1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনৈতিক সংকট

৫ মার্চ ২০১২

বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান নিজেদেরই করতে হবে৷ কোন বিদেশি রাষ্ট্র বা সংঘের সুপারিশে বাংলাদেশের সমস্যার সমাধান হবেনা বা – এই অভিমত সাবেক তত্ত্বাবধায়ক সরকারে প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমানের৷

ছবি: AP

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কোন ধরনের সরকার ব্যবস্থার অধীনে হবে, তাই নিয়েই এখন চলছে রাজনৈতিক সঙ্কট৷ দেয়া হচ্ছে পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি৷ বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার দাবি, আগামী নির্বাচন হতে হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে৷

অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান একদম বিপরীত মেরুতে৷ আর আদালতের রায়ের ভিত্তিতে ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে৷

এই রাজনৈতিক সংকট নিরসনে ইতিমধ্যেই কয়েকটি বিদেশি রাষ্ট্র ও জোটের প্রতিনিধিরা সক্রিয় হয়েছেন৷ তারা চাইছেন, দুই বড় দল আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুক৷ আর সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, আমাদের নিজেদেরই রাজনৈতিক সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করতে হবে৷ কোন বিদেশি রাষ্ট্র বা সংঘের পরামর্শে এই সমস্যার সমাধান হবেনা৷

তিনি বলেন, রাজনৈতিক সমস্যা সমাধানে বাংলাদেশের একটি নিজস্ব পদ্ধতি রয়েছে৷ সেই পদ্ধতিতে এগোতে হবে৷ আর শেখ হাসিনা এবং খালেদা জিয়া এক টেবিলে বসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এমন ধারণাও ঠিক নয়৷

বিচারপতি হাবিবুর রহমান আরও বলেন, বাংলাদেশের তরুণরা অনেক সম্ভাবনাময় এবং মেধাবী৷ তারই সংকট থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বের করবে৷ তিনি বলেন আতঙ্কিত হওয়ার কিছু নাই, যতই সংকট থাকুক শেষ পর্যন্ত সমাধানও আসবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ