি অনূদিত হয়েছে৷ এছাড়া ক্লাসিক্যাল জেনারেল রিলেটিভিটি, রোটেটিং ফিল্ডস ইন জেনারেল রিলেটিভিটি, অ্যান ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্যাল কসমোলজি, স্কাই অ্যান্ড টেলিস্কোপ তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য৷

[No title]

This browser does not support the audio element.

দেশপ্রেমিক

ড. শমসের আলী বলেন, অধ্যাপক ইসলাম বাংলাদেশে বিজ্ঞানচর্চা নিয়ে খুব ভাবতেন৷ ‘‘মাঝেমধ্যেই তিনি বলতেন, আমরা একজন সংগীতজ্ঞকে নিয়ে কত ভাবি, ক্রিকেটাররা ভাল কিছু করলে তাদের কত আর্থিক সুবিধা দেই, কিন্তু বিজ্ঞানীদের জন্য তেমন কিছু করা হয় না৷''

অধ্যাপক ইসলাম মাতৃভাষায় বিজ্ঞান চর্চার উপর খুব গুরুত্ব দিতেন৷ এ লক্ষ্যে তিনি অনেক কাজও করেছেন৷ বিজ্ঞানের উপর বাংলা ভাষায় লেখা তাঁর কয়েকটি বইও রয়েছে৷ এসব কাজের স্বীকৃতি স্বরূপ ২০০১ সালে তাঁকে একুশে পদকও দেয়া হয়৷ তাঁর উল্লেখযোগ্য বাংলা বই হচ্ছে ‘কৃষ্ণ বিবর', ‘মাতৃভাষা ও বিজ্ঞান চর্চা এবং অন্যান্য প্রবন্ধ', ‘শিল্প সাহিত্য ও সমাজ'৷

সংগীতপ্রেমী

বিজ্ঞান ছাড়াও সংগীত বিশেষ করে গজলের প্রতি অধ্যাপক ইসলামের বেশ আগ্রহ ছিল বলে জানান ড. শমসের আলী৷ ‘‘জামাল নজরুল খুব রসিক মানুষ ছিলেন৷ মাঝেমধ্যেই বাসায় গজলের আসর বসাতেন৷ এছাড়া রবীন্দ্র ও নজরুল সংগীতের প্রতিও তাঁর বিশেষ আগ্রহ ছিল৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ