২০১৪ সালে বাংলাদেশ বিষয়ক বেশ কয়েকটি প্রতিবেদন ডিডাব্লিউ-র পাঠকদের মধ্যে আলোচনার ঝড় তুলছিল৷ পাঠক প্রিয়তার বিচারে এরকম সাতটি প্রতিবেদন তুলে ধরা হলো এখানে৷
বাংলাদেশ পুলিশের এক কর্মকর্তা মার্কিন ভাইস নিউজের এক সাংবাদিককে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘মেয়েরা যদি আরেকটু পর্দানশিন হন, বেপরোয়াভাবে চলাফেরা না করেন তাহলে ধর্ষণের পরিমান কমে আসবে৷'' তিনি ধর্ষণের জন্য বখাটেদের চেয়ে নারীদের দায়ী করেন বেশি৷ আইনের রক্ষকের এই মন্তব্য অনেকেই মেনে নিতে পারেন৷ ফেসবুক এবং টুইটারে অগুনতি মানুষ প্রতিবেদনটি শেয়ার করেছেন৷
বিশ্বকাপের রঙে বাংলাদেশ
বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আসরকে সামনে রেখে ঢাকাসহ বাংলাদেশের প্রতিটি এলাকা সেজেছে বর্নিল সাজে৷ আপনাদের জন্য এমনই কিছু ছবি তুলে এনেছেন মুস্তাফিজ মামুন৷
ছবি: DW/M. Mamun
বিশ্বকাপের বর্নিল রূপ
বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আসরকে সামনে রেখে ঢাকাসহ বাংলাদেশের প্রতিটি এলাকা সেজেছে বর্নিল সাজে৷ বাড়ির দেয়াল থেকে রাস্তা-ঘাট, দোকান পাট সবখানেই প্রিয় খেলোয়াড়, প্রিয় দলের পতাকার রং৷
ছবি: DW/M. Mamun
বাড়ির দেয়াল অঙ্কন
কলতাবাজারের একটি বাড়ির বাইরের দেয়ালজুড়ে ফুটবলের এই ছবি বিশ্বকাপ উপলক্ষ্যেই৷
ছবি: DW/M. Mamun
খেলোয়াড়ের প্রতীকী ছবি
পুরান ঢাকার কলতাবাজারের গলির ভেতরে একটি বাড়ির দেয়ালচিত্রে পাশাপাশি আর্জেন্টিনা ও জার্মানি এই দুই দেশের খেলোয়াড়ের প্রতীকী ছবি৷ ছবিটি যখন আঁকা হয়েছিল তখন কিন্তু এই দুই দলের ফাইনালে খেলার ভাগ্য নির্ধারণ হয়নি৷
ছবি: DW/M. Mamun
বিশ্বকাপ গলি
পুরান ঢাকার কলতাবাজারের এই গলির নাম এখন বিশ্বকাপ গলি৷ ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসরকে ঘিরে স্থানীয় তরুণ ফুটবলপ্রেমীরা পুরো এলাকা মুড়িয়ে দিয়েছেন বিশ্বকাপ ফুটবলের নানা চিত্র দিয়ে৷
ছবি: DW/M. Mamun
পতাকা বিক্রি
বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে জার্মানি আর আর্জেন্টিনা৷ তাই এই দুই দেশের পতাকা নিয়ে গুলিস্তানে ক্রেতার অপেক্ষায় পতাকা বিক্রেতা জামাল৷
ছবি: DW/M. Mamun
জাতীয় পতাকার সম্মান
বিশ্বকাপে ৩২টি দলে নেই বাংলাদেশ৷ কিন্তু অন্যান্য দলের পতাকার পাশাপাশি দেশের জাতীয় পতাকাকে সম্মান জানাতে ভোলেননি ফুটবল ভক্তরা৷
ছবি: DW/M. Mamun
একনিষ্ঠ ভক্ত আমজাদ হোসেন
মাগুরা জেলার দরিদ্র কৃষক আমজাদ হোসেন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় নিজের জমি বিক্রি করেছে, তৈরি করেছেন প্রিয় দল জার্মানির সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের একটি পতাকা৷ এতে ব্যয় হয়েছে এক লাখেরও বেশি টাকা৷ ১৯৮৭ সালে দুরারোগ্য রোগে আক্রান্ত এই কৃষক জার্মানি থেকে আনা ওষুধ খেয়ে সুস্থ হয়ে উঠেন৷ তারপর থেকেই তিনি দেশটির ফুটবল দলের একনিষ্ঠ ভক্ত৷
ছবি: Alok Bose
জার্মান দূতাবাসের সম্মাননা
জার্মানি দলের সমর্থনে দীর্ঘ এই পতাকা তৈরির জন্য আমজাদ হোসেন জার্মান জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ফ্যানক্লাবের আজীবন সদস্যপদ পাচ্ছেন৷ ঢাকার জার্মান দূতাবাস তাঁকে এ সম্মান জানাচ্ছে৷
ছবি: Alok Bose
ভক্তরা কাঁপছেন বিশ্বকাপ জ্বরে
ঢাকার বুড়িগঙ্গা নদীতে ফুটবল নিয়ে আনন্দ করছে এক কিশোর৷ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সারাদেশের ফুটবল ভক্তরা কাঁপছেন বিশ্বকাপ জ্বরে৷
ছবি: DW/M. Mamun
কার্গোতে কসরত
বুড়িগঙ্গা নদীতে চলমান বালুবাহী কার্গো শিপের ফুটবল নিয়ে কসরত করছে দুই কিশোর৷
ছবি: DW/M. Mamun
উড়ছে আর্জেন্টিনা আর জার্মানির পতাকা
ঢাকার পাশের এলাকা কেরাণীগঞ্জের বাড়িগুলোর ছাদে ছাদে উড়ছে আর্জেন্টিনা আর জার্মানির পতাকা৷ ফাইনালে জার্মানির কাছে শোচনীয় পরাজয়ের পর এ এলাকার বেশিরভাগ ব্রাজিল ভক্ত ঐ দেশের পতাকাটা নামিয়ে ফেলেন৷
ছবি: DW/M. Mamun
ক্ষুদে ভক্ত
এই খুদে ফুটবল প্রেমী আর্জেন্টিনা দলের ভক্ত৷ কলতাবাজারের বিশ্বকাপ গলির দেয়ালের পাশে দাঁড়ানো এই শিশুটির মত বাংলাদেশে ফুটবল প্রেমীদের মধ্যে শিশুদের সংখ্যাও কম নয়৷
ছবি: DW/M. Mamun
ঝুলছে ফুটবল
এই ছবিটিও কলতাবাজারের৷ বিশ্বকাপ গলির উপরে ভক্তরা ঝুলিয়ে দিয়েছেন বেশ কিছু ফুটবল৷
ছবি: DW/M. Mamun
ভক্তদের উচ্ছ্বাস
কলতাবাজারের এই গলিটিকে সবাই এখন চেনে বিশ্বকাপ গলি নামে৷ এখানে দেখতে পাচ্ছেন জার্মান ফুটবল দলের ভক্তদের উচ্ছ্বাস৷ পুরান ঢাকার এই জায়গাটিতে প্রায়ই জড়ো হন ফুটবল ভক্তরা৷
বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের জন্য বছরটা বোধ হয় খুব একটা সুবিধার ছিল না৷ কথিত ‘বাজে আচরণের' জন্য নিষেধাজ্ঞার কবলে পড়েন তিনি৷ তাঁর স্ত্রী শিশিরের এক ছবির জন্যও সমালোচনার শিকার হন তিনি৷ জুন মাসে এই নিয়ে আমাদের ওয়েবসাইটে তৈরি এক ব্লগওয়াচ অনেক মানুষ পড়েছেন৷
২০১৪ সালে চতুর্থবারের মতো বিশ্বকাপ জয় করে জার্মানি৷ তবে জার্মানির বড় সমর্থক বলতে শুধু জার্মানদের ভাবলে ভুল করা হবে৷ বাংলাদেশের মাগুরার কৃষক আমজাদ হোসেন জার্মান ফুটবল দলের জন্য সমর্থন আদায়ের উদ্দেশ্যে বিশ্বের সবচেয়ে বড় জার্মান পতাকা তৈরি করেছেন৷ ডয়চে ভেলেসহ বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদ প্রকাশের পর ঢাকাস্থ জার্মান দূতাবাস আমজাদকে বিশেষ সম্মাননা দিয়েছেন৷ জার্মান ফুটবল দলের অফিসিয়াল ফ্যান ক্লাবের সদস্যও করা হয়েছে তাঁকে৷
খোলামেলা পোশাক আর আবেদনময়ী অঙ্গভঙ্গির ছবির জন্য মাঝে মাঝেই সমালোচনার শিকার হন নায়লা নাঈম৷ তবে এ সব ছবি পছন্দও করেন অনেক মানুষ৷ গুগলের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সালে সবচেয়ে বেশি যে বাংলাদেশিকে বাংলাদেশ থেকে সার্চ করা হয়েছে, তিনি নায়লা নাঈম৷ উঠতি এই মডেলের কর্মকাণ্ড নিয়ে ডয়চে ভেলের এক বিশেষ প্রতিবেদন পড়েছেন অনেক মানুষ৷
মডেল নায়লা নাঈমের কিছু আলোচিত ছবি
বাংলাদেশি মডেল নায়লা নাঈম৷ সম্প্রতি তাঁর কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে৷ এই ছবিঘরে নায়লা নাঈমের বেশ কয়েকটি ছবি রয়েছে৷ সঙ্গে থাকছে তাঁর সম্পর্কে চমকপ্রদ বিভিন্ন তথ্য৷
ছবি: Abu Naser
শুরুটা যেভাবে
ছোটবেলা থেকেই মিডিয়ায় কাজ করতে আগ্রহী ছিলেন নায়লা৷ ডেন্টাল কলেজে পড়ার সময় নিজের মেধা ও সৌন্দর্যকে কাজে লাগিয়ে ভালো কিছু করার ইচ্ছা প্রবল হয়৷ শুরুটা এভাবেই৷ বর্তমান সময়ের আলোচিত মডেল নায়লা নাঈম সম্পর্কে আরো জানতে দেখুন পরের ছবিগুলো৷
ছবি: Aiyan Aj
‘পরিপূর্ণ স্বাভাবিক মানুষ’
নায়লা নাঈম মনে করেন, সৃষ্টিকর্তা তাঁকে একজন পরিপূর্ণ স্বাভাবিক মানুষ হিসাবে তৈরি করেছেন৷ এটা তাঁর কাছে বিশাল ব্যাপার৷ নায়লার কথায়, ‘‘নিজেকে স্বাভাবিক ও সুন্দর একজন মানুষ হিসাবে দেখতে পারাটা আমাকে মুগ্ধ করে৷’’
ছবি: Abu Naser
আত্মবিশ্বাসী নায়লা
বাংলাদেশের মডেল কন্যাদের সচরাচর যেসব পোশাকে দেখা যায় সেসব থেকে কিছুটা ব্যতিক্রম নায়লা নাঈম৷ অনায়াসেই বিকিনি পরে ছবির জন্য পোজ দিচ্ছেন তিনি৷ তাঁর মধ্যে কোন ধরনের জড়তাও নেই৷
ছবি: Aiyan Aj
আলোচনা-সমালোচনা
স্বল্পবসনে তোলা নায়লা নাঈমের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা, সমালোচনার জন্ম দিয়েছে৷ তিনি অবশ্য সমালোচনায় পিছিয়ে যাবার পাত্র নন৷ ডয়চে ভেলেকে নায়লা বলেন, ‘‘অনেকে হয়তো ব্যাপারটিকে সহজভাবে নিতে পারেননি এবং সমালোচনা করেছেন৷ কিন্তু অনেকেই কিন্তু এই একই কাজগুলোর অনেক প্রশংসাও করেছেন৷’’
ছবি: Abu Naser
গঠনমূলক সমালোচনা প্রত্যাশা
নায়লা নাঈম তাঁর অনুসারীদের কাছে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন৷ তিনি বলেন, ‘‘সমালোচনার মাঝে সৃজনশীল কিছু পেলে সেটাকে গ্রহণ করতে বা সেখান থেকে কিছু শেখার থাকলে সেটাকে ইতিবাচকভাবে নিতে আপত্তি নেই আমার৷’’
ছবি: Aiyan Aj
'ধমীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল'
বলাবাহুল্য বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ৷ নায়লা অবশ্য তাঁর কাজের ক্ষেত্রে ধর্মকে কোন বাধা মনে করেন না৷ বরং তাঁর কথায়, ‘‘আমাদের নিজেদের একটা স্বকীয় সংস্কৃতি আছে৷ দেশীয় সংস্কৃতির কথা এবং ধমীয় মূল্যবোধের কথা মাথায় রেখে যতটুকু অগ্রগতি সম্ভব ঠিক ততখানি এগিয়ে যাওয়া আমি সমর্থন করি৷’’
ছবি: Farjana k. Godhuly/AFP/Getty Images, Rafiqul Islam Raf
বিবসনা হবেন না নায়লা
বিকিনি কিংবা পশ্চিমা আদলে তৈরি স্বল্প পোশাকে সাবলীল হলেও কখনো মডেলিং বা অভিনয়ের প্রয়োজনে নগ্ন বা বিবসনা হবেন না নায়লা৷ নিজের এই অবস্থানের কথা পরিষ্কার জানিয়েছেন তিনি৷ নায়লা বলেন, ‘‘আমাকে কখনোই এইরকম কোন দৃশ্যে দেখা যাবার সম্ভাবনা নেই যেটা আমাদের সংস্কৃতির সাথে পুরোপুরি বেমানন৷’’
ছবি: Abu Naser
ব্যস্ত সময়
নায়লা নাঈম এখন অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন৷ মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ে মনোযোগ দিচ্ছেন তিনি৷ রানআউট, আদি, ওয়ান মিলিয়ন ডলারসহ কয়েকটি চলচ্চিত্রে কাজ করছেন তিনি৷ শীঘ্রই সংগীত শিল্পী প্রীতম আহমেদ এর সাথে একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাঁকে৷
ছবি: Abu Naser
অভিনয়ই মূল লক্ষ্য
মডেলিং এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও বাংলা চলচ্চিত্রে স্থায়ী ঠিকানা তৈরি করাই নায়লার বর্তমান লক্ষ্য৷ ভবিষ্যতে দর্শকদের গতানুগতিক ধারার বাইরে ব্যতিক্রমধর্মী কিছু উপহার দিতে চান তিনি৷ পশুপ্রেমিক নায়লা ভবিষ্যতে পশুপাখির জন্য একটি চিকিৎসা কেন্দ্র ও অভয়ারণ্য গড়তে আগ্রহী৷
ছবি: Adnan Rahman
ফেসবুকে নায়লা
মডেল, অভিনেত্রী নায়লা নাঈমকে পাওয়া যাবে ফেসবুকেও৷ তাঁর আনুষ্ঠানিক পাতার ঠিকানা: www.facebook.com/artist.nailanayem৷ বর্তমানে (১২.০৫.২০১৪) এই পাতায় অনুসারীর সংখ্যা ষাট হাজারের মতো৷
গরু মোটাতাজাকরণ বড়ি ‘ওরাডেক্সন' বাধ্য হয়ে গ্রহণ করেন বাংলাদেশের যৌনকর্মীরা৷ এতে করে তাদের শরীর আরো আকর্ষণীয় হয় বলেই বিশ্বাস তাদের নিয়ন্ত্রকদের৷ তবে এ সব বড়ির পার্শ্বপ্রতিক্রিয়াও ভয়াবহ৷ ডয়চে ভেলের এ সংক্রান্ত এক প্রতিবেদন অনেক পাঠক পছন্দ করেছেন৷
বাংলাদেশের শহরাঞ্চলে বিবাহবিচ্ছেদের হার ক্রমশ বাড়ছে৷ একাধিক পরিসংখ্যান থেকে স্পষ্ট যে মাত্র তিন বছরে ঢাকা শহরে তালাকের পরিমান বেড়েছে প্রায় পাঁচগুণ৷ কেন এই প্রবনতা? উত্তর খুঁজেছেন আমাদের ঢাকা প্রতিনিধি হারুন উর রশীদ স্বপন৷ তাঁর লেখা ব্লগটি ফেসবুকে শেয়ার করেছেন অসংখ্য মানুষ৷
টাঙ্গাইলের কান্দাপাড়ায় ছিল বাংলাদেশের সবচেয়ে পুরনো যৌনপল্লির অবস্থান৷ ৭৫০ জনের বেশি যৌনকর্মী থাকতেন সেখানে৷ দু'শ বছরের পুরনো এই পল্লিটি জুলাই মাসে বন্ধ হয়ে যায়৷ পুলিশ তখন জানায়, কান্দাপাড়ার বাড়িঘরের মালিকরা যৌনকর্মীদের বের করে দেন৷ এরপর সেটি বন্ধ করে দেয়া হয়৷ স্থানীয় ইসলামপন্থিদের চাপেই এটা করা হয়েছিল বলে জানিয়েছে বার্তাংস্থা এএফপি৷
বাংলাদেশের যৌনকর্মীদের কথা
পৃথিবীর আদিম এক পেশা পতিতাবৃত্তি৷ বিশ্বের অধিকাংশ দেশেই চালু রয়েছে এই পেশা৷ বাংলাদেশও ব্যতিক্রম নয়৷ কিন্তু প্রশ্ন হচ্ছে, কেমন আছেন বাংলাদেশের যৌনকর্মীরা? এই ছবিঘরে তাঁদের অবস্থা কিছুটা ফুটিয়ে তোলা হয়েছে৷
ছবি: Getty Images
যেভাবে যৌনপল্লীতে আগমন
বাংলাদেশে অনেক ক্ষেত্রে প্রতারণার শিকার হয়ে যৌনপল্লীতে হাজির হন মেয়েরা৷ প্রত্যন্ত অঞ্চলের অতিদরিদ্র্য পরিবারের সদস্যরা কখনো কখনো অর্থের লোভে মেয়েদের বিক্রি করে দেন বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক বার্তাসংস্থা৷ এছাড়া ভালোবাসার ফাঁদে ফেলে কিংবা বিদেশ যাওয়ার লোভ দেখিয়েও মেয়েদের যৌনপল্লীতে আনা হয়৷
ছবি: Getty Images/AFP/Munir uz ZAMAN
যৌনকর্মীদের জন্য ‘গরুর ট্যাবলেট’
ফরিদপুরের সরকার অনুমোদিত যৌনপল্লীর ছবি এটি৷ অভিযোগ রয়েছে, পল্লীর মালিক নতুন আসা যৌনকর্মীদের স্টেরয়েড ট্যাবলেট সেবনে বাধ্য করেন, যা সাধারণত গরুকে খাওয়ানো হয়৷ গরুর স্বাস্থ্য বাড়াতে ব্যবহার করা এই ট্যাবলেট মানুষের দেহের জন্য ক্ষতিকর৷
ছবি: M.-U.Zaman/AFP/GettyImages
অপ্রাপ্তবয়স্কদের জন্য ‘ইনজেকশন’
বাংলাদেশের এক যৌনপল্লীর মালিক রোকেয়া জানান, স্টেরয়েড ওষুধ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ভালো কাজে দেয়৷ কিন্তু অপ্রাপ্তবয়স্ক, বিশেষ করে ১২ থেকে ১৪ বছর বয়সি মেয়েদের ক্ষেত্রে এটি কার্যকর নয়৷ অপ্রাপ্তবয়সিদের স্বাস্থ্য ভালো করতে বিশেষ ধরনের ইনজেকশন ব্যবহার করা হয় বলে জানান ৫০ বছর বয়সি রোকেয়া৷
ছবি: picture-alliance/ZUMA Press/M. Candela
অধিকাংশ যৌনকর্মী ‘স্টেরয়েড আসক্ত’
আন্তর্জাতিক উন্নয়নসংস্থা একশনএইড ইউকে এক সমীক্ষার ভিত্তিতে ২০১০ সালে জানায় যে, বাংলাদেশের প্রায় ৯০ শতাংশ যৌনকর্মী ওরাডেক্সন বা অন্যান্য স্টেরয়েড ট্যাবলেট নিয়মিত গ্রহণ করে৷ তাঁদের গড় বয়স ১৫-৩৫ বছর৷ বাংলাদেশে দু’লাখের মতো যৌনকর্মী রয়েছে বলে ধারণা করা হয়৷
ছবি: picture-alliance/ZUMA Press/M. Candela
সচেতনতা সৃষ্টির উদ্যোগ
স্টেরয়েড ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে প্রচারণা চালাচ্ছে একশনএইড৷ সংস্থাটির বাংলাদেশ অংশের কর্মকর্তা লুৎফুন নাহার জানিয়েছেন, ‘‘ওরাডেক্সন গ্রহণ করার পর শুরুতে মেয়েদের শরীরে চর্বির পরিমাণ বাড়তে থাকে৷ কিন্তু এটি নিয়মিত সেবন করলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, চামড়ায় ক্ষতসহ বিভিন্ন রোগ দেখা দেয়৷’’
ছবি: GMB Akash
এইচআইভি সংক্রমণ
বাংলাদেশে যৌনকর্মীদের মধ্যে এইচআইভি সংক্রমণ বা এইডস রোগ হওয়ার খবর মাঝে মাঝে পত্রিকায় প্রকাশ হয়৷ তবে ঠিক কতজন যৌনকর্মী এইচআইভি আক্রান্ত তার হালনাগাদ কোনো হিসাব পাওয়া যায়নি৷ অনেকক্ষেত্রে কনডম ব্যবহারে খদ্দেরের অনীহা যৌনকর্মীদের মাঝে যৌনরোগ ছড়াতে সহায়ক হচ্ছে৷ (ফাইল ফটো)
ছবি: AP
‘অপ্রাপ্তবয়স্ক’ যৌনকর্মী
বাংলাদেশের যৌনপল্লীগুলোতে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের জোর করে যৌনকর্মী হিসেবে কাজ করানোর অভিযোগ রয়েছে৷ আর এই পেশায় যাঁরা একবার প্রবেশ করছেন, তাঁদের জীবনেও নানা ঝুঁকি থাকে৷ পতিতাপল্লীতে হামলার খবর কিন্তু মাঝেমাঝেই শোনা যায়৷ (ফাইল ফটো)
ছবি: M.-U.Zaman/AFP/GettyImages
শত বছরের পুরনো পল্লী উচ্ছেদ
মাদারিপুরের পতিতাপল্লীটি ছিল শত বছরের পুরনো৷ গত বছর এই পল্লী উচ্ছেদ করেছেন স্থানীয়রা৷ এমনকি পল্লীটি জোরপূর্বক উচ্ছেদ না করার হাইকোর্টের আদেশও এক্ষেত্রে উপেক্ষা করা হয়েছে৷ সেখানে পাঁচশ’র মতো যৌনকর্মী বাস করতেন৷ কিছুদিন আগে টাঙ্গাইলের একটি পতিতাপল্লীও বন্ধ করে দেয়া হয়েছে৷ এ রকম উচ্ছেদের আতঙ্কে রয়েছেন আরো অনেক যৌনকর্মী৷
ছবি: M.-U.Zaman/AFP/GettyImages
মধ্যপ্রাচ্যে ‘যৌনদাসী’ বাংলাদেশের মেয়েরা!
বাংলাদেশের বেশ কয়েক নারীকে মধ্যপ্রাচ্যে যৌনদাসী হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে৷ তাঁদের পাচার করে সিরিয়ায় নেয়া হয়েছে বলে জানিয়েছে একাধিক বার্তাসংস্থা৷ এ সব নারীকে ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগের কথা বলা হচ্ছে৷ তবে শুধু মধ্যপ্রাচ্য নয়, প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন পতিতালয়েও বাংলাদেশি নারীদের জোরপূর্বক পতিতাবৃত্তিতে নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ আছে৷