1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের শেষ গজদন্ত শিল্পীর স্বপ্ন

১ অক্টোবর ২০১০

সময়টা ছিল অদ্ভুত৷ ঘন বনে আচ্ছাদিত ছিল পার্বত্য চট্টগ্রাম৷ পুরানো গাছগুলো নীল আকাশের দিকে মাথা বের করে জানান দিতো – আমরাও আছি! সেই বনে বাস করতো নানা জাতের বন্যপ্রাণী৷ কোনটা হিংস্র আবার কোনটা একেবারে সাদাসিধে৷

ছবি: dpa

পাখিদের কলকাকলি জানান দিত সকাল বা গোধূলি বেলার৷ সেই বন এখন আর নেই৷

পাহাড়ি শহর রাঙ্গামাটির কারাগার সংলগ্ন রাস্তা দিয়ে একটু সামনে এগোলেই দেখা মিলবে একটি বাড়ির৷ সদর দরজায় দুটো হাতির দাঁত৷ না, সত্যিকারের গজদন্ত নয়, নকল৷ সেই বাড়ির মালিক বিজয় কেতন চাকমা৷ বাপদাদা পেশায় ছিলেন গজদন্ত শিল্পী৷ আজ তিনিই বাংলাদেশের একমাত্র এবং শেষ গজদন্ত শিল্পী৷ তাঁর দেখা সেই সময়ের পার্বত্য চট্টগ্রামের কথা বর্ণনা করতে গিয়ে বললেন, কত পুরানো গাছ ছিল৷ বড় বড়৷ ঘন অরণ্য চারদিকে৷ পাখি ছিল৷ ছিল জন্তু জানোয়ার৷ ছিল হাতিও৷ বনে ফল ছিল৷ আমরা তা সংগ্রহ করতাম৷ খেতাম৷ এখন আর সেই সবুজ নেই৷

হাতি মরলেও নাকি লাখ টাকা! আর এই প্রবাদবাক্যের কারণেই কি বিশ্বব্যাপী হত্যা করা হচ্ছে হস্তিকূলকে? বনের জন্তু হত্যা করে সুন্দর পরিবেশ আর সবুজ জঙ্গল ধ্বংস করছে একটি পক্ষ৷ এদের বিরুদ্ধে কাজ করছে এমনি একটি সংগঠন নাম ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন নেচার (আইইউসিএন)৷ এরই এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, হাতির প্রজাতিগুলোর মধ্যে এশীয় হাতির অবস্থা সবচেয়ে শোচনীয়৷

ছবি: DW / Marinko Sekulic

এক সময় এ হাতি ব্যাপক অঞ্চল জুড়ে পশ্চিমে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর অববাহিকা থেকে পারস্য ও ভারত উপমহাদেশ হয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া পর্যন্ত, উত্তরে চীনের ইয়াংসি-কিয়াং পর্যন্ত বিস্তৃত ছিল৷ বিভিন্ন দ্বীপ – যেমন শ্রীলংকা, জাভা, সুমাত্রায় ছিল এদের অবাধ বিচরণ৷ বর্তমানে পশ্চিম এশিয়া পারস্য, জাভা ও চীন থেকে হাতি সম্পূর্ণ বিলুপ্ত হয়েছে৷ আর বাংলাদেশ, তা তো তথৈবচ!

বিশ্বের যে ১৩টি দেশে এখনো এশীয় হাতি টিকে আছে, তার সংখ্যা সাকুল্যে ৩৫ হাজার থেকে ৫০ হাজারের বেশি হবে না৷ আর এই সংখ্যার মধ্যে শতকরা ৬৬ ভাগই রয়েছে ভারতীয় উপমহাদেশে৷

এখন কি করে সংগ্রহ করেন তারা এই হাতির দাঁত, উত্তরে বিজয় কেতন চাকমা? জিজ্ঞাসার উত্তরে তিনি বললেন, ‘আমার বাপদাদাদের কাছ থেকে কিছু হাতির দাঁত পেয়েছি৷ বাবা শিকার খুব একটা করতেন না৷ কিন্তু দাদা এবং তাঁর বাবা মাঝে মধ্যে শিকার করতেন৷ তখন শিকার নিষিদ্ধ ছিল না৷ বাবা মূলত মানুষের কাছ থেকে, যারা হাতির মালিক ছিল, তাদের কাছ থেকে মরা হাতির দাঁত সংগ্রহ করতেন৷ এখন আমি সরকারের উপরই নির্ভরশীল৷ সরকার মাঝে মধ্যে নিলাম দেয়৷ সেই নিলাম থেকে পাওয়া যায় হাতির দাঁত৷ এছাড়া পুরানো জমিদারদের আত্মীয় স্বজনের কাছ থেকেও সংগ্রহ করেছি কিছু হস্তিদন্ত৷ যেহেতু আমি ছো্ট ছোট টুকরো দিয়ে কাজ করি, তাই একটি দাঁত পেলেই অনেক কাজ করা যায়৷ এখন ব্যবসা নয় বরঞ্চ শখের বসেই এই কাজ করি৷'

বিজয় কেতন চাকমার এবার নেমেছেন পরিবেশ এবং বন বাঁচাও আন্দোলনে৷ গজদন্ত পেশায় তিনিই শেষ শিল্পী একথা আগেই বলেছি৷ তাঁর এক ছেলে এই বিষয়ে বেশ ঝোঁক রয়েছে৷ বাবার কাছ থেকে শিখেও নিয়েছেন কিছু সূক্ষ্ম কাজ৷ কিন্তু সে নাকি এই পেশায় আসবে না জানাচ্ছেন বিজয় কেতন চাকমা৷

বিজয় কেতন চাকমা তিনিও স্বপ্ন দেখেন৷ আমার মতো৷ আপনার মতো৷ কথা বলতে বলতে তিনি ফিরে যান সেই সময়ে তারপর আবার বাস্তবে৷ বলেন পার্বত্য চট্টগ্রামকে বাচাতে হবে৷ বাচাতে হবে এর পরিবেশ আর বনভূমিকে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ