‘বাংলাদেশের ব্যাপারে মার্কিন নীতি একই থাকবে’
৭ নভেম্বর ২০১২ভোরে ঢাকায় মার্কিন দূতাবাসেও ছিল প্রতীকী মার্কিন নির্বাচন৷ সেই নির্বাচনে ঢাকার মার্কিন নাগরিক ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন৷ আর এখানকার ফলাফলেও জয়ী বারাক ওবামা৷ যুক্তরাষ্ট্র এবং ঢাকায় ফল ঘোষণা করা হয় একই সময়ে৷
আর দ্বিতীয়বারের মতো ওবামা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশ-মার্কিন সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে মনে কারেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ড.গওহর রিজভী৷ তিনি বলেন, বাংলাদেশের মার্কিন নীতি একই থাকবে৷
রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. হারুন অর রশীদ বলেন, বাংলাদেশের ব্যাপারেও মার্কিন পররাষ্ট্র নীতিতে কোনো পরিবর্তন আসবে বলে মনে হয় না৷
ওবামা নির্বাচিত হওয়ায় সেখানে যুক্তরাষ্ট্রের অর্থ এবং বাণিজ্য নীতিতে ধারাবাহিকতা থাকবে বলে মনে করেন বাংলাদেশের ব্যবসায়ীরা৷ এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আনিসুল হক বললেন, ওবামার নীতির ফলে যদি মন্দা কেটে যায় তাহলে বাংলাদেশও ব্যবসা-বাণিজ্যে সুবিধা পাবে৷
নির্বাচন বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, বাংলাদেশেও যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে সহযোগিতার সম্পর্ক আরো বাড়বে৷ এছাড়া, বাংলাদেশি অভিবাসীরা ওবামার কাছ থেকে সহানুভূতি পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি৷
আর ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত৷ তাই এই সম্পর্ক অব্যাহত থাকবে৷
এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারাক ওবামাকে অভিনন্দন জানিয়েছেন ইতিমধ্যেই৷ অভিনন্দন জানিয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও৷