1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতু

১৫ জুন ২০১৬

সম্ভবত বাস যাচ্ছিল সেতুর ওপর দিয়ে৷ বাংলাদেশের সবচেয়ে বড় সেতু৷ এক যাত্রী নিজের মোবাইলেই ধারণ করলেন সেতু পার হবার দৃশ্য৷ এ পর্যন্ত সাড়ে ৩২ লক্ষবার দেখা হয়েছে সেই ভিডিও৷

Symbolbild - Mobile Berichterstattung
ছবি: picture-alliance/dpa/W. Steinberg

বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী, এখনো বাংলাদেশের দীর্ঘতম, দক্ষিণ এশিয়ার ৫ম দীর্ঘতম এবং বিশ্বের ৯২তম দীর্ঘ সেতু বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু৷ দেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করা এই সেতুর উদ্বোধন হয়েছিল ১৯৯৮ সালের জুন মাসে৷ সেতুটি নির্মাণে মোট খরচ হয়েছিল ৯৬২ মিলিয়ন মার্কিন ডলার৷

৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮.৫ মিটার প্রস্থের এই সেতুটি অতিক্রম করার দৃশ্যই ইউটিউবে আপলোড করা হয়েছিল ২০১৫ সালের ২১ মে৷ সেই থেকে অনেকেই দেখেছেন ভিডিওটি৷ এক, দুই, তিন – এভাবে বাড়তে বাড়তে হাজার, লক্ষবারের সীমাও ছাড়িয়ে গেছে বেশ আগে৷ ভিডিওটি আপলোডের পর মাত্র এক বছর পেরিয়েছে৷ এ সময়েই ভিডিওটি দেখা হয়েছে মোট ৩২ লক্ষ ৫৪ হাজার ৬৯৭ বার৷

এসিবি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ