1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নাজুক’

১ জানুয়ারি ২০১২

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে নাজুক বলে মূল্যায়ন করছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র৷ তাদের বার্ষিক প্রতিবদনে বলা হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমেনি৷ উল্টো খুন-গুমের মতো নতুন ধারা চালু হয়েছে, যা উদ্বেগজনক৷

Bangladeshi riot police kick a protestor before arresting him during a protest in Dhaka, Bangladesh, Sunday, Jan. 7, 2007. Riot police used batons and tear gas Sunday to disperse thousands of stick-wielding and stone-throwing protesters in the Bangladeshi capital demanding electoral reforms and a postponement of the Jan. 22 polls. (AP Photo/Pavel Rahman)
এভাবে মানবাধিকার পদদলিত হচ্ছে প্রতিনিয়ত (ফাইল ছবি)ছবি: AP

আইন ও শালিস কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে ১০০ টি৷ রাজনৈতিক সংঘাতে ৫৮ জন, সীমান্ত সংঘাতে ১৫৫ জন এবং যৌতুকের কারণে ৫০২ জন নিহত হয়েছে৷ এই সময়ে এসিড ছোঁড়ার ঘটনা ঘটেছে ৬২টি, ধর্ষণ এবং যৌন হয়রানি ৯৯৭টি, শালিসি ও ফতোয়া ৫৯ টি এবং সাংবাদিক নির্যাতন ও হয়রানির ঘটনা ঘটেছে ৩০৪ টি৷

পুলিশের বিরুদ্ধে জনতার সহিংস বিক্ষোভ (ফাইল ছবি)ছবি: AP

প্রতিবেদন প্রকাশের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের ঘটনা কমেনি৷ এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও তাদের হাতে নির্যাতিত হয়েছে, যা উদ্বেগজনক৷ তিনি বলেন, ‘‘সীমান্তে হত্যা বন্ধে সরকার কোন কার্যকর ব্যবস্থা নিতে পারেনি৷''

সুলতানা কামাল বলেন, ‘‘যুদ্ধাপরাধের বিচার করতে হবে দক্ষতা এবং স্বচ্ছতার সঙ্গে৷ আর এই বিচারে আরো গতি আনতে হবে৷'' তিনি আরো বলেন, ‘‘সরকার মানবাধিকার রক্ষায় একটি কমিশন গঠন করলেও তা এখনো মুক্ত চিন্তা চেতনায় কাজ করতে পারছে না৷''

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ