1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলকই থাকবে: জয়শঙ্কর

২৫ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ‘ইতিবাচক ও গঠনমূলকই' থাকবে৷ এই সম্পর্ক নিয়ে আগে থেকে কিছু ভেবে নেওয়া ঠিক হবে না, তেমন ভাবনা কারও ভাবা উচিত নয় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর৷

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আগাম কোনো ধারণায় উপনীত না হওয়ার অনুরোধ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর (ফাইল ছবি)ছবি: Johannes Simon/Getty Images

নিউইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এই অভিমত ব্যক্ত করেন জয়শঙ্কর৷ তিনি বলেন, ‘‘সম্পর্ক নিয়ে আগাম কোনো ধারণায় উপনীত না হওয়ার অনুরোধ আমি সবাইকে করব৷ বিষয়টা এমন নয় যে ভারত তার সবপ্রতিবেশী দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাইছে৷ এভাবে চলেও না, এমনটা হয়ও না৷ এটা শুধু আমাদের (ভারত) নয়, সবার জন্য সমান সত্য৷''

এশিয়াটিক সোসাইটি ও নিউইয়র্কের এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট মঙ্গলবার ‘ইন্ডিয়া, এশিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড' নামে এক আলোচনা সভার আয়োজন করে৷ সেখানে অংশ নেন এস জয়শঙ্কর৷ ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের তথ্য অনুযায়ী, জয়শঙ্কর সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন সেখানেই৷

জয়শঙ্করকে একজন বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে ভারত শর্তহীন সাহায্য করেছে, ঋণ দিয়েছে৷ কিন্তু সেখানকার নতুন পরিবর্তিত সরকার মনে হচ্ছে ভারতবিরোধী৷ এর জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘দিনের শেষে প্রতিটি প্রতিবেশীই তার নিজস্ব গতিতে নিজস্ব চিন্তাধারায় চলবে৷ আমরা তাদের বলব না যে তোমাদের প্রবাহ আমাদের পছন্দ অনুযায়ী হোক৷ তেমন বলা আমাদের ইচ্ছাও নয়৷ আজকের দুনিয়ায় এটাই সত্য৷ প্রতিটি দেশই নিজের পছন্দ অনুযায়ী নীতি ঠিক করে৷ অন্যদের সেই মতো বোঝাপড়া করতে হয়৷ সেইভাবে এগোতে হয়৷''

এ প্রসঙ্গেই বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলির কথা ওঠে৷ জয়শঙ্কর বলেন, ‘‘অন্যদের থেকে বাংলাদেশের বিষয়টি একটু আলাদা৷ এক দশক ধরে আমরা ওই দেশে বহু প্রকল্প হাতে নিয়েছি৷ সেসব প্রকল্প দুই দেশের পক্ষেই মঙ্গলজনক ও ফলদায়ী৷ তাতে অর্থনীতি চাঙা হয়েছে৷ অবকাঠামোরও উন্নতি হয়েছে৷''

জয়শঙ্কর এ কথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম বৈঠকের পর৷ বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো ওই বৈঠককে কার্যকর, ইতিবাচক ও গঠনমূলক হিসেবে বর্ণনা করেছে৷

জয়শঙ্কর বলেন, ‘‘প্রতিটি দেশের নিজের একটা গতি থাকে৷ পছন্দ থাকে, প্রয়োজন থাকে৷ নিজস্ব ‘ডায়নামিকস' থাকে৷ কূটনীতিতে তা বুঝতে ও শিখতে হয় এবং সেই মতো সাড়া দিতে হয়৷'' তিনি বলেন, ‘‘আমার দৃঢ় বিশ্বাস, দিনের শেষে পারস্পরিক নির্ভরতা, একে অন্যের সঙ্গে হাত ধরাধরি করে থাকা, পারস্পরিক উপকারের বাস্তবিকতা আমরা প্রতিবেশীরা সবাই উপলব্ধি করতে পারব৷ এতেই সবার স্বার্থ নিহিত৷ বাস্তবিকতাই সম্পর্কের গতি প্রকৃতি ঠিক করে দেয়৷ ইতিহাসের শিক্ষা তেমনই৷''

পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘‘আমি দৃঢ় নিশ্চিত, দুই ক্ষেত্রেই (বাংলাদেশ ও শ্রীলঙ্কা) আমাদের সম্পর্ক এগিয়ে যাবে ইতিবাচক ও গঠনমূলকভাবে৷''

এপিবি/জেডএইচ (দৈনিক প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ