1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের ব্যাটাররা কেন ছক্কা মারতে পারেন না?

নোমান মোহাম্মদ ঢাকা
৯ সেপ্টেম্বর ২০২২

এ তালিকার তল খুঁজে পাওয়া বড্ড কঠিন৷ সেখানে নাম অগণিত না হলেও অসংখ্য৷ সর্বশেষ সংযোজন নাসিম শাহ৷ যিনি দেখিয়ে দিলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কা সবাই মারতে পারেন৷ শুধু বাংলাদেশের ব্যাটাররাই যেন পারে না৷

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের একটি মুহূর্ত
বাংলাদেশ যে ছক্কা মারতে পারে না সেটি কেবলই কথার কথা নয়৷ পরিসংখ্যানের কষ্টিপাথরে রীতিমতো যাচাই করা৷ছবি: Hamad I. Mohammed/REUTERS

একেবারেই যে পারে না ব্যাপারটা অবশ্য অমন নয়৷ তবে প্রদীপের অল্প আলোয় অন্ধকার যেমন আরো জমাট হয়, বাংলাদেশের ক্রিকেটারদের অল্পস্বল্প ছক্কার গল্পে তেমনি ছড়ায় হাহাকার৷ বিশেষত এই আধুনিক ক্রিকেটে৷ বিশেষত টি-টোয়েন্টিতে৷

ওই যে সেদিন নাসিম শাহ, যিনি মূলত বোলার, যার বয়স মাত্র ১৯ বছর, তিনিও ৬ বলে ১১ রানের প্রয়োজনীয়তার সামনে দাঁড়িয়ে দুটো ছক্কা মেরে দিলেন৷ অবলীলায়৷ অনায়সে৷ আফগানিস্তানের বিপক্ষে জেতালেন পাকিস্তানকে৷ অভিন্ন পরিস্থিতিতে বাংলাদেশের কেউ কি প্রতিপক্ষের আকাশ থেকে জয়সূর্য ছিনিয়ে আনতে পারতেন অমন করে? যদি তিনি পুরোদস্তুর ব্যাটসম্যানও হতেন?

এ প্রশ্নের আয়নায় যে উত্তরের প্রতিবিম্ব, সেটাই বাংলাদেশ ক্রিকেটের সত্যিকারের প্রতিচ্ছবি৷

বাংলাদেশ যে ছক্কা মারতে পারে না, এটা কেবলই কথার কথা নয়৷ পরিসংখ্যানের কষ্টিপাথরে যাচাই করা রীতিমতো৷ এই যেমন গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ধরুন না! এ সময়ে কুড়ি-বিশের ফরম্যাটে যে ২০টি পূর্ণাঙ্গ ম্যাচ খেলেছে বাংলাদেশ, তাতে ছক্কা ৭০টি৷ অর্থাৎ, প্রতি ইনিংসে গড়ে ৩.৫টি করে ওভার বাউন্ডারি৷

এমনিতে মনে হতে পারে, সংখ্যাটি একেবারে খারাপ না৷ কিন্তু যদি অন্যান্য দেশের সঙ্গে তুলনা করি, তাহলে?

ঠিক এই সময়কালে, অর্থাৎ, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতীয় ব্যাটসম্যানরা ৩৩ ম্যাচে মেরেছে ২২৩ ছয়৷ ইনিংসপ্রতি ৭.৭৫টি৷ ওয়েস্ট ইন্ডিজের ২৬ ম্যাচে ২০২ ছয়; ইনিংসপ্রতি ৭.৭৬টি করে৷ পাকিস্তান ম্যাচপ্রতি ছয় ছক্কার গড়ে ১৭ ইনিংসে বল সীমানার ওপারে আছড়ে ফেলেছে ১০২ বার৷ ইংল্যান্ডের ১৭ ম্যাচে ১২৫ ছয়; গড় ৭.৩৫৷ এমনকি আফগানিস্তানও ২০ ম্যাচে ১০৫ ছক্কা মেরেছে; প্রতি ইনিংসে গড়ে ৫.২৫টি করে৷

বাংলাদেশের ইনিংসপ্রতি ৩.৫ ছক্কাকে এখন কী রকম জীর্ণ-শীর্ণ-বিবর্ণ পরিসংখ্যানই না লাগছে, বলুন!

এ হতশ্রী অবস্থা আসলে কেন? দীর্ঘদিন ধরে ক্রিকেট কোচিংয়ে থাকা নাজমুল আবেদীন ফাহিমের কাছে এর কারণ অনেক, ‘‘আমরা তো ঘরোয়াতে খুব আক্রমণাত্মক ক্রিকেট খেলি না৷ টি-টোয়েন্টিতে ১৩০-১৩৫ রান করি৷ ৫০ ওভারের ক্রিকেটেও ২৫০-২৬০ রান করি৷ ফলে ব্যাটসম্যানদের মেরে খেলার ওই মনস্তাত্তিক দিকটাতেই পিছিয়ে থাকি৷’’

নাজমুল আবেদীন ফাহিমছবি: Private

ক্রিকেট কোচিংয়েও সমস্যা দেখছেন তিনি, ‘‘খেলা শেখানোর জায়গায় আগে ওই টেস্ট যুগে যেভাবে ব্যাটিং শেখানো হতো, এখনও সেভাবেই শেখানো হয়৷ সোজা খেলা, ভি-তে খেলা, টপ হ্যান্ডে খেলা৷ কিন্তু ছয় মারতে গেলে দুটো হাতই লাগে, বটম হ্যান্ডেরও কন্ট্রিবিউশন লাগে৷ তো আমাদের ব্যাটসম্যানদের শেখার মধ্যেই ওই জিনিসটা থাকে না৷ এটা আর পরবর্তীতে পরিবর্তন করতে পারে না৷’’

এই ক্রিকেট সংস্কৃতিটাও ছক্কা মারার ব্যাপারে ক্রিকেটারদের পিছু টেনে ধরছে বলে ফাহিমের দাবি, ‘‘এখনও যেসব ব্যাটসম্যান অনেক বল খেলে কম রান করেন, তাদের ভালো ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি দেয়া হয়৷ উৎসাহ দেয়া হয়৷ আবার কেউ আক্রমণাত্মক খেলতে গিয়ে আউট হয়ে গেলে তাকে নিরুৎসাহিত করা হয়৷ ছয় মারতে গিয়ে আউট হয়ে গেলে বলা হয়, কে বলেছে উপরে উঠিয়ে মারতে? এ সংস্কৃতিটা আমাদের মধ্যে আছে৷ যে কারণে ক্রিকেটাররা ঝুঁকির শট কম খেলে৷ তবে এটা হতেই পারে না যে, বাংলাদেশের এত মানুষের মধ্যে ছয় মারতে এত অসুবিধা হবে৷ এটা কখনোই সম্ভব না৷’’

জাতীয় দলের ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের কাছে একটা কথা প্রায়ই শোনা যায় যে, শারীরিক গঠনের কারণেই ছক্কা মারতে পারছেন না বাংলাদেশের ক্রিকেটাররা৷ এটা মানতে নারাজ বিকেএসপির ক্রিকেট পরামর্শক ফাহিম, ‘‘শারীরিক শক্তিটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে৷ কিন্তু সেটাই শেষ কথা না৷ অনেক দেশেই অনেক ক্রিকেটার আছে, যারা আমাদের চেয়ে শারীরিকভাবে হয়ত একটু পিছিয়েই৷ কিন্তু বড় বড় শট খেলতে পারে৷ আমাদের মধ্যেও আছে৷ যেমন রনি তালুকদার৷ ও যে কোনো সময় ছয় মেরে দিতে পারে৷’’

তাহলে এই শারীরিক শক্তির ব্যাপারটা সামনে নিয়ে আসা হয় কেন? ছক্কা মারায় নিজেদের অদক্ষতা ঢাকার জন্যই কি? এ প্রশ্নের উত্তরে শিষ্য সাকিব আল হাসানকে টেনে আনলেন ফাহিম, ‘‘এটা ওরা বিশ্বাস করে যে, ওদের পক্ষে ছয় মারা সম্ভব না৷ মনে করে, শারীরিকভাবে ওরা সবল আর আমরা দুর্বল বলে আমরা পারি না৷ আমি সাকিবের উদাহরণ দিই৷ ও গত বিপিএলে যেভাবে ছয় মারলো, এর আগের খেলাগুলোতে দেখবেন, ১০টা মারতে ৯টাই বাউন্ডারি লাইনে ক্যাচ হতো৷ কিন্তু বিপিএলে বড় বড় ছয় মারলো৷ সাকিবের এটি ট্রেনিংয়ের পর হয়েছে৷ সে অন্যভাবে ট্রেনিং করেছে৷ আমার মনে হয়, ছয় মারার ব্যাপারে আমাদের টেকনিক্যালি সমস্যা আছে৷ আবার যে ইনটেন্ট, সেখানেও সমস্যা আছে৷’’

গর্ডন গ্রিনিজ ছাড়া আর কোনো কোচকে দেখিনি এ ধরনের টেকনিক (ছক্কা মারার) নিয়ে কাজ করতে: রফিক

This browser does not support the audio element.

অথচ বাংলাদেশ ক্রিকেটের আগের প্রজন্মে মোহাম্মদ রফিকের মতো একজন ছিলেন৷ যিনি ছক্কার নাচনে দর্শকদের নাচাতে পারতেন৷ সেটাও প্রায় টি-টোয়েন্টি-পূর্ব যুগে৷ এখন সেটি না হওয়ার পেছনে কোচদের বড় দায় দিয়েছেন রফিক, ‘‘সবচেয়ে বড় ব্যাপার হলো, কোচরা এ বিষয়টা নিয়ে কী করছে? এই টেকনিক নিয়ে তো কাজ করতে হয়৷ কিন্তু আমি মনে করি, এ জায়গাটা ফাঁকা আছে৷’’

শারীরিক শক্তিকে সামনে নিয়ে আসাকে অজুহাত মনে হয় রফিকের কাছে, ‘‘যারা এসব বলে, তারা ‘নন ক্রিকেটার’-এর মতো কথা বলে৷ এটা তাদের কাছে মুখস্ত থাকে৷ একটা কিছু বলে দিলো৷” বিদেশি কোচদেরও কাঠগড়ায় দাঁড় করান তিনি, ‘‘এই টেকনিক (ছক্কা মারার) নিয়ে কাজ করতে হবে৷ গর্ডন গ্রিনিজ ছাড়া আমি বাংলাদেশের আর কোনো কোচকে দেখিনি, এ ধরনের টেকনিক নিয়ে কাজ করতে৷ গর্ডন আমাদের সবাইকে বলতো, কত বড় বড় ছয় মারতে পারো- দেখি৷ এখনকার কোচরা অমন করেন না৷ তারা বলেন, সোজা খেলো, বেসিকে খেলো৷ এই বেসিক ক্রিকেটে টি-টোয়েন্টি চলে না৷ আমাদের প্লেয়াররাও কোচকে খুশি করার জন্য দেখা যায়, বেসিকেই ব্যাটিং করছে৷ এসবে ওসব বেসিক-মেসিক চলে না৷’’

ক্রিকেটারদের তাই অনুশীলনের পাশাপাশি মনস্তাত্ত্বিক পরিবর্তনের পরামর্শ বাংলাদেশের হয়ে ৩৩ টেস্ট, ১২৫ ওয়ানডে এবং এক টি-টোয়েন্টি খেলা রফিকের, ‘‘এক ঘণ্টা প্র্যাকটিসে যদি বলা হয়, দেখি কয়টা ছয় মারতে পারো, তাহলে ছয় মারাটা আয়ত্ত্বে আসবে৷ দিনের পর দিন প্র্যাকটিস করতে হবে৷ এখন পাওয়ার ক্রিকেট খেলতে হবে৷ ওভারে ১০ রান করে নিতে হবে৷ প্রথম ৬ ওভারে ৫০-৬০ করতে হবে৷ দুই উইকেট চলে যাক, সমস্যাটা কী? ১০ বলে ২ রান করার চেয়ে আউট হওয়াটা অনেক বেটার৷’’

যে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ডরা উদাহরণ হিসেবে বারবার আসেন বাংলাদেশের ক্রিকেটারদের কাছে, সে দলে তো একজন নিকোলাস পুরানও রয়েছেন, যার শারীরিক গড়ন গড়পড়তা বাঙালির মতোই৷ অথচ ব্যাট হাতে ছক্কার ঝড়ে কী তাণ্ডবই না চালান প্রায়শ!

বাংলাদেশের ব্যাটাররা কবে তা পারবেন? যত দিন না পারবেন, টি-টোয়েন্টি ব্যাটিং ব্যাকরণের শেষ বেঞ্চের ছাত্র হয়েই যে থাকতে হবে!

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ