1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাস্তিকদের যা ভাবা হয়

৩০ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশে চলতি বছর খুন হয়েছেন চারজন ব্লগার৷ এদের সবাই ছিলেন নাস্তিক৷ ঢাকায় চালানো এক ভিডিও জরিপে নাস্তিকদের সম্পর্কে সাধারণ মানুষের মতামত জানতে চায় ডয়চে ভেলে৷ চলুন দেখি উত্তরে কে কী বলেছেন৷

Nur für Life Links - Voxpops
ছবি: DW/G. Ketels

Survey in Dhaka: what do people think about atheists?

03:44

This browser does not support the video element.

গত জুনে ঢাকায় জরিপের শুরুতে নাস্তিকদের সম্পর্কে প্রশ্ন করা হয় তরুণ শিক্ষার্থীদের৷ তাঁদের কেউই নাস্তিক ব্লগারদের হত্যার বিষয়টিকে সমর্থন করেননি৷ তবে কয়েকজন জানিয়েছেন, নাস্তিকদের ধর্মকে আঘাত করে লেখালেখি উচিত নয়৷ বাক স্বাধীনতার অর্থ এটা নয়৷ আবার কেউ কেউ মতামত জানিয়েছেন যে, নাস্তিক বা আস্তিক আসলে একটি রাজনৈতিক বিতর্ক৷ একটি রাজনৈতিক দল নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে এটা করছে৷

তবে ডয়চে ভেলের জনমত জরিপের প্রশ্নের উত্তর দেবার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো নিরপেক্ষ ছিলেন না স্বল্পশিক্ষিতরা৷ কারওয়ান বাজারে এক মুদি দোকানদার তো দিব্যি বলে দিলেন, নাস্তিকরা ইসলামের শত্রু, তাঁদের মেরে ফেলা উচিত৷ এক গৃহিনীও এমন মতামত দিলেও ঠিক কারণ ব্যাখ্যা করতে পারেননি৷

বাংলাদেশের একটি মাদ্রাসার একজন শিক্ষার্থী ডয়চে ভেলের প্রশ্নের উত্তরে শুরুতেই বলে দেন যে ব্লগারদের, তাদের লোকজন হত্যা করেনি৷ তাঁর মতে, নাস্তিকদের আগে ইসলাম ধর্মের পথে আসতে আহ্বান জানাতে হবে৷ যদি আসেন ভালো, না আসলে অন্য ব্যবস্থা নিতে হবে৷ সেই অন্য ব্যবস্থা কী, তা অবশ্য তিনি বিস্তারিত জানাননি৷

ডয়চে ভেলের জনমত জরিপে সামগ্রিকভাবে একটি বিষয় পরিষ্কার, নাস্তিকদের সম্পর্কে ঢাকার অনেক মানুষেরই স্বচ্ছ ধারণা নেই৷ বরং নাস্তিকরা ইসলামের শত্রু, এমন একটি ধারণা প্রতিষ্ঠা পেয়েছে সমাজে৷ ফলে নাস্তিক ব্লগার হত্যাকাণ্ড ইস্যুতে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কম৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ