জাতিসংঘের প্রতি হিউম্যান রাইটস ওয়াচের আহ্বান
৬ ফেব্রুয়ারি ২০২১বিজ্ঞাপন
সংস্থাটি তাদের ওয়েবসাইটে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, জাতিসংঘের উচিত হবে তাদের নাম ব্যবহার করে বাংলাদেশের সামরিক বাহিনী নিজ দেশে মানবাধিকার লঙ্ঘনের কোন কাজ করছে কি না, দেশটির উর্ধ্বতন কর্মকর্তাদের সে প্রশ্নের মুখোমুখি করা৷ উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে জাতিসংঘের কর্মকর্তাদের আগামী সপ্তাহে বৈঠক করার কথা রয়েছে৷
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নিয়ে আল জাজিরার সাম্প্রতিক প্রতিবেদনে উঠে আসা অভিযগোগুলো তুলে ধরা হয়৷ এই অভিযোগগুলোর পাশাপাশি শান্তিমিশনে অংশ নেয়া বাংলাদেশের সমস্ত ইউনিট ও সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের কোন রেকর্ড আছে কি না, তা খতিয়ে দেখতে জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছেন জাতিসংঘে হিউম্যান রাইটস ওয়াচ-এর পরিচালক লুইস শারবোনো৷
এফএস/জেডএ (হিউম্যান রাইটস ওয়াচ)